ম পৃষ্ঠা ৪
- Bengali Word মকর্দমা English definition ⇒ মকদ্দমা
- Bengali Word মকশো, মক্স English definition [মক্শো] (বিশেষ্য) চর্চা; অভ্যাস; অনুশীলন (ঘরে ঘরে নিশিরাতে বক্তৃতার মক্স চলেছে-মনোজ বসু)। মকশো করা (ক্রিয়া) ১ অনুশীলন করা। ২ হাতের লেখা অভ্যাস করা; হুবহু নকল করা। {(আরবি) মশ্ক}
- Bengali Word মকসুদ, মকসূদ English definition [মোকসুদ্] (বিশেষ্য) ১ উদ্দেশ্য; লক্ষ্য; মতলব। ২ অভিপ্রায়; ইচ্ছা (মনের মকসূদ হাসিক করেন-কবি মঈনুদ্দীন)। {(আরবি) মাকসুদ}
- Bengali Word মকসেদ, মকসদ English definition [মক্সেদ্, মক্সদ্] (বিশেষ্য) ১ উদ্দেশ্য (মকসেদ হাসিল-(আরবি) হা)। ২ গন্তব্যস্থান। {(আরবি) মাকসাদ}
- Bengali Word মকাই, মক্কা English definition [মকাই, মক্কা] (বিশেষ্য) ভুট্টা; এক প্রকার শস্য; maize। {(হিন্দি) মকাই}
- Bengali Word মকান English definition [মকান্] (বিশেষ্য) বাড়ি; ঘর; আবাসস্থল। {(আরবি) মাকান}
- Bengali Word মকাম English definition [মকাম্] (বিশেষ্য) ১ গৃহ; স্থান; মহল; মোকাম (মুবারক মকামে রসুল করিমর ইবাদত ইবাদত-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। ২ ঠিকানা। {(আরবি) মকাম}
- Bengali Word মকুট English definition ⇒ মুকুট
- Bengali Word মকুফ English definition ⇒ মকুব
- Bengali Word মকুব, মকুফ, মোকুব, মৌকুফ English definition [মোকুব্, মোকুফ্, মকুব্, মোউকুফ্] (বিশেষ্য) ১ নিষ্কৃতি; রেহাই; অব্যাহতি; মাফ; মুক্তি (খাই-খরচাও মওকুফ হয়ে যায়-মনোজ বসু; দেরেশি পরার আইন মুবব হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ স্থগিত; বরখাস্ত; মুলতবি। {(আরবি) মরকুফ}
- Bengali Word মক্কর English definition [মক্কর্] (বিশেষ্য) ১ লীলা (পুথিতে যে কিছু নহে, সব কিছু আল্লাহর মক্কর-সৈয়দ হামজা)। ২ ছলনা; ভান (এত মক্করও জান)। {(আরবি) মকর}
- Bengali Word মক্কা ১, মক্কা English definition [মক্কা] (বিশেষ্য) আরব দেশের অন্যতম প্রধান নগর এবং মুসলমানদের প্রধান তীর্থস্থান; হজরত মুহম্মদ (সা.)-এর জন্মস্থান। কাবা এখানেই অবস্থিত। {(আরবি) মক্কাহ, পূর্বনাম বক্কা}
- Bengali Word মক্কা ২ English definition ⇒ মকাই
- Bengali Word মক্কি English definition [মোক্কি] (বিশেষ্য) হযরত মুহম্মদের (সা.) আবির্ভাবের পূর্বে মক্কায় প্রচলিত এবং কোরানের অন্তর্গত সুরাসমূহ। {(আরবি) মক্কি}
- Bengali Word মক্কেল English definition [মক্কেল্] (বিশেষ্য) মামলা মোকদ্দমার ব্যাপারে উকিলের সাহায্য গ্রহণকারী। {(আরবি) মুরক্কিল}
- Bengali Word মক্তব English definition ⇒ মকতবখানা
- Bengali Word মক্ষিকা, মক্ষিক, মক্ষী English definition [মোক্খিকা, মোক্খিক্, মোক্খি] (বিশেষ্য) মাছি (মধু ভাণে যথা মক্ষিক-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মক্ষিকা>মচ্ছিয়া>মাছি}
- Bengali Word মক্স English definition ⇒ মকাশো
- Bengali Word মখ English definition [মখ] (বিশেষ্য) যজ্ঞ (আমি আইনু মখস্থান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √মখ্+অ}
- Bengali Word মখদম, মখদুম English definition [মখ্দম, মোখ্দুম্] (বিশেষ্য) শিক্ষক; সম্মনার্হ ব্যক্তি; সেবিত ব্যক্তি। {(আরবি) মখ্দুম}