ব পৃষ্ঠা ১৫
- Bengali Word বন্দে বন্দে English definition [বন্দে, বন্দে] (ক্রিয়াবিশেষণ) প্রতি ভণ্ডে (বন্দে বন্দে প্রজা যেন…-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) বন্দ}
- Bengali Word বন্দেগি, বন্দেগী English definition [বন্দেগি] (বিশেষ্য) ১ বান্দার আনুগত্য; দাস্যভাব (বান্দা যাহারা বন্দেগী ছাড়া কি দিবে তাহারা শাহন্শাহ্-কাজী নজরুল ইসলাম)। ২ সশ্রদ্ধ অভিবাদন; সালাম (বন্দেগী করিবে বান্দা জামিনে ঠুকিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ বান্দা বা গোলামের কর্ম। ৪ এবাদত; প্রার্থনা (চব্বিশ ঘন্টাই যাহারা… এবাদত বন্দেগীতে ব্যস্ত-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) বন্দেগী}
- Bengali Word বন্দো (পদ্যে ব্যবহৃত) English definition [বন্দোবস্তো] (বিশেষ্য) ১ ব্যবস্থা। ২ আয়োজন (জীবাণু বোমার নিখুঁত বন্দোবস্ত-মনোজ বসু)। ৩ শৃঙ্খলা; পারিপাট্য। ৪ জমির মালিকানার শর্তাদিসহ ব্যবস্থা; জমির দখল সম্পর্কিত; শর্ত; নির্দিষ্ট শর্তে জমির পত্তনি ব্যবস্থা। {(ফারসি) বন্দ-ও-বস্ত}
- Bengali Word বন্দ্য ১ English definition [বন্দো] (বিশেষণ) বন্দনীয়; বন্দনার যোগ্য এমন। বন্দ্যবংশ (বিশেষ্য) ১ মান্য বা সম্ভ্রান্ত বংশ (পরম কুলীন স্বামী বন্দ্যবংশ খ্যাত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বন্দ্যোপাধ্যায় বংশ। {(তৎসম বা সংস্কৃত) √বন্দ্+য(ণ্যৎ)}
- Bengali Word বন্দ্য ২, বন্দ্যা English definition ⇒ বন্দনা
- Bengali Word বন্দ্যোপাধ্যায় English definition [বন্দোপাদ্ধ্যায়্] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ; বাঁড়ুজ্জে; banerjee। {(তৎসম বা সংস্কৃত) বন্দ্য+উপাধ্যায়}
- Bengali Word বন্ধ English definition [বন্ধো] (বিশেষ্য) ১ বন্ধনী; বাঁধবার উপকরণ (কোমরবন্ধ, কেশবন্ধ)। ২ বন্ধন; বাঁধন (থাকিয়া রাজার আগে বন্ধ কর দূরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ বাধ্য; রোধ (স্রোতবন্ধ)। ৪ সংযোগ। ৫ গ্রন্থনা; রচনা (সেতুবন্ধ)। ৬ আবেষ্টন (ভুজবন্ধ)। ৭ ছুটি; অবকাশ (গ্রীষ্মের বন্ধ)। ৮ দৈনিক কাজের অবসান বা সমাপ্তি (অফিস বন্ধ হয়েছে)। □ (বিশেষণ) ১ রুদ্ধ (বন্ধ দ্বার)। ২ রহিত; আড়ি (কথা বন্ধ করা)। ৩ কাজ স্থগিত আছে এমন (দোকান বন্ধ)। ৪ অচল; নিশ্চল; গতিহীন (বন্ধ করো না পাখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ বাধাপ্রাপ্ত; বাধাগ্রস্ত (বন্ধ স্রোত)। ৬ আটক; বন্দী। বন্ধখানা (বিশেষ্য) কারাগার। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বন্ধক English definition [বন্ধোক্] (বিশেষ্য) ১ ঋণের জমিরস্বরূপ কোনো বস্তু জমা রাখা (বাড়িখানা বন্ধক রেখে টাকা এনেছি)। ২ ঋণের জামিল স্বরূপ গচ্ছিত বস্তু (গয়না বন্ধক দেওয়া)। বন্ধকগ্রহীতা (বিশেষ্য), (বিশেষণ) যে দ্রব্যাদি বন্ধক রেখে ঋণ দেয়। বন্ধক দাতা (বিশেষ্য), (বিশেষণ) দ্রব্যাদি বন্ধক দিয়ে যে ঋণ গ্রহণ করে। বন্ধকি, বন্ধকী (বিশেষণ) ১ বন্ধকরূপে প্রদত্ত; যে বস্তু বন্ধক রেখে ঋণ গৃহীত হয়। ২ বন্ধক সংক্রান্ত। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যে নারী পরপুরুষের নিকট বন্ধ থাকে; কুলটা। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বন্ধন English definition [বন্ধন্] (বিশেষ্য) ১ বাঁধন; দড়ি দিয়ে বন্ধন। ২ অবরোধ; আটক; কয়েদ (কারাগারে বন্ধন)। ৩ আবেষ্টন; বদ্ধভাব (বেণী-বন্ধন)। ৪ নির্মাণ; গ্রন্থন (সেতু-বন্ধন)। ৫ নিয়ন্ত্রণ; সংযম; নিরোধ। ৬ সম্পর্ক স্থাপন; সংযোজন (বিবাহ বন্ধন)। ৭ ক্ষতাদি বাঁধার পটি। বন্ধনদশা (বিশেষ্য) আটক অবস্থা; কয়েদ। বন্ধনহীন (বিশেষণ) মুক্ত; স্বাধীন। বন্ধনাগার (বিশেষ্য) কারাগার; ফাটক। বন্ধনালয় বি। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্+অন(ল্যুট্)}
- Bengali Word বন্ধনী English definition [বন্ধোনি] (বিশেষ্য) ১ যে উপকরণ দ্বারা বাঁধা হয়; যা দ্বারা বাঁধা হয়। ২ ব্র্যাকেট; (), {}, []-এসব চিহ্ন। বন্ধনীয় (বিশেষণ) বন্ধনের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন+ঈ(ঙীপ্)}
- Bengali Word বন্ধান English definition [বন্ধান্] (বিশেষ্য) ১ বন্দোবস্ত; ব্যবস্থা (আমি ইহার একটা বন্ধান করিতে চাহি-রাম)। ২ দেহের গঠন বা বাঁধন। ৩ চেহারা। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ+(বাংলা) আন}
- Bengali Word বন্ধু English definition [বোন্ধু] (বিশেষ্য) ১ মিত্র; সখা; সুহৃদ। ২ হিতৈষী; কল্যাণ কামী ব্যক্তি। ৩ স্বজন। ৪ প্রণয়ী; প্রিয়জন। ৫ বান্ধুলী পুষ্প (সুরঙ্গ-অরুণ বন্ধু অধর আনয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বন্ধনী, বান্ধবী( স্ত্রীলিঙ্গ) । বন্ধুত্ব, বন্ধুতা বি। বন্ধুয়া (বিশেষ্য) বন্ধু; প্রণয়ী (এত সাধের বন্ধুয়া আমায় দেখিলে না চায় ফিরিয়া)। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্+উ}
- Bengali Word বন্ধুক, বন্ধূক, বন্ধুজীব, বন্ধুজীবক, বন্ধুলি, বন্ধুলী English definition [বোন্ধুক্, বোন্ধুক্, বোন্ধুজিব্, বোন্ধুজিবক্, বোন্ধুলি, বোন্ধুলি] (বিশেষ্য) রক্তবর্ণ ফুল বা তার গাছ; বাঁধুলি ফুল বা গাছ (স্বর্ণ বর্ণ তনু চঞ্চু জিনিয়া বন্ধুক-সৈয়দ আলাওল; অঙ্গের বন্ধুক ঘটা আজানুলম্বিতজটা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; সিংহগ্রীব বন্ধুজীব অবরেশ তুল-কৃত্তিবাস ওঝা)। বন্ধুকবন্ধু (বিশেষ্য) সূর্য (অধর বন্ধুকবন্ধু বদন শারদ ইন্দু-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধু+ক(কন্)}
- Bengali Word বন্ধুর English definition [বোন্ধুর্] (বিশেষণ) ১ ভূমি বা ক্ষেতের অসমান তলবিশিষ্ট; অসমতল; উঁচুনিচু; এবড়োথেবড়ো। ২ বধির। বন্ধুরতা বি। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্+উর(উরচ্)}
- Bengali Word বন্ধুলি, বন্ধুলী English definition ⇒ বন্ধুক
- Bengali Word বন্ধূক English definition = বন্ধুক
- Bengali Word বন্ধ্য English definition [বন্ধো] (বিশেষণ) ১ নিঃসন্তান; সন্তাহীন। ২ ফলহীন; নিষ্ফল। ৩ বন্ধনযোগ্য; বাঁধার উপযোগী এমন। বন্ধ্যত্ব, বন্ধ্যতা বি। বন্ধ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বাঁঝা; সন্তান হয় না এমন। ২ বন্ধনযোগ্যা( স্ত্রীলিঙ্গ) । বন্ধ্যাসূত (বিশেষ্য) বন্ধ্যার পুত্রসন্তানের মতো মিথ্যা বস্তু; অসম্ভব বস্তু। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্+য(ণ্যৎ}
- Bengali Word বন্ন (মধ্যযুগীয় বাংলা) English definition [বন্নো] (বিশেষ্য) ১ বর্ণ; অক্ষর। ২ রং; বর্ণ (নহি রেক নহি রূপ নহি ছিল বন্ন চিন্-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বর্ণ>(প্রাকৃত) বন্ন>}
- Bengali Word বন্নক English definition [বন্নোক্] (বিশেষ্য) রং; বর্ণ (কোন বা বন্নক তুমি … আইছ চুরি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বর্ণক>(প্রাকৃত) বন্নক}
- Bengali Word বন্য English definition [বোন্নো] (বিশেষণ) ১ বনজাত; বনে উৎপন্ন; বুনো (বন্য বৃক্ষ)। ২ বনে বাস করে বা বিচরণ করে এমন (বন্য পশু)। ৩ অসামাজিক; বনে বাস করার যোগ্য এমন; জনসমাজের অনুপযুক্ত এমন (বন্য স্বভাব)। ৪ বনসম্পর্কিত। বন্যবৃত্তি (বিশেষণ) বন্য ফলমূল খেয়ে বাঁচে এমন। বন্যা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বন+য(যৎ)}