ব পৃষ্ঠা ১৭
- Bengali Word বম্বার্ড English definition [বোম্বার্ড্] (বিশেষ্য) কামান দেগে বিধ্বস্তকরণ (কম্বক্তা সম্বরাসুরে না করি বম্বার্ড-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ইংরেজি) Bombard}
- Bengali Word বম্বু English definition [বোম্বু] (বিশেষ্য) বাঁশ (কোমর বেঁধে বম্বু কাঁধে তুলে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) bamboo}
- Bengali Word বম্বেটে, বম্বাটে English definition ⇒ বোম্বেটে
- Bengali Word বম্ভ (মধ্যযুগীয় বাংলা) English definition [বম্ভো] (বিশেষ্য) ব্রহ্ম (জঅ জঅ ধম্ম হুঙ্কারিয়া বম্ভ রাখিলেন কর্ম্মর পিঠি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। বম্ভতেল (বিশেষ্য) ব্রহ্মতালু; মাথার চাঁদি (বম্বলে ভেদ করিএ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্ম>}
- Bengali Word বযোগুণ, বয়োধর্ম English definition [বয়োগুন্, বয়োধর্মো] (বিশেষ্য) বয়সের স্বাভাবিক গুণ; যৌবনের ধর্ম। {(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+গুণ, ধর্ম}
- Bengali Word বর English definition [বর্] (বিশেষ্য) ১ কারো নিকট থেকে প্রার্থনীয় বা লব্ধ বস্তু বা বিষয় (কৃপা করি যদি মোরে দিলে বর দান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ আশীর্বাদ। ৩ বিবাহের পাত্র। ৪ স্বামী (ইচ্ছিলে হেন বরে হইবে বিভূতিভূষণা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ অনুগ্রহসূচক বা করভঙ্গির দ্বারা প্রদর্শিত অনুগ্রহব্যঞ্জক মুদ্রা (বরাভয় কর ত্রিনয়নধর মাথায় মানিক বর-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) ১ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট (হে বর নাগর-মোহিতলাল মজুমদার)। ২ ঈপ্সিত; অভীষ্ট। ৩ সুন্দর; মনোহর (কুঞ্জশোভা বরগুঞ্জ মালা দোলে গলে-মাইকেল মধুসূদন দত্ত)। বরকনে, কনে বধূ (বিশেষ্য) বিবাহের পাত্র ও পাত্রী; স্বামী ও স্ত্রী। বরকর্তা (বিশেষ্য) বরের পিতা বা পিতৃস্থানীয় অভিভাবক। বরচন্দন (বিশেষ্য) ১ দেবদারু। ২ অগুরু। বরদ (বিশেষণ) ১ বরদাতা; অভীষ্টদাতা। ২ উদার; দানশীল (তোমার বরদহস্ত বিতরিছে ঐশ্বর্য্য সম্ভার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ যিনি বর দান করেন (হে বরদ। আমাকে বর দাও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বরদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বরদাত্রী (তিনি বরদা ও নমস্যা-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী স্বরস্বতী (হে বরদে, তব বরে চোর রত্নাকর কাব্যরত্নাকর কবি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ হিন্দুদেবী দুর্গা। বরন্তী (বিশেষণ) বিবাহের পূর্বেই পতিকর্তব্য সম্পর্কে শিক্ষাপ্রাপ্তা (অতি ঘরন্তী না পায় ঘর অতি বরন্তী না পায় বর-প্রবাদ)। বর পক্ষ (বিশেষ্য) বরের স্বজন; বিবাহের পাত্র পক্ষের ব্যক্তিগণ। বরপণ (বিশেষ্য) বিবাহে কন্যাপক্ষ কর্তৃক বরপক্ষকে দেয় অর্থ। বরপুত্র (বিশেষ্য) ১ দেবতার বরে বা আশীর্বাদে উৎপন্ন পুত্র। ২ দেবতার অনগৃহীত ব্যক্তি (লক্ষ্মীর বরপুত্র)। বরপ্রদ (বিশেষণ) বর প্রদানকারক; অভীষ্ট পূর্ণ করে এমন। বর বর্ণিনী (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) সুন্দরী ভার্যা। ২ শ্রেষ্ঠা নারী। বরমাল্য (বিশেষ্য) ১ বধূর বরকে প্রদেয় মালা। ২ বিজয়জ্ঞাপক মালা। বরযাত্রা (বিশেষ্য) বিবাহের উদ্দেশ্যে আত্মীয়স্বজন সহ বরের কন্যা গৃহে যাত্রা বা গমন। বরযাত্রী (-ত্রিন্), বরযাত্র (বিশেষ্য) যারা বিবাহের সময়ে বরের সঙ্গে কন্যাগৃহে যাত্রা করে (কোন বিবাহে না এরূপ বরযাত্র জোটে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বরয়িতা (বিশেষ্য) ১ বরণকারী। ২ স্বামী; পতি। বরয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। বরযুবতী, বররামা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সুদর্শনা যুবতী বা নারী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি-বিবাদমান উভয় পক্ষের সাথেই যার সুসম্পর্ক আছে; উভয়পক্ষের সাথেই যে সদ্ভাব বজায় রাখে এবং উভয়কে উভয়ের বিরুদ্ধে উস্কে দেয়। নিতবর (বিশেষ্য) বিবাহে বরের বা পাত্রের প্রধান সঙ্গী। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অ(অপ্)}
- Bengali Word বরং English definition [বরোঙ্] (অব্যয়) ১ অপেক্ষাকৃত ভালো বা শ্রেষ্ঠ; যুক্তিসঙ্গত। ২ পক্ষান্তরে; তার বদলে (বরং তুমিই যাও)। {(তৎসম বা সংস্কৃত) বরম্}
- Bengali Word বরই English definition [বরোই] (বিশেষ্য) এক প্রকার টক-মিষ্ট ফল; কুল (ছিলিমে তামাক সাজিয়ে বসত গিয়ে বাড়ীর সামনের বরই গাছের নীচে-শামসুল হক)। {(তৎসম বা সংস্কৃত) বদরিকা> (প্রাকৃত) বোরী>বরই}
- Bengali Word বরক English definition [বরক্] (বিশেষণ) ১ বরণকারী। ২ নির্ধারক; মনোনয়নদাতা। ৩ আচ্ছাদক। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অক(ণ্বুল্)}
- Bengali Word বরকত, বরকৎ English definition [বরকত্] (বিশেষ্য) ১ প্রতুলতা; প্রাচুর্য; শ্রীবৃদ্ধি। ২ সৌভাগ্য। ৩ কল্যাণকর শক্তি (ইহা কোরবানীল গোশ্ত… বরকতই আলাদা-কাজী ইমদাদুল হক; মরুব্বীদের দোয়ার বরকতে-আহসান হাবীব)। {(আরবি) বরকত}
- Bengali Word বরকন্দাজ English definition [বর্কন্দাজ্] (বিশেষ্য) ১ বন্দুকধারী সিপাই বা রক্ষী (পাইক বরকন্দাজের দল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দেহরক্ষী। বরকন্দাজি, বরকন্দাজী (বিশেষ্য) ১ বন্দুকধারী সিপাহির বৃত্তি; গুলি ছোঁড়ার কাজ (বরকন্দাজী ও তলোয়ারবাজী-রাম)। ২ দেহরক্ষীর পেশা বা কাজ। {(আরবি) বরক (অস্ত্র)+(ফারসি) আন্দাজ(ধারী)}
- Bengali Word বরকবারী, বরকবারি English definition [বির্কবারি] (বিশেষ্য) ১ চাকরিতে বহাল হওয়া। ২ চাকরিতে পাকা বা স্থায়ী হওয়া (যদি আপনি যাইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করেন তবে বুঝি আপনার বরকবারি হইতে পারে-রাম)। {(আরবি) বর্+আক্বার}
- Bengali Word বরকর্তা English definition ⇒ বর
- Bengali Word বরখত (ব্রজবুলি) English definition [বরখত] (ক্রিয়া) বর্ষণ করছে (শশধর বরখত আগি-বিদ্যাপতি)। বরখন্তি (ব্রজবুলি) বর্ষণ করছে। বরখন্তিয়া (ব্রজবুলি) (বিশেষ্য) ১ বর্ষণ; ধারা পতন (ভবন ভরি বরখন্তিয়া-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বর্ষতি}
- Bengali Word বরখাস্ত English definition [বর্খাস্তো] (বিশেষ্য) ১ কর্মচ্যুত; ছাঁটাই; বরতরফ। ২ ভঙ্গ; ছুটি (কাছারি বরখাস্ত হইলে যাবতীয় লোক তাঁকে প্রশংসা করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ৩ অপগত; দূরীভূত; অতীত। বরখাস্ত করা (ক্রিয়া) চাকরি বা দায়িত্ব থেকে অপসারণ করা; ছাড়িয়ে দেওয়া (তুমি নাকি সুবাদার আমিরদের বরখাস্ত করেছ-আকবর আলী)। বরখাস্ত হওয়া (ক্রিয়া) কর্মচ্যুত হওয়া। বরখাস্তি (বিশেষণ) কাজের অযোগ্য বলে পরিত্যক্ত বা অপসারিত (বরখাস্তি জমি)। {(ফারসি) বর্খাস্ৎ}
- Bengali Word বরখেলাপ, বরখেলাফ, বরখিলাফ English definition [বর্খেলাপ্, বর্খেলাফ্, বরখিলাফ্] (বিশেষ্য) ১ অন্যথা; ব্যতিক্রম; প্রতিকূল আচরণ (হুকুমের বরখেলাফ; এই পাপ হাদিসের বরখেলাপ-সরদার জয়েনউদ্দীন)। ২ পূর্বাপর বিরুদ্ধ (কথার বরখেলাপ করা)। {(ফারসি) বর+খিলাফ}
- Bengali Word বরগা ১ English definition [বর্গা] (বিশেষ্য) ছাদের নিচে কড়ির উপরিস্থিত কাঠ বা লোহা যা ছাদের ভার রক্ষা করে। (তুলনীয়) কড়ি বরগা। বরগা গোনা (ক্রিয়া) ১ ছাদের দিকে চেয়ে বৃথা সময় নষ্ট করা। ২ (আলঙ্কারিক) আশায় বৃথা প্রতীক্ষা করা। {পর্তুগিজ Verga>; (তুলনীয়) (হিন্দি) বরগা}
- Bengali Word বরগা ২, বরগাদার English definition ⇒ বর্গা
- Bengali Word বরচন্দন English definition ⇒ বর
- Bengali Word বরজ ১ English definition [বরোজ্] (বিশেষ্য) ছাউনি দেওয়া ও ঘেরাও করা পানের ক্ষেত (বরজে সজারু পশি বারুইর যথা-মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি) বুজ>}