ম পৃষ্ঠা ৫৭
- Bengali Word মিথিলা English definition [মিথিলা] (বিশেষ্য) ১ প্রাচীন বিদেহ; আধুনিক বিহারদেশ; ত্রিহুত। ২ রাজ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মথ্+ইল(ইলচ্)+আ(টাপ্)}
- Bengali Word মিথুন English definition [মিথুন] (বিশেষ্য) ১ স্ত্রী ও পুরুষ একত্রে; যুগল (হংসমিথুন)। ২ স্ত্রী-পুরুষের মিলন বা সংযোগ; স্ত্রীসংসর্গ। ৩ (জ্যোবি) রাশিচক্রের একটি রাশি। {(তৎসম বা সংস্কৃত) √মিথ্(সঙ্গম)+উন(উনন্)}
- Bengali Word মিথ্যা, মিথ্যে English definition [মিত্থা, মিত্থে] (বিশেষণ) ১ অসত্য; সত্য নয় এমন। ২ অযথার্থ; বেঠিক; অমূলক; কল্পিত; কাল্পনিক (মিথ্যা কাহিনী)। ৩ অনর্থক; নিষ্ফল; বৃথা (মিথ্যা আশা)। □ (বিশেষ্য) অসত্য কথা (সে মিথ্যা বলে)। □ ক্রিবিণি অকারণে; বিনা কারণে; অযথা; বৃথা (মিথ্যা ভেবে কাজ নেই)। মিথ্যাচরণ, মিথ্যাচার (বিশেষণ) ১ মিথ্যাবাদী। ২ কপট; ছলযুক্ত। মিথ্যাচারী (-রিন্) (বিশেষণ) ১ মিথ্যাবাদী। ২ কপট; ছলযুক্ত। মিথ্যাচারিণী (স্ত্রীলিঙ্গ)। মিথ্যাপবাদ (বিশেষ্য) অহেতুক নিন্দা; অন্যায়ভাবে বা মিথ্যা দোষারোপ। মিথ্যাবাদ, মিথ্যাভাষণ (বিশেষ্য) ১ মিথ্যা কথা; অসত্য বাক্য। ২ মিথ্যা উক্তি। মিথ্যাবাদী (-দিন্); মিথ্যাভাষী(-ষিন্) (বিশেষণ) মিথ্যা কথা বলে এমন; অসত্যভাষী। মিথ্যাবাদিনী, মিথাভাষিণী (স্ত্রীলিঙ্গ)। মিথ্যার জাহাজ, মিথ্যার ঝুড়ি, মিথ্যার সরাই (বিশেষ্য) ভীষণ মিথ্যাবাদী বা অসত্যভাষী লোক। মিথ্যাসাক্ষী(-ক্ষিন্) (বিশেষ্য) যে সাক্ষী সাক্ষ্যদান কালে আদালতের জেরায় মিথ্যা কথা বলে; সাজানো সাক্ষী। মিথ্যুক (বিশেষণ) মিথ্যাবাদী; মিথ্যা কথা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মিথ্+য+আ}
- Bengali Word মিথ্যে English definition ⇒ মিথ্যা
- Bengali Word মিনতি English definition [মিনোতি] (বিশেষ্য) ১ বিনীত প্রার্থনা; আবেদন (মিনতি মম শুন হে সুন্দরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনুরোধ; উপরোধ (মাধব বহুত মিনতি করি তোয়-বিদ্যাপতি)। □ (বিশেষণ) বিনয়; বিনতি; অনুনয় (মিনতিপূর্বক)। কাকুতিমিনতি (বিশেষ্য) বিশেষ বিনীত অনুরোধ জ্ঞাপন। {(আরবি) মিন্নত+(তৎসম বা সংস্কৃত) বিনতি>}
- Bengali Word মিনমিন English definition [মিন্মিন্] (অব্যয়) দুর্বলতার লক্ষণ প্রকাশ; ক্ষীণ শব্দসমূহ। মিনমিনে (বিশেষণ) ১ মিন মিন করে এমন (মিনমিনে ব্যক্তি)। ২ দেখতে সরল কিন্তু ভিতরে ভিতরে বেশ দুষ্ট (চুপচাপ থাকলে হবে কি, আসলে লোকটা মিনমিনে শয়তান-ওবায়েদুল হক)। □ (বিশেষ্য) ক্ষীণতা বা দুর্বলতার ভাবব্যঞ্জক; নিরীহভাব প্রকাশক (মিনমিনে স্বভাব)। {(তৎসম বা সংস্কৃত) মিন্মিন (খোনা)>}
- Bengali Word মিনসা, মিনসে, মিনষে, মিন্সে English definition [মিন্শা, মিনসে, মিনষে, মিন্সে] (বিশেষ্য) ১ সাবালক মানুষ; বয়ঃপ্রাপ্ত পুরুষ {আ মরণ! মুখ পোড়া মিনষে বলে কি-রশিদ করিম)। ২ স্বামী; পতি; বর। মাগি, মাগী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য) স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) মনুষ্য>}
- Bengali Word মিনা, মিনে English definition [মিনা, মিনে] (বিশেষ্য) ১ ধাতুর উপর মসৃণ পদার্থের কলাই; এনামেল। মিনাকার (বিশেষ্য) যে এনামেলের কলাই করে। মিনাকারী (বিশেষ্য) ১ মিনাকারের কাজ বা ব্যবসায়। ২ মিনা করে যে। {ফারসি মীন}
- Bengali Word মিনার English definition [মিনার্] (বিশেষ্য) ১ অট্টালিকাদির স্তম্ভাকৃতি উঁচু চূড়া; minaret (প্রাসাদ-মিনার)। ২ মসজিদ সংলগ্ন উচ্চ স্তম্ভ যার উপর উঠে আজান দেওয়া হয়। শহীদ মিনার (বিশেষ্য) শহীদদের স্মৃতিতে নির্মিত উঁচু স্তম্ভ (কেন্দ্রীয় শহীদ মিনার)। মিনারা (বিশেষণ) উঁচু স্তম্ভ; আজান দেওয়ার জন্য মসজিদ সংলগ্ন উঁচু স্তম্ভ। {(আরবি) মিনার}
- Bengali Word মিনি ১ English definition ⇒ বিনা
- Bengali Word মিনি ২ English definition [মিনি] (বিশেষণ) ছোট; ক্ষুদ্র। মিনিবাস ছোট বাস। {(ইংরেজি) mini}
- Bengali Word মিনিট English definition [মিনিট্] (বিশেষ্য) ১ সময়ের পরিমাপ; ৬০ সেকেন্ড সময়। ২ অতি অল্প সময় (এক মিনিট দাঁড়াও)। মিনিটে মিনিটে (অব্যয়) ক্ষণে ক্ষণে; প্রতি মুহূর্তে। {(ইংরেজি) minute}
- Bengali Word মিনিস্টার English definition [মিনিস্টার্] (বিশেষ্য) উজির; মন্ত্রী (আমার বাবা যদি মিনিস্টার হতেন বেশ হতো-শামসুল হক)। {(ইংরেজি) minister}
- Bengali Word মিম্বার English definition [মিম্বার্] (বিশেষ্য) খোতবা পড়বার সময়ে ইমামের তিন তাকবিশিষ্ট দাঁড়ানোর স্থান (কাবার মিম্বার হোতে দুনিয়ার দূরান্তের প্রান্ত ঈদগাহে সমস্বরে মন্দ্রিত-শাহাদাত হোসেন)। {(আরবি) মিন্বর}
- Bengali Word মিযান English definition ⇒ মিজান
- Bengali Word মির মুনশি, মীরমুনশী English definition [মির্ মুন্শি] (বিশেষ্য) প্রধান সেক্রেটারি; প্রধান কেরানি। {ফারসি মীর মুনশী}
- Bengali Word মির, মীর English definition [মির্] (বিশেষ্য) আমির-এর সংক্ষিপ্ত রূপ; রাজা; দলপতি; নেতা; সম্ভ্রান্ত ব্যক্তি; সৈয়দ বংশীয়; মুসলিম উপাধি (মীর মশাররফ হোসেন)। মিরজা, মির্জা আমিরজাদা-এর সংক্ষিপ্তরূপ; রাজপুত্র; সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র। {(আরবি) আমীর}
- Bengali Word মিরগেল, মৃগেল English definition [মির্গেল্, মৃগেল্] (বিশেষ্য) রুই জাতীয় এক রকম মাছ; মিরকামাছ। {(তৎসম বা সংস্কৃত) মৃদ্গ>}
- Bengali Word মিরধা, মিরদা, মৃধা English definition [মির্ধা, মির্দা, মৃধা] (বিশেষ্য) ১ দশজন গদাধারী পদাতিক সৈন্যের নেতা; জমিদারি ব্যবস্থায় পাইকদের সর্দার। ২ বাঙালি হিন্দু-মুসলমানের পদবি বিশেষ। {ফারসি মীরদা}
- Bengali Word মিরবহর, মীরবহর English definition [মির্বহোর্] (বিশেষ্য) ১ প্রধান নৌ-সেনাপতির উপাধি; আমীর-উল-বহর। ২ বাঙালি হিন্দু-মুসলমানের পদবি বিশেষ। {ফারসি মীরবহর}