ম পৃষ্ঠা ৫৮
- Bengali Word মিরাশ, মিরাস English definition [মিরাশ্] (বিশেষ্য) ১ ওয়ারিসি সম্পত্তি; পুরুষানুক্রমিকভাবে ভোগ করা হয় এমন বিষয় সম্পত্তি (তালুক মিরাশ অনেক ছিলো-শাহেদ আলী)। ২ পূর্বপুরুষের সম্পত্তি। মিরাশি, মিরাসি (বিশেষণ) উত্তরাধিকার-সূত্রে পাওয়া গেছে এমন। □ (বিশেষ্য) গায়ক। {(আরবি) মিরাছ}
- Bengali Word মিরিতি English definition (মধ্যযুগীয় বাংলা) [মিরিতি] (বিশেষ্য) মৃত্যু; মরণ (মিরিতি তুলে তেলাইয়া পিরিতি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মৃত্যু>}
- Bengali Word মির্জা, মীর্জা English definition ⇒ মীর
- Bengali Word মির্জাই English definition ⇒ মেরজাই
- Bengali Word মিল ১ English definition [মিল্] (বিশেষ্য) ১ মিলন। ২ সামঞ্জস্য। ৩ সাদৃশ্য। ৪ সদ্ভাব। ৫ সঙ্গতি; খাপ খাওয়ার ভাব। ৬ কবিতার এক চরণের অন্ত্যধ্বনির সঙ্গে অপর চরণের অন্ত্যধ্বনির সমতা। মিলজুক (বিশেষ্য) যোগ; ঐক্য; সঙ্গতি (নকসার সঙ্গে তার জীবনের মিলজুক নাই-মোঃ ওয়ালিউল্লাহ)। মিলমিলাও, মিলমিশ (বিশেষ্য) সদ্ভাব; বনিবনা। {(তৎসম বা সংস্কৃত) √মিল্>}
- Bengali Word মিল ২ English definition [মিল্] (বিশেষ্য) ১ কল-কারখানা। ২ দ্রব্য উৎপাদনের যন্ত্রাগার। {(ইংরেজি) mill}
- Bengali Word মিলন ১ English definition ⇒ মেলা৩
- Bengali Word মিলন ২ English definition [মিলন্] (বিশেষ্য) ১ যোগ; সংযোগ; সন্ধি; সদ্ভাব স্থাপন। ২ ঐক্য; অন্তরের মিল; প্রীতি। ৩ সঙ্গতি; খাপ খাওয়ার ভাব। ৪ ঝগড়ার পর সন্ধি বা পুনরায় সদ্ভাব। মিলনান্ত (বিশেষণ) উপসংহারে নায়ক-নায়িকার মিলন সাধন হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মিল্+অন(ল্যুট্)}
- Bengali Word মিলমিলা English definition ⇒ মিলমিলে
- Bengali Word মিলমিলে, মিলমিলা English definition [মিল্মিলে, মিলমিলা] (বিশেষ্য) হাম। {দ্রুত মিলিয়ে যায় বলেই সম্ভবত কুসংস্কার-প্রসূত এ নাম দেওয়া হয়েছে}
- Bengali Word মিলমিশ English definition ⇒ মিল১
- Bengali Word মিলাদ, মওলুদ, মৌলুদ English definition [মিলাদ্, মওলুদ্, মৌউলুদ্] (বিশেষ্য) ১ হজরত মুহম্মদের (সা.) জন্ম-বৃত্তান্ত বিষয়ক বক্তৃতা বা ওয়াজ-মহফিল (মওলুদ ও ওয়াজের মজলিছ-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ২ জন্মকাল। {(আরবি) মীলাদ; মরলিদ}
- Bengali Word মিলানো English definition [মিলানো] (ক্রিয়া) ১ একত্র, মিলিত বা সংযুক্ত করানো। ২ সামঞ্জস্য রক্ষা করানো; খাপ খাওয়ানো। ৩ মিল করানো। ৪ জোটানো। ৫ তুলনা করানো। ৬ গলানো (লবণটা পানিতে মিলিয়ে নাও)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √মিল্>+ (বাংলা) আনো; ক্রিয়ারূপ-মিলাই, মিলাও, মিলায়, মিলান; (অসমাপিকা ক্রিয়া) -মিলিয়ে, মিলাতে, মিলালে ইত্যাদি}
- Bengali Word মিলিত English definition [মিলিতো] (বিশেষণ) ১ সমবেত; একত্র উপস্থিত (বহুদিন পর সকলে একসঙ্গে মিলিত হলাম)। ২ সংযুক্ত; মিশ্রিত। ৩ প্রাপ্ত। ৪ সাক্ষাৎকৃত। মিলিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মিল্+ত(ক্ত)}
- Bengali Word মিলিশিয়া English definition [মিলিশিয়া] (বিশেষ্য) স্থায়ী সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত নয় অথচ নিয়মিত যুদ্ধবিদ্যা শিক্ষাপ্রাপ্ত রণনিপুণ নাগরিক দল (প্রতিটি মনসবদার...একটি মিলিশিয়া বাহিনী ভরণপোষণ করতেন-মুঃ আবদুর রাজ্জাক)। {(ইংরেজি) militia}
- Bengali Word মিল্লত, মিল্লাত English definition [মিল্লত্, মিল্লাত্] (বিশেষ্য) ১ ধর্ম (ইব্রাহিমী মিল্লত)। ২ সম্প্রদায়। ৩ জাতি (মুসলিম মিল্লত)। {(আরবি) মিল্লাত্}
- Bengali Word মিলয় English definition (ব্রজবুলি) [মিলয়] (ক্রিয়া) মেলে; মেলিয়া (তবহি মিলয় আঁখি-বিদ্যাপতি)। মিলে (ব্রজবুলি) (ক্রিয়া) মেলে। {(তৎসম বা সংস্কৃত) √মিল্>}
- Bengali Word মিশ ১ English definition [মিশ্] (বিশেষ্য) ১ মিশ্রণ। ২ সংযোগ; মিল। মিশ খাওয়া (ক্রিয়া) ১ খাপ খাওয়া বা মেলা। ২ বনিবনা হওয়া। {(তৎসম বা সংস্কৃত) মিশ্র>শি্শ>মিশ্}
- Bengali Word মিশ ২ English definition [মিশ্] (বিশেষণ) ঘোর; গভীর; গাঢ়; ঘন (মিশকালো)। {(তৎসম বা সংস্কৃত) মশী/মসী>}
- Bengali Word মিশ ৩ English definition ⇒ মিস২