ব পৃষ্ঠা ১৪
- Bengali Word বন্ঠ English definition [বন্ঠো] (বিশেষণ) ১ বেঁটে; খর্বাকার। ২ অবিবাহিতা। {(তৎসম বা সংস্কৃত) বন্ঠ}
- Bengali Word বন্ডিল, বান্ডিল English definition [বান্ডিল্] (বিশেষ্য) একাধিক বস্তুর একত্রে আবদ্ধ অবস্থা; তাড়া; তোড়া; পুলিন্দা (এক বাণ্ডিল কাগজ-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) Bundle}
- Bengali Word বন্তি English definition [বান্তি] (বিশেষ্য) উদ্গার; বমি। {(তৎসম বা সংস্কৃত) √বম্+তি(ক্তি)}
- Bengali Word বন্দ ১ English definition [বন্দো/বন্দ্] (বিশেষ্য) ১ দৈর্ঘ্য-প্রস্থের সমষ্টির পরিমাণ (পঁচিশের বন্দ যেন ঘর একখানা-কৃত্তি)। ২ খণ্ড; অংশ (জমি দিবে মাপিয়া বন্দে যেন প্রজা লয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ রুদ্ধ; অবরুদ্ধ। ৪ ছুটি। ৫ ধর্মঘট। {(ফারসি) বন্দ্}
- Bengali Word বন্দ ২ English definition [বন্দো] (ক্রিয়া) বন্দনা করো; আরাধনা করো। বন্দহ ((ব্রজবুলি), প্রাবা.) (ক্রিয়া) বন্দনা করো (বন্দহ নন্দকিশোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্}
- Bengali Word বন্দক English definition [বন্দক্] (বিশেষ্য), (বিশেষণ) বন্দনা করে এমন; বন্দানাকারী; প্রমাণকারী। {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্ (স্তুতি)+অক(ণ্বুল্)}
- Bengali Word বন্দন English definition ⇒ বন্দনা
- Bengali Word বন্দনা, বন্দন English definition [বন্দোনা, বন্দন্] (বিশেষ্য) ১ স্তব; স্তুতি (বন্দনা-গান রচিলা কুমার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রমাণ। ৩ পূজা; অর্চনা। বন্দনীয়, বন্দ্য (বিশেষ্য) বন্দনার উপযুক্ত; প্রণম্য; পূজনীয়।
- Bengali Word বন্দনীয়া, বন্দ্যা English definition ( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্+অন(যুচ্)+ আ(টাপ্), √বন্দ্+অন(ল্যুট্)}
- Bengali Word বন্দর English definition [বন্দর্] (বিশেষ্য) সমুদ্র বা নদীর তীরবর্তী স্থান যেখানে জাহাজ বা নৌকা নোঙর করা হয়। {(ফারসি) বন্দর}
- Bengali Word বন্দা ১ English definition ⇒ বান্দা
- Bengali Word বন্দা ২ (পদ্যে ব্যবহৃত) English definition [বন্দা] (ক্রিয়া) বন্দনা করা; প্রণাম করা। {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্+(বাংলা) আ}
- Bengali Word বন্দি English definition ⇒ বন্দী।
- Bengali Word বন্দিত English definition [বোন্দিতো] (বিশেষণ) বন্দনা করা হয়েছে এমন; অর্চিত; প্রশংসিত। বন্দিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্+ত(ক্ত)}
- Bengali Word বন্দিনী English definition ⇒ বন্দী১ ও বন্দী২
- Bengali Word বন্দিশালা English definition ⇒ বন্দী১।
- Bengali Word বন্দী ১, বন্দি English definition [বোন্দি] (বিশেষ্য) ১ কয়েদি; কারাগারে আটক অবরুদ্ধ ব্যক্তি (এই বন্দী আমার প্রাণেশ্বর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ অবরুদ্ধ; আটক; কারারুদ্ধ (বন্দী হওয়া)। ৩ বদ্ধ (বাক্স-বন্দী)। বন্দিনী( স্ত্রীলিঙ্গ) । বন্দীশালা, বন্দীঘর (বিশেষ্য) কারাগার; জেল; কায়েদখানা (যত আইসে সদাগর রাখ তারে বন্দিঘর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √বন্দ+ই(ইন্), ঈ(ঙীষ্); (ফারসি) বন্দী}
- Bengali Word বন্দী ২ (-ন্দিন্) English definition [বোন্দি] (বিশেষণ) ১ চারণ; বৈতালিক; বন্দনাগায়ক বা পাঠক; বন্দনাকারী। বন্দিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বন্দ্+ইন্(ণিনি)}
- Bengali Word বন্দুক English definition [বোন্দুক্] (বিশেষ্য) যে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি ছোড়া হয় (বন বেড়ি বড় গোলা বন্দুকে ছুটে গুলি-ঘনরাম চক্রবর্তী)। বন্দুকচি, বন্দুকবাজ (বিশেষণ) বন্দুকচালক; গোলন্দাজ (আফ্রিদি যদি হতাম আমি রে আজ বন্দুকবাজ তীক্ষ্ণ তীরন্দাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। বন্দুকমারা (ক্রিয়া) বন্দুক দিয়ে শিকার করা। বন্দুকের আওয়াজ (বিশেষ্য) গুলি ছুড়বার আওয়াজ (সেখান হইতে বন্দুকের আওয়াজ শুনিবারও কোনো সম্ভাবনা ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। বন্দুকের আওয়াজ করা (ক্রিয়া) গুলি ছোড়া (একটা বন্দুক তুলিয়া স্ফীত পাল লক্ষ্য করিয়া বন্দুকের আওয়া করিয়া দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {তুর্কি বন্দূক্}
- Bengali Word বন্দে English definition [বন্দে] (ক্রিয়া) বন্দনা করি; প্রণাম বা অর্চনা করি। বন্দে মাতরম্ (ক্রিয়া) মাতাকে বন্দনা করি, বঙ্কিমকচন্দ্রের ‘আনন্দমঠ’ উপন্যাসের অন্তর্গত একটি গানের কলি। {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্>}