ম পৃষ্ঠা ৫৬
- Bengali Word মিটার English definition [মিটার্] (বিশেষ্য) ১ মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের এককবিশেষ (মেট্রিক প্রণালীতে দৈর্ঘ্যের এককের নাম মিটার (meter)-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন); ৩৯.৩৭ ইঞ্চি। ২ বিদ্যুৎ গ্যাস ইত্যাদি ব্যয়ের পরিমাণ মাপক যন্ত্রবিশেষ। {(ইংরেজি) metre}
- Bengali Word মিটি English definition (মধ্যযুগীয় বাংলা) [মিটি] (বিশেষ্য) মাটি; মৃত্তিকা (তিলক মিটি গোলহি দূর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) মৃৎ অথবা মৃত্তিকা>}
- Bengali Word মিটিং, মীটিং English definition [মিটিঙ্] (বিশেষ্য) ১ সভা (ফুলবাবুরা বললে মিটিং করে-মোহিতলাল মজুমদার)। ২ জনসভা। {(ইংরেজি) meeting}
- Bengali Word মিঠা, মিঠে English definition [মিঠা, মিঠে] (বিশেষণ) ১ মিষ্টস্বাদযুক্ত; মিষ্ট (মিঠা আম)। ২ আরামদায়ক (শীতের মিঠা রৌদ্রে আমাদের মজলিস বসিয়া গেল-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন; কোথাও পাকা ফলের মিঠা বাস আসছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্বাদ (মিঠা পানি)। ৪ মধুর (মিঠা গুড়)। মিঠাকড়া (বিশেষণ) মধুর অথচ ঝাঁজারো। মিঠেল (বিশেষণ) মিষ্ট; মধুর (মিঠেল সোনালী রোদে)। {(তৎসম বা সংস্কৃত) মিষ্ট>(প্রাকৃত) মিট্ঠ>}
- Bengali Word মিঠাই, মেঠাই English definition [মিঠাই, মেঠাই] (বিশেষ্য) ১ মিষ্ট খাবার; মিষ্টান্ন। ২ ডালের তৈরি এক প্রকার নাডু। মিঠাইওয়ালা (বিশেষ্য) মিঠাই বিক্রেতা। মিঠানি (বিশেষ্য) ১ মিষ্টান্ন। ২ মিষ্টরস (টিটের চিটানি খেতের মিঠানি সকলি জানি-চণ্ডীদাস; লজ্জা মিশিয়ে হাসিতে একটু মিঠানি দিল তুফানি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {মিঠা+আই}
- Bengali Word মিঠে English definition ⇒ মিঠা
- Bengali Word মিডিয়াম, মিডিয়ম English definition [মিডিয়াম্, মিডিয়াম্] (বিশেষ্য) ১ মাধ্যম। ২ প্ল্যানচেটে আনীত প্রেতযোনি যে ব্যক্তির মাধ্যমে উত্তর দেয়। ৩ মধ্যস্থ। {(ইংরেজি) medium}
- Bengali Word মিত ১ English definition [মিতো] (বিশেষণ) পরিমিত; সামান্য পরিমাণ; সংযত। মিতবাক, মিতবাচ্, মিতভাষী(-ষিন্) (বিশেষণ) ১ স্বল্পভাষী; সংযতবাক। ২ অনুমতি (মলয়জ পবন সহিতে ভেল মিত-জ্ঞানদাস)। মিতব্যয় (বিশেষ্য) পরিমিত ব্যয়; আয় বুঝে ব্যয়। মিতব্যয়ী(-য়িন্) (বিশেষণ) আয় অনুসারে ব্যয় করে এমন; পরিমিতভাবে ব্যয়কারী; হিসাবি। মিতভোজন, মিতাশন, মিতাহার (বিশেষ্য) পরিমিত আহার বা ভোজন; সংযত ভোজন। মিতভোজী(-জিন্); মিতাহারী (বিশেষণ) পরিমিত বা সংযতভাবে ভোজনকারী। মিতাচার (বিশেষ্য) সংযত আচরণ। মিতাচারী (বিশেষ্য) সংযমী। মিতাচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মি+ত(ক্ত)}
- Bengali Word মিত ২ English definition [মিতো] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) মিত্র; সুহৃদ; বন্ধু (মলয়জ পবন সহিতে ভেল মিত-জ্ঞানদাস)। মিতবর (বিশেষ্য) বিয়ের সময়ে বরের সহযাত্রী হয় এবং পাশে থাকে এমন বালক; মিতবর। মিতকনে (বিশেষ্য) বিয়ের সময় কনের পার্শ্ববর্তিনী সখী। {(তৎসম বা সংস্কৃত) মিত্র> (প্রাকৃত) মিত্ত>}
- Bengali Word মিতব্যয়, মিতব্যয়ী, মিতভোজন English definition ⇒ মিত১
- Bengali Word মিতা, মিতে English definition [মিতা, মিতে] (বিশেষ্য) ১ বন্ধু; সখা; সুহৃদ। ২ অভিন্ন নামধারী অর্থে সম্বোধনে ব্যবহৃত। মিতিন, মিতিনী (স্ত্রীলিঙ্গ) (ঠাকুরানী ঠাকুরঝি নাতিনী মিতিনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। মিতালি, মিতালী (বিশেষ্য) সখ্য; মিত্রতা; বন্ধুতা। {(তৎসম বা সংস্কৃত) মিত্র>}
- Bengali Word মিতাক্ষর English definition ⇒ মিত্রাক্ষর
- Bengali Word মিতাক্ষরা English definition [মিতাক্খরা] (বিশেষ্য) বিজ্ঞানেশ্বর রচিত হিন্দু উত্তরাধিকার আইন-বিষয়ক একটি গ্রন্থ। (তুলনীয়) দায়ভাগ। {(তৎসম বা সংস্কৃত) মিত+অক্ষরা}
- Bengali Word মিতাচার English definition ⇒ মিত১
- Bengali Word মিতালি English definition ⇒ মিতা
- Bengali Word মিতি English definition [মিতি] (বিশেষ্য) ১ পরিমিতি; পরিমাপ; (জ্যামিতি) পরিমাণ নির্ধারণ। ২ জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) √মি/মা+তি(ক্তিন্)}
- Bengali Word মিত্তিকা English definition (মধ্যযুগীয় বাংলা) [মিত্তিকা] (বিশেষ্য) মাটি (গঙ্গার মিত্তিকা-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) মৃত্তিকা>}
- Bengali Word মিত্তু English definition (মধ্যযুগীয় বাংলা) [মিত্তু] (বিশেষ্য) মৃত্যু; মরণ। {(তৎসম বা সংস্কৃত) মৃত্যু>}
- Bengali Word মিত্র English definition [মিত্ত্রো] (বিশেষ্য) ১ বন্ধু; সখা; সুহৃদ। ২ সূর্য; রবি; ভাস্কর। ৩ বাঙালি হিন্দুর পদবিবিশেষ। মিত্রা (স্ত্রীলিঙ্গ)। মিত্রতা, মিত্রত্ব (বিশেষ্য) বন্ধুত্ত্ব; সৌহার্দ। {(তৎসম বা সংস্কৃত) √মিদ্+ত্র(ত্রক্)}
- Bengali Word মিত্রাক্ষর, মিতাক্ষর English definition [মিত্ত্রাক্খর্, মিতাক্খর্] (বিশেষ্য) যে ছন্দে অন্ত্যমিল থাকে। {(তৎসম বা সংস্কৃত) মিত্র+অক্ষর}