ব পৃষ্ঠা ১৬
- Bengali Word বন্যা ১ English definition [বোন্না] (বিশেষ্য) প্লাবন; বান। {(তৎসম বা সংস্কৃত) বন(জল)+য(যৎ)+আ(টাপ্)}
- Bengali Word বন্যা ২ English definition ⇒ বন্য।
- Bengali Word বনয়ারি, বনয়ারী English definition ⇒ বনোয়ারি
- Bengali Word বপন English definition [বপোন্] (বিশেষ্য) ১ রোপন; বোনা (আমি বৃথাই স্বপন করেছি বপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বয়ন। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+অন(ল্যুট্)}
- Bengali Word বপা English definition [বপা] (ক্রিয়া) রোপন করা; বোনা; বপন করা। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+(বাংলা) আ}
- Bengali Word বপু English definition [বোপু] (বিশেষ্য) দেহ; শরীর; কায়া। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+উস্>বপুস্>(পালি) বপু}
- Bengali Word বপুষ্মান English definition [বোপুশ্মান্] (বিশেষ্য) প্রকাণ্ড বা বিশাল শরীর বিশিষ্ট। বপুষ্মতী (স্ত্রীলিঙ্গ) (বপুষ্মতী মেদমন্থরা সুবিশালা স্ত্রী-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বপুস্+মৎ(মতুপ্)}
- Bengali Word বপ্তব্য English definition [বপ্তোব্বো] (বিশেষণ) বপনকারী; বীজ বপন করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+তৃ(তৃচ্)}
- Bengali Word বপ্র English definition [বপ্প্রো] (বিশেষ্য) ১ ভূমি; ক্ষেত্র। ২ পরিখা খননের ফলে যে মাটির স্তুপ সৃষ্টি হয়; প্রাকার; parapet। ৩ পর্বতের সানুদেশ। বপ্রক্রীড়া, বপ্রকেলি, বপ্রক্রিয়া (বিশেষ্য) শিং বা দাঁত দ্বারা পর্বতের সানুদেশ বা উপত্যকা খননরূপ খেলা।(বপ্রকেলি কুতুহলে মত্ত করিগণ-বিহারীলাল চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+র(রন্)}
- Bengali Word বব English definition [বব্] (বিশেষণ) নারীর মাথার চুলের বিশেষ ধরনের ছাঁট (ববকাট)। {(ইংরেজি) Boob}
- Bengali Word ববমবম English definition ⇒ বম
- Bengali Word বভ্রুবাহন English definition [বোব্ভ্রূবাহোন্] (বিশেষ্য) অর্জুন ও চিত্রাঙ্গদার পুত্র। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+উ(কু)=বভ্রু+বাহন, বহুব্রীহি সমাস}
- Bengali Word বম ভোলানাথ English definition [বম্ ভোলানাথ্] (বিশেষ্য) ‘বম’ (বিশেষ্য) ‘ব্যোম’ শব্দকারী হিন্দুদেবতা ভোলানাথ; শিব। {বম্+ভোলানাথ}
- Bengali Word বম ১ English definition [বম্] (বিশেষ্য) যুগন্ধর; গাড়ির দীর্ঘ কাষ্ঠদণ্ড। {(ইংরেজি) Beam}
- Bengali Word বম ২, বমবম, ববমবম English definition [বম্, বম্বম্, ববমবম্] (অব্যয়) গালবাদ্য ধ্বনি। বমভোলা (বিশেষ্য) হিন্দুদেবতা ভোলানাথ, শিব। □ (বিশেষণ) চারিদিকে কি ঘটছে সে সম্বন্ধে উদাসীন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বমচুলি English definition ⇒ বঁমচুলি
- Bengali Word বমন English definition [বমোন্] (বিশেষ্য) ১ বমি; ন্যক্কার। ২ উদ্গিরণ; নিঃসরণ। বমনীয় (বিশেষণ) বমনের উপযুক্ত; বমনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √বম্+অন(ল্যুট্)}
- Bengali Word বমবম English definition ⇒ বম
- Bengali Word বমাল English definition ⇒ বামাল
- Bengali Word বমি English definition [বোমি] (বিশেষ্য) ১ বমন; উদ্গিরণ। ২ উদ্গীর্ণ বস্তু; বমিত বস্তু। বমিত (বিশেষণ) উদ্গীর্ণ; বমি করে ফেলা হয়েছে এমন। বমি বমি ভাব (বিশেষ্য) বমনেচ্ছা। গা বমি বমি করা (বিশেষ্য) বার বার বমিভাব হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বম্+ই}