ম পৃষ্ঠা ৮
- Bengali Word মঞ্জর (মধ্যযুগীয় বাংলা) English definition [মন্জর্] (বিশেষণ) সুন্দর (কান্দে টিটিয়া মঞ্জুর-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জু>}
- Bengali Word মঞ্জরা English definition [মন্জরা] (ক্রিয়া) অঙ্কুরিত বা মুকলিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √মঞ্জ+অর+ (বাংলা) আ}
- Bengali Word মঞ্জরি, মঞ্জরী English definition [মন্জোরি] (বিশেষ্য) ১ মুকুল; শিষ; নবপল্লব (নবপল্লবমঞ্জরি, পুষ্পমঞ্জরি)। ২ অঙ্কুর। মঞ্জরিত (বিশেষণ) ১ মকুলিত; মঞ্জরিযুক্ত (পরিপূর্ণ দেহ মঞ্জরিত বল্লরীর মত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অঙ্কুরিত। {(তৎসম বা সংস্কৃত) √মঞ্জ্+অরি, +ঈ(ঙীষ্)}
- Bengali Word মঞ্জরী English definition [মোন্জির্] (বিশেষ্য) নুপুর; পায়ের একপ্রকার অলঙ্কার (ভেঙে দিবে অন্তর মঞ্জীরের ক্লিষ্ট নিক্বণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মঞ্জ্+ঈর(ঈরন্)}
- Bengali Word মঞ্জিমা English definition [মোন্জিমা] (বিশেষ্য) সৌন্দর্য; মনোহারিতা; সুদৃশ্যতা; শোভা। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জু+ইমন্(ইমনিচ্)}
- Bengali Word মঞ্জিল, মঞ্জিলা, মনজিল English definition [মোন্জিল্, মোন্জিলা, মোন্জিল্] (বিশেষ্য) ১ প্রাসাদ; বাসভবন। ২ অবতরণ-স্থান; পান্থনিবাস; সরাইখানা (মঞ্জিলে মঞ্জিলে যায় প্রবাস করিয়া-হেয়াত মাহমুদ; চল বাপ পা চালিয়ে চল মনজিলে পৌঁছতে রাত হয়ে যাবে-আবু জাফর শামসুদ্দীন)। ৩ গৃহের তল বা তলা (দোমঞ্জিলা বাড়ি)। ৪ গন্তব্যস্থান; লক্ষ্যস্থল (জানা নেই রাত্রি শেষের মঞ্জিল-হাবীবুর রহমান)। ৫ সমাধি; কবর (বহিনে মঞ্জিল দিয়া রাখিলেন গোরে-গরীব)। {(আরবি) মন্জিল}
- Bengali Word মঞ্জিষ্ঠা English definition [মোন্জিশ্ঠা] (বিশেষ্য) রক্তবর্ণ লতাবিশেষ (পলাশ মঞ্জিষ্ঠাবন পুষ্পবন হৈল-সৈয়দ আলাওল)। মঞ্জিষ্ঠা রাগ (বিশেষ্য) ১ মঞ্জিষ্ঠা লতার রং। ২ পূর্বরাগবিশেষ (মঞ্জিষ্ঠা রাগ হল পাকা রঙের ভালবাসা বা অনুরক্তি যাই বল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জু+ইষ্ঠ(ইষ্ঠন্)+আ(টাপ্)}
- Bengali Word মঞ্জু English definition [মোন্জু] (বিশেষণ) মনোহর; সুন্দর; মধুর; মনোজ্ঞ (মঞ্জু কুঞ্জবনে-মাইকেল মধুসূদন দত্ত)। মঞ্জুকেশী (বিশেষণ) সুকেশী; মনোহর কেশযুক্ত (ফাটে বুক জটাজূট হেরি তব শিরে, মঞ্জুকেশি-মাইকেল মধুসূদন দত্ত)। মঞ্জুগমনা (বিশেষ্য) হংসী। □ (বিশেষণ) সুন্দর চলনবিশিষ্ট নারী। মঞ্জুঘোষ, মঞ্জুশ্রী (বিশেষ্য) বৌদ্ধ ও জৈন দেবতার নাম। মঞ্জুভাষিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সুবচনী; কথা মিষ্ট এমন (বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী, কমলকুঞ্জসনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মন্জ্+উ(উন্)}
- Bengali Word মঞ্জুর, মনজুর English definition [মোনজুর্] (বিশেষ্য) গৃহীত; সঙ্গতিপ্রাপ্ত; অনুমোদিত (মঞ্জুর করিল দাই বাত হাতেমের-সৈয়দ হামজা)। মঞ্জুরি (বিশেষ্য) ১ অনুমতি; অনুমোদন। ২ স্বীকৃতি। না-মঞ্জুর (বিশেষণ) অগ্রাহ্য; বাতিল এমন; অনুমোদন লাভ করেনি এমন; অননুমোদিত। {(আরবি) মন্জূর}
- Bengali Word মঞ্জুল, মঞ্জুলা English definition [মোন্জুল্, মোজন্জুলা] (বিশেষণ) সুন্দর; সুদৃশ্য; মনোহর; মধুর; মনোজ্ঞ (কত মঞ্জুল রাগিণী-রবীন্দ্রনাথ ঠাকুর; মঞ্জুলা বিধুর যৌবনকুঞ্জে যেন ও নূপুর বাজে-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) কুঞ্জবন; নিকুঞ্জ (নিবাস তব বঞ্জুল মঞ্জুলে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ সংকলন গ্রন্থ (কাব্য/গল্পমঞ্জুষা)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জু+ল(লচ্), +আ(টাপ্)}
- Bengali Word মঞ্জুষা, মঞ্জূষা (বিরল) English definition [মোন্জুশা] (বিশেষ্য) ১ বেত্রাদি-নির্মিত ঝাঁপি; পেটিকা; পেটরা; casket (মহার্ঘ মঞ্জুষা খোল-আলাউদ্দীন আল আজাদ)। ২ পার্বত্য লতাবিশেষ; মঞ্জিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) √মস্জ্+উষ(উষন্)+আ(টাপ্)}
- Bengali Word মট English definition [মট্] (অব্যয়) কঠিন দ্রব্য ভাঙার শব্দ। মটমট (অব্যয়) বার বার ভাঙার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মটকা ১ English definition [মটকা] (বিশেষ্য) ১ শীর্ষ; চূড়া; মস্তক। ২ ঘরের চালের মাথা। ৩ ছোট আকারের গোলাকার ধানের গোলা। ৪ গতিশীল ভঙ্গিবিশেষে; চোখ ইত্যাদির বিশেষ ভঙ্গিমা। ৪ কপট নিদ্রা; ঘুমের ভান। মটকামারা (ক্রিয়া) ১ কাঁচা ঘরের শীর্ষস্থ ফাঁক বন্ধ করা। ২ নিদ্রার ভান করে শুয়ে থাকা। {(তৎসম বা সংস্কৃত) মট্টক>মটক+আ}
- Bengali Word মটকা ২ English definition [মট্কা] (বিশেষ্য) মোটা রেশমের কাপড়বিশেষ (মটকার পাঞ্জাবি)। {মোটা+আ>; (তুলনীয়) (হিন্দি) মোটকা)}
- Bengali Word মটকা ৩, মটকি, মটকী English definition [মট্কা, মোট্কি, মোট্কী] (বিশেষ্য) মৃত্তিকা নির্মিত ছোট বড় আধার; মাটির তৈরি জালা (গুড়ের মটকা বা মটকি)। {(তৎসম বা সংস্কৃত) মৃত্তিকা>}
- Bengali Word মটকানো English definition [মট্কানো] (ক্রিয়া) মট করে শব্দ হয় এমনভাবে ভাঙা বা মোচড়ানো বা দুমড়ানো (আঙুল ঘাড় বা গাছের ডাল মটকানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {মটকা+আনো}
- Bengali Word মটকি, মটকী English definition ⇒ মটকা৩
- Bengali Word মটন, মাটন English definition [মটন্, মোটন্] (বিশেষ্য) মেষ বা ভেড়ার মাংস। মটন-চপ (বিশেষ্য) মশলা সংযোগে ভেড়ার মাংসের তৈরি এক প্রকার খাবার। {(ইংরেজি) mutton}
- Bengali Word মটমট English definition [মট্মট্] (অব্যয়) ক্রমাগত মট শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মটর ১ English definition [মটর্] (বিশেষ্য) ১ কড়াই শুঁটি; কড়াই শুঁটির দানা। ২ ডালবিশেষ। {বাটুল>}