ম পৃষ্ঠা ৫৯
- Bengali Word মিশন English definition [মিশন্] (বিশেষ্য) ১ ধর্মপ্রচার। ২ ধর্ম প্রচারের উদ্দেশ্যে যে ব্যক্তিগণকে প্রেরণ করা হয়। ৩ ধর্মপ্রচার সঙ্ঘ বা সমিতি। ৪ বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত লোকদল (আমাদের মিশনের নেতা বসরা পৌঁছিয়া আমাদের জন্য অপেক্ষা করিয়া আছেন-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(ইংরেজি) mission}
- Bengali Word মিশনারি English definition [মিশোনারি] (বিশেষ্য) ধর্মপ্রচারক। □ (বিশেষণ) ১ ধর্মপ্রচার-সংক্রান্ত। ২ ধর্মপ্রচার সঙ্ঘ কর্তৃক পরিচালিত (ইংরাজী শিক্ষা বিস্তারের দায়িত্ব গ্রহণ করেছিলেন খৃষ্টান মিশনারীরা-আনিসুজ্জামান)। {(ইংরেজি) missionary}
- Bengali Word মিশমিশ, মিশমিশে English definition ⇒ মিস
- Bengali Word মিশা English definition ⇒ মেশা
- Bengali Word মিশি English definition ⇒ মিসি
- Bengali Word মিশুক English definition [মিশুক্] (বিশেষণ) মিশতে পটু এমন; অপরের সঙ্গে আলাপ করতে নিপুণ; সামাজিক। {(তৎসম বা সংস্কৃত) √মিশ্র>(বাংলা) মিশ+উক}
- Bengali Word মিশ্র English definition [মিস্সো] (বিশেষণ) ১ মিশ্রিত; সংযুক্ত; অপরের সঙ্গে মিশ্রিত করা হয়েছে এমন। ২ অবিশুদ্ধ; খাঁটি নয় এমন। ৩ (গণিত.) জটিল; যৌগিক; টাকা পয়সা পাউন্ড শিলিং প্রভৃতি অর্থ পরিমাণ সংক্রান্ত। □ (বিশেষ্য) ১ মিশ্রিতকরণ। ২ মিলন। ৩ সংযোগসাধন। ৪ ভেজাল; ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিসের মিশ্রণ। ৫ মিশ্রিত পদার্থ। ৬ ব্রাহ্মণের উপাধি। মিশ্রণ (বিশেষ্য) ১ মিশ্রিতকরণ। ২ মিলন। ৩ সংযোগ সাধন। ৪ ভেজাল। মিশ্রিত (বিশেষণ) ১ মিশানো হয়েছে এমন। ২ ভেজাল দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মিশ্র্+অ(অচ্)}
- Bengali Word মিশ্রী English definition ⇒ মিছরি
- Bengali Word মিষ্ট English definition [মিশ্টো] (বিশেষণ) ১ মধুর মতো স্বাদযুক্ত। ২ সুমধুর (মিষ্ট মধুর)। ৩ প্রীতিদায়ক; প্রীতিপদ। মিষ্টতা বি। মিষ্টান্ন, মিষ্টি (বিশেষ্য) ১ মিঠাই; মিষ্টিযুক্ত খাবার; পায়স; ক্ষীর। ২ রসগোল্লা; ক্ষীরমোহন। মিষ্টিমুখ (বিশেষ্য) ১ যৎসামান্য মিষ্টান্ন ভোজন। ২ মধুর কথা; কোমল ভাষা (মিষ্টি মুখে বলা)। {(তৎসম বা সংস্কৃত) √মিষ্+ত(ক্ত)}
- Bengali Word মিষ্টার English definition ⇒ মিস্টার
- Bengali Word মিষ্টি English definition ⇒মিষ্ট
- Bengali Word মিস ১, মিশ English definition [মিশ্] (বিশেষণ) ঘোর মিসির মতো (মিসকালো রং)। মিসকালো (বিশেষণ) ঘোর কালো; মিসির মতো কালো (যেন ডাকাতের মিসকালো মাথার ঝাঁকড়া বাবরী চুল-মঈনুদ্দীন)। মিস মিশ (অব্যয়) ঘোর কৃষ্ণবর্ণের ভাবসূচক (কাল মিসমিস করছে)। মিসমিসে, মিশমিশে (বিশেষণ) গাঢ় কৃষ্ণবর্ণ; ঘোর কালো রং (মিসমিসে কালো)। □ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঘোর (মিসমিসে কালো রং)। {(তৎসম বা সংস্কৃত) মসী>}
- Bengali Word মিস ২ English definition [মিস] (বিশেষণ) অবিবাহিতা বালিকা বা স্ত্রীলোকের আখ্যা; কুমারী (মিস পারভিন)। {(ইংরেজি) miss}
- Bengali Word মিসওয়াক English definition [মিস্ওয়াক্] (বিশেষ্য) দাঁতন। {(আরবি) মিসরাক}
- Bengali Word মিসকাল English definition [মিস্কাল্] (বিশেষ্য) ১ সোনার ওজনবিশেষ। ২ চার মাসা ও সাড়ে তিন রতি পরিমাণ। {(আরবি) মিছকাল্}
- Bengali Word মিসকিন English definition [মিস্কিন্] (বিশেষ্য) (বিশেষণ) নিঃস্ব; অতি দরিদ্র; নিরুপায়। অতি দরিদ্র ব্যক্তি। {(আরবি) মিস্কীন}
- Bengali Word মিসমার English definition [মিস্মার্] (বিশেষ্য) সর্বনাশ; চূর্ণবিচূর্ণ; সম্পূর্ণ ধ্বংস (নাসার চায় আমাদের সব আস্তানা মিসমার করে দিতে-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) মিসমার}
- Bengali Word মিসর English definition ⇒ মিশর
- Bengali Word মিসর, মিশর English definition [মিশর্] (বিশেষ্য) যুক্ত আরব সাধারণতন্ত্র; Egypt। মিসরি, মিশরি, মিশ্রী (বিশেষ্য) ১ মিসর বা ইজিপ্ট দেশজাত বড় দানাযুক্ত চিনিবিশেষ। □ (বিশেষণ) মিসরদেশীয়। {(আরবি) মিসর}
- Bengali Word মিসি English definition [মিশি] (বিশেষ্য) হীরাকস; তামাকচূর্ণ প্রভৃতি দিয়ে তৈরি দাঁতের মাজন (আমি নিজে মিশি বেচি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ফারসি মিসী}