ম পৃষ্ঠা ৫
- Bengali Word মখমল English definition ⇒ মকমল
- Bengali Word মখলুক English definition [মোখ্লুক্] (বিশেষ্য) সৃষ্টজগৎ (মখলুকের খিদমতে দেয় তার সর্বস্ব বিলিয়ে –অদ্ভুতাচার্ষ (১৬শ শতক))। মখলুকাত (বিশেষ্য) সমগ্র সৃষ্টজগৎ (উমর-স্মৃতির আতশী দেবনা মখলুকাতের ভিতে-ফররুখ আহমদ)। {(আরবি) সখ্লূক; বহুব মখলূকাত}
- Bengali Word মগ ১ English definition [মগ্] (বিশেষ্য) এক প্রকার হাতলওয়ালা ছোট পাত্র। {(ইংরেজি) mug}
- Bengali Word মগ ২ English definition [মগ্] (বিশেষ্য) ব্রহ্মদেশের/আরাকানের অধিবাসী; আরাকানের বাসিন্দা। মগের মুলুক, মগের মুল্লুক (বিশেষ্য) ১ ব্রহ্মদেশ বা আরাকান রাজ্য। ২ (আলঙ্কারিক) অরাজক রাষ্ট্র; যে রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠ নয়; যেখানে যথেচ্ছাচার হয়। {বর্মি. মঙ্ (শ্রী/জনাব)}
- Bengali Word মগজ English definition [মগোজ] (বিশেষ্য) ১ মস্তিষ্ক; brain (মগজে গজিয়ে উঠে আক্কেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সারবস্তু; মজ্জা; শাঁস (মল্লিকা ফুল হাসছে হরি হাওয়ায় মগজ মন-সত্যেন্দ্রনাথ দত্ত)। মগজ খালি করা (ক্রিয়া) বকবক করা; না থেমে বকে যাওয়া। মগজ খেলানো (ক্রিয়া) বুদ্ধি বা মস্তিষ্ক চালনা করা। {(ফারসি) মগজ}
- Bengali Word মগডাল English definition [মগ্ডাল্] (বিশেষ্য) শীর্ষ; শাখা; বৃক্ষের সর্বপেক্ষা উচুঁ শাখা (গাছের মগডালে থোলো থোলো বন ধঁধূল ফল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তুলনীয়) (হিন্দি) মঙ্গরা (মাথা)}
- Bengali Word মগদ English definition (অপ্র) [মগোদ্] (বিশেষ্য), (বিশেষণ) প্রাচীন মগধ (বিহার) রাজ্য। □(বিশেষ্য) মগধবাসী; (তুচ্ছার্থে) নির্বোধ (পৃথিবীতে মোর সম নাহিক মগদ। বিনা অপরাধে কৈনু হেন নারী বধ-সৈয়দ আলাওল)। {মগধ>}
- Bengali Word মগধ English definition [মগোধ্] (বিশেষ্য) প্রাচীন ভারতের রাজ্যবিশেষ-আধুনিক ভারতের দক্ষিণ বিহার অঞ্চল নিয়ে এটি গঠিত ছিল। {(তৎসম বা সংস্কৃত) মগধ}
- Bengali Word মগন (পদ্যে ব্যবহৃত) English definition [মগোন্] (বিশেষণ) মগ্ন; বিভোর (তখন মগন ছিলাম গহন ঘুমের ঘোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মগ্ন>মগন (স্বরভক্তিতে)}
- Bengali Word মগর, মগরা English definition [মগ্রা] (বিশেষ্য) মকর; পায়ের এক প্রকার অলঙ্কার (পায়ে মগর খাগ-বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) মকর>}
- Bengali Word মগরিব, মগরেব English definition [মগ্রব্, মগ্রেব্] (বিশেষ্য) ১ সূর্যাস্তের স্থান বা কাল (মগরেব বেলা ডাকিলে যখন শান্তি নেমেছে সারাটি প্রাণে-মোহিতলাল মজুমদার)। ২ সূর্যাস্তের অব্যবহিত পরে যে নামাজ পড়া হয় (মগরেবের নামাজ পড়ে-আলাউদ্দীন আল আজাদ)। মগরেবি (বিশেষণ) সূর্যাস্তকালীন; পাশ্চাত্য; পশ্চিমের (ওগো মগরেবী ঈদের চাঁদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মাগরিব}
- Bengali Word মগরুর English definition [মগ্রুর্] (বিশেষণ) আত্মম্ভবী; অহঙ্কারী (যে লোক নির্দোষ সে কিছুতেই এত মগরুর হইতে পারে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মাগরুর}
- Bengali Word মগরেব English definition ⇒ মগরিব
- Bengali Word মগাই English definition [মগাই] (বিশেষণ) মগদেশে প্রস্তুত; মগ দেশীয় (মগাই সুপারী বোঝাই তাতে-পাগলা কানাই)। {মগ+আই}
- Bengali Word মগ্ন English definition [মগ্নো] (বিশেষণ) ১ ভিতরে প্রবিষ্ট; ডুবে যাওয়া; ডোবা; নিমজ্জিত (মগ্ন এ তরী তব বিস্মৃতি-বালুকা-তলে-কাজী নজরুল ইসলাম)। ২ বিভোর; তন্ময় (ধ্যানমগ্ন)। মগ্না (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মগ্নগিরি (বিশেষ্য) সমুদ্রগর্ভস্থ পর্বতবিশেষ; মৈনাক। মগ্নচৈতন্য (বিশেষ্য) নিজের যে সক্রিয় মন সম্বন্ধে মানুষ সচেতন থাকে না; subconsciousness। মগ্নপ্রায় (বিশেষ্য) প্রায় ডুবে গেছে এমন (কিয়ৎক্ষণ পরে অর্ণবপোত মগ্নপ্রায় হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √মস্জ্+ত(ক্ত)}
- Bengali Word মগড়া English definition [মগ্ড়া] (বিশেষণ) একগুঁয়ে; বোকা; নির্বোধ (ছেলে এমনি মগড়া যে এদিকে মনই বসে না তার-শাহেদ আলী)। {তৎসম বা সংস্কৃত মকর>}
- Bengali Word মঘবতী English definition [মঘোবোতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ইন্দ্রপত্নী; শচী। {(তৎসম বা সংস্কৃত) মঘবৎ+ঈ(ঙীপ্)}
- Bengali Word মঘবা, মঘবন English definition [মঘ্বা, মঘ্বন্] (বিশেষ্য) ইন্দ্র; দেবতাদের রাজা। মঘোনী (স্ত্রীলিঙ্গ) শচী; ইন্দ্রপত্নী। {(তৎসম বা সংস্কৃত) মহ্+অন(কনিন্)}
- Bengali Word মঘবান English definition [মঘোবান্] (বিশেষ্য) ইন্দ্র; দেবতাদের রাজা। মঘবতী (স্ত্রীলিঙ্গ) শচী; ইন্দ্রপত্নী। {(তৎসম বা সংস্কৃত) মঘ+বৎ(বতুপ্)}
- Bengali Word মঘা English definition [মঘা] (বিশেষ্য) হিন্দুমতে একটি অশুভ নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) √মঙ্ঘ্+অ(অচ্)+আ(টাপ্)}