প পৃষ্ঠা ৯২
- Bengali Word পৈত্রিক (শুদ্ধ পৈতৃক) English definition [পোইত্ত্রিক্] (বিশেষণ) পিতা বা পিতৃপুরুষ সম্বন্ধীয়/বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) পৈতৃক>}
- Bengali Word পৈথান English definition [পোইথান্] (বিশেষ্য) শায়িত ব্যক্তির পাদস্থান (শিয়রে সোনার কাঠি পৈথানে রূপোর-মহীউদ্দিন)। শিথান (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) পাদস্থান>}
- Bengali Word পৈধর (মধ্যযুগীয় বাংলা) English definition [পোইধর্] (বিশেষ্য) ঘোড়াশাল। পৈধরত (ক্রিয়াবিশেষণ) ঘোড়াশালে; আস্তাবলে (পৈধরত কান্দে ঘোড়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) পাদদণ্ড>(প্রাকৃত)পায়দাঁড়>}
- Bengali Word পৈর (মধ্যযুগীয় বাংলা) English definition [পোইর] (ক্রিয়া) পরো; পরিধান করো (বশন পৈর-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরি+□ ধা>}
- Bengali Word পৈলব English definition [পোইলব্] (বিশেষ্য) কোমলতা; পেলবতা। {(তৎসম বা সংস্কৃত) পীলু+অ(অণ্)}
- Bengali Word পৈশা, পৈসা (মধ্যযুগীয় বাংলা) English definition [পোইশা, পোইসা] (ক্রিয়া) প্রবেশ করা; ঢুকে পড়া। পৈসোঁ প্রবেশ করো। পৈশউ, পৈসু প্রবেশ করুক। পৈসোঁ (মধ্যযুগীয় বাংলা) প্রবেশ করি। {(তৎসম বা সংস্কৃত) প্রবেশ>}
- Bengali Word পৈশাচ English definition [পোইশাচ্] (বিশেষণ) পিশাচবিষয়ক। ২ পিশাচ প্রকৃতিসুলভ। ৩ ছলেবলে কৌশলে আচরিত বিবাহ পদ্ধতিবিশেষ। পৈশাচী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পিশাচ+অ(অণ্)}।
- Bengali Word পৈশাচিক English definition [পোইশাচিক্] (বিশেষণ) ১ পিশাচসুলভ। ২ পিশাচের মতো। ৩ পিশাচ-সংক্রান্ত। পৈশাচিকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পৈশাচিকতা (বিশেষ্য) পিশাচসুলভ আচরণ। {(তৎসম বা সংস্কৃত) পিশাচ+অ(অণ্)+ইক(ঠঞ্)}
- Bengali Word পৈশাচী English definition [পোইশাচি] (বিশেষ্য) ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত প্রাচীন প্রাকৃত ভাষা। {(তৎসম বা সংস্কৃত) পৈশাচ+ঈ(ঙীপ্)}
- Bengali Word পৈশুন, পৈশুন্য English definition [পোইশুন্, পোইশুন্নো] (বিশেষ্য) ১ পিশুন বা কুৎসা রটনাকারীর আচরণ বা ভাব। ২ খলতা; ক্রূরতা। □ (বিশেষণ) দ্বেষ। {(তৎসম বা সংস্কৃত) পিশুন+অ(অন্), য(ষ্যঞ্)}
- Bengali Word পৈষ্টিক, পৈষ্টী English definition [পোইশ্টিক্, পোইশ্টি] (বিশেষণ) পেষণকৃত বস্তু দ্বারা তৈরি। □ (বিশেষ্য) একপ্রকার মদ। {(তৎসম বা সংস্কৃত) পিষ্ট+অ(অণ্)+ইক(ঠঞ্), +ঈ(ঙীপ্)}
- Bengali Word পৈসা (মধ্যযুগীয় বাংলা) English definition [পোইসা] (ক্রিয়া) প্রবেশ করে। পৈসে প্রবেশ করে (বুলী চোর পৈসে ঘরে গিহ্নীক সত্বর করে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ বিশ্>}
- Bengali Word পো English definition [পো] (বিশেষ্য) পুত্র; ছেলে। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>}
- Bengali Word পো ১ English definition [পো] (বিশেষ্য) পুত্র; ছেলে (ডাক্তারের পো আজ একবার আসুক না-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পোঅ>}
- Bengali Word পো ২ English definition ⇒ পোয়া১
- Bengali Word পোঁ English definition [পোঁ] (অব্যয়) সানাই বা বাঁশির একটানা বা অপরিবর্তনীয় সুর (সানাইয়ের পোঁ এমন কিছু মিষ্টি নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পোঁ ধরা (ক্রিয়া) ১ কোনো ব্যাপারকে অন্ধভাবে সমর্থন করা। ২ (ব্যঙ্গার্থ) মোসাহেবি করা। পোঁ পোঁ (অব্যয়) অতি দ্রুত; অতি বেগে (একেবারে পোঁ পোঁ দৌড়)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পোঁচ English definition [পোঁচ্] (বিশেষ্য) লেপ; প্রলেপ; লেপন (বড় মিস্ত্রী দুচার পোঁচ চর্বি মাখিয়ে দিলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পোঁচড়া, পোঁচলা (বিশেষ্য) ১ লেপন; প্রলেপ। ২ চুনকাম করবার জন্য বাখারি প্রভৃতি দণ্ডের মুখে বাঁধা পাটের গুচ্ছ। {(তৎসম বা সংস্কৃত) পুস্ত>(প্রাকৃত)পুত্থ>পুংছ>}
- Bengali Word পোঁচা English definition ⇒ পোঁছা৩
- Bengali Word পোঁছ English definition [পোঁছ্] (বিশেষ্য) ১ প্রলেপ (তারা মুখে চুনকাম করতে জানে না, ঠোঁটে আলতার পোঁছও টানে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্মার্জনা (ঝাড়পোঁচ)। {(তৎসম বা সংস্কৃত) পুস্ত>(প্রাকৃত)পুত্থ>পুংছ>}
- Bengali Word পোঁছা ২ English definition [পোঁছা] (ক্রিয়া) ১ গণ্য করা; গ্রাহ্য করা (তোর কাছে বসে কে? তোকে পোঁছে কে?-মীর মশাররফ হোসেন)। ২ খোঁজ-খবর নেওয়া; সম্ভাষণ করা। ৩ জিজ্ঞাসা করা; প্রশ্ন করা। {(হিন্দি) পুছ্না}