ম পৃষ্ঠা ৭
- Bengali Word মজলিশ, মজলিশি, মজলিশী English definition ⇒ মজলিস
- Bengali Word মজলিস, মজলিশ (বিরল) English definition [মোজ্লিশ্] (বিশেষ্য) ১ আসর; আড্ডা; বৈঠক; সভা (সন্ধ্যায় পুরুষদের জন্য মজলিস বসিত-আবুল মনসুর আহমদ)। ২ সমিতি; সঙ্ঘ (তমুদ্দুন মজলিস)। মজলিসত্ব (বিশেষ্য) মজলিসের গুণ (আজকাল মজলিসের নাম দেয় বটে, কিন্তু তাতে মজলিসত্ব নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মজলিসি, মজলিশি, মজলিসী (বিশেষণ) মজলিস সম্বন্ধীয়; মজলিসে যে বাক্যালাপ বা গান বাজনার সাহায্যে আনন্দ দিতে পারে (সে মজলিস নেই, মজলিশি লোকও নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) মজলিস}
- Bengali Word মজলুম English definition [মোজ্লুম্] (বিশেষণ) অত্যাচারিত; উৎপীড়িত (মজলুমের এ ফরিয়াদ আর কাকে কব-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মজলূম}
- Bengali Word মজহব English definition ⇒ মজহাব
- Bengali Word মজহাব, মযহাব, মজহব English definition [মজ্হাব্, মযহাব্, মজ্হব্] (বিশেষ্য) ইসলাম ধর্মীয় চর্যাপদ্ধতি; বিশেষ মত ও পথ অবলম্বী দল; সম্প্রদায়; সঙ্ঘ; দল (মজহাব গঠন দাওরে ছাড়িয়া সব এক হও মিলিয়া মিশিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। মজহাবি (বিশেষণ) মজহাব-সংক্রান্ত (তিনি শুধু মজহাবী ব্যাপারের ইমামই ছিলেন না-মাওলানা মুস্তাফিজুর রহমান)। {(আরবি) মায্হাব}
- Bengali Word মজা ১ English definition [মজা] (বিশেষ্য) স্বাদ। ২ আনন্দ; আরাম; আমোদ; কৌতুক;তামাশা; রঙ্গ। ৩ ঠাট্টা; উপহাস। ৪ কৌতুককর বা আনন্দজনক (আপনি ত বড় মজার লোক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ৫ ক্লেশ; দুঃখ; লাঞ্ছনা (মজা টের পাইয়ে দেব)। মজা উড়ানো (ক্রিয়া) আমোদ ও আহ্লাদে সময় কাটানো। মজা করা (ক্রিয়া) কৌতুক করা; অন্যকে নিয়ে তামাশা করা। মজা টের পাওয়া (ক্রিয়া) বিপদাপন্ন হওয়া; কষ্ট পাওয়া; বিপত্তি উপলব্ধি করা। মজাদার (বিশেষণ) সুস্বাদ। ২ কৌতুকজনক; আমোদজনক। মজা দেখা (ক্রিয়া) অন্যর বিপদে কৌতুক বা আমোদ উপভোগ করা। মজা দেখানো, মজা টের পাওয়ানো (ক্রিয়া) বিপদে বা অসুবিধায় ফেলে জব্দ করা। মজামারা, মজালোটা (ক্রিয়া) আনন্দ-আমোদ বা কৌতুক ভোগ করা। {(ফারসি) মজহ্}
- Bengali Word মজা ২ English definition [মজা] (ক্রিয়া) ১ মজে যাওয়া; মুগ্ধ বা তন্ময় হওয়া (প্রেমে মজা); অনুরক্ত বা আসক্ত হওয়া (নেশায় বা রূপে মজা)। ২ বুজে যাওয়া (পুকুর মজিয়া ডোবার পরিণত হইয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ অতি পক্ব হওয়া (আমটা মজে গেছে)। ৪ উপভোগ্য হওয়া (চাটনিটা এখনও মজেনি)। ৫ পরিণত বা পূর্ণতাপ্রাপ্ত হওয়া (ফলটা মজেনি)। ৬ বিপদগ্রস্ত বা বিনাশপ্রাপ্ত হওয়া (নিজ কর্মদোষে রাজা মজলিা আপনি-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ অতিরিক্ত পক্ব (মজা কলা)। ২ জলহীন ও পাঁকে পূর্ণ (মজা দিঘি)। মজানো (ক্রিয়া) ১ নিমজ্জিত করা; ডুবানো; জলমগ্ন করা। ২ মোহিত করা; মুগ্ধ করা। ৩ ফলাদি পাকানো। ৪ বিপদাপ্ন করা; সমূহ ক্ষতি করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। কুল মজানে (বিশেষণ) কুল কলঙ্কিতকারী। কুলমজানি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। কুলমজানো (ক্রিয়া) বংশ কলঙ্কযুক্ত করা; কুলে কলঙ্ক লেপন করা। দয়ে মজানো, দহে মজানো (ক্রিয়া) অতলে ডুবিয়ে দেওয়া; বিষম বিপদে ফেলে সর্বনাশ করা। {(তৎসম বা সংস্কৃত) √মস্জ্>}
- Bengali Word মজুকুর English definition ⇒ মজুকর
- Bengali Word মজুত, মুজদ English definition ⇒ মওজুদ
- Bengali Word মজুব English definition ⇒ মজযুব
- Bengali Word মজুমদার, মজুন্দার English definition [মোজুম্দার্, মোজন্দার্] (বিশেষ্য) ১ দলিলপত্র রক্ষক; recordkeeper। ২ রাজস্বের হিসাবপরীক্ষক। ৩ কুল পদবিবিশেষ (বামুন বলেই পূজব (বিশেষ্য) সেই ঘরের কুমরীর মজুন্দারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) মজ্মুআ’হদার+ (ফারসি) দার}
- Bengali Word মজুর, মজদুর English definition [মোজুর্, মোজ্দুর্] (বিশেষ্য) দৈহিক পরিশ্রম দিয়ে জীবিকা অর্জনকারী; শ্রমিক; শ্রমজীবী (শ্রমজীবী মেহনতী মজদুর-অদ্ভুতাচার্য (১৬শ শতক))। {(ফারসি) মজদূর}
- Bengali Word মজুরা English definition [মোজুরা] (বিশেষ্য) মজুরি; পারিশ্রমিক; অর্থোপার্জনজনিত যে কাজ (দুটো পদাবলী মুখস্খ করেই মজুরা কত্তে বেরোন-কালীপ্রসন্ন সিংহ)। {(ফারসি) মজদূর+ (বাংলা) আ}
- Bengali Word মজুরি, মজুরী English definition [মোজুরি] (বিশেষ্য) ১ পারিশ্রমিক (উচিত মজুরি দিতে কর অনুমতি-বড়ু চণ্ডীদাস)। ২ মজুরের বা শ্রমজীবীর কাজ। {(ফারসি) মজদূরী}
- Bengali Word মজ্জন English definition [মজ্জন্] (বিশেষ্য) নিমজ্জন; পানিতে ডোবা; অবগাহন (ধূলো পায়ে কেমন হল সমুদ্র মজ্জন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মজ্জমান (বিশেষণ) ডুবে যাচ্ছে এমন; ডুবন্ত। মজ্জমানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)(কোন মজ্জমানা কামনা সুন্দরীকে তীরে টানিয়া তুলিব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মস্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word মজ্জা English definition [মজ্জা] (বিশেষ্য) ১ হাড়ের ভিতর চর্বিজাতীয় নরম পদার্থ। ২ কোনো বস্তুর সার অংশ। মজ্জাগত, অস্থিমজ্জাগত (বিশেষণ) অস্থি-মজ্জার সঙ্গে অবিচ্ছেদ্যরূপে জড়িত; অন্তর্নিহিত; জন্মগত; সংশোধনের অযোগ্য (মজ্জাগত দোষ)। {(তৎসম বা সংস্কৃত) √মস্জ্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word মঝু (ব্রজবুলি) English definition [মোঝু] (সর্বনাম) আমার (আজু মঝু শুভদিন ভেল দেহা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) মহ্যং; (তৎসম বা সংস্কৃত) মম> (প্রাকৃত) মজঝু>}
- Bengali Word মঞ্চ English definition [মন্চো] (বিশেষ্য) ১ টোং; মাচা; উচ্চস্থান; বেদি; platform। ২ পুস্তক রাখার আধার; bookshelf (মেহগিনীর মঞ্চ জুড়ে পঞ্চ হাজার গ্রন্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মন্চ্+অ(অচ্)}
- Bengali Word মঞ্চক English definition [মন্চক্] (বিশেষ্য) পালঙ্ক। {(তৎসম বা সংস্কৃত) √মন্চ্+অ(অচ্)+ক}
- Bengali Word মঞ্জন English definition [মন্জন্] (বিশেষ্য) ১ মার্জন; মাজা ক্রিয়া; মেজে সাফ করা। ২ মাজন; যে দ্রব্য দিয়ে মাজা হয়; মিশি। {(তৎসম বা সংস্কৃত) √মৃজ্+অন(ল্যুট্)}