ম পৃষ্ঠা ৬৮
- Bengali Word মুরগা English definition ⇒ মোরগ
- Bengali Word মুরগী, মুর্গি, মুরগী English definition [মুর্গি] (বিশেষ্য) (পুংলিঙ্গ)(স্ত্রীলিঙ্গ) কুক্কুট, কুক্কুটী। মুরগি পোষা ভালোবাসা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) স্বার্থপূর্ণ ভালোবাসা; যে ভালোবাসা প্রকৃত নয় (মুরগি- পোষা ভালোবাসায় হাঁফিয়ে ওঠা)। (পুংলিঙ্গ)মোরগ। {(ফারসি) মরগাহ (পাখি)}
- Bengali Word মুরছা, মূরছা English definition ⇒ মূর্ছা
- Bengali Word মুরজ English definition [মুরজ্] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র; মৃদঙ্গ; খোল। {(তৎসম বা সংস্কৃত) মুর+□ জন্+অ(ড)}
- Bengali Word মুরজা English definition [মুরজা] (বিশেষ্য) কুবেরের স্ত্রীর নাম। {(তৎসম বা সংস্কৃত) মুরজ+আ}
- Bengali Word মুরত English definition ⇒ মুরদ
- Bengali Word মুরতাদ English definition [মুর্তাদ্] (বিশেষণ) স্বধর্ম; স্বমত বা স্বদল ত্যাগ করেছে এমন। (বিশেষ্য) যে ব্যক্তি নিজ ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করেছে। {(আরবি) মুরতাদ}
- Bengali Word মুরতি, মূরতি English definition ⇒ মূর্তি
- Bengali Word মুরদ, মুরোদ, মুরোত, মুরত English definition [মুরোদ, মুরোদ, মুরোত্, মুরোত্] (বিশেষ্য) ১ ক্ষমতা; শক্তিসামর্থ্য। ২ পৌরুষ। {(আরবি) মরুৱত}
- Bengali Word মুরব্বি, মুরব্বী, মুরুব্বি, মুরুব্বী English definition [মুরোব্(বিশেষ্য), মুরোব্(বিশেষ্য), মুরুব্(বিশেষ্য), মুরুব্বি] (বিশেষ্য) ১ অভিভাবক। ২ পৃষ্টপোষক। ৩ রক্ষক। ৪ উপদেশক; উপদেষ্টা; সহায়ক। মুরব্বিয়ানা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) মুরব্বির ব্যবহার বা আচরণ; মাতব্বরি; খবরদারি; অভিভাবকত্ব। {(আরবি) মুরব্বী}
- Bengali Word মুরলা English definition [মুরলা] (বিশেষ্য) ১ নর্দমা নদী। ২ ভারতের কেরলা রাজ্যের একটি নদী। {(তৎসম বা সংস্কৃত) মুর+ √লা+অ(ক)+আ(টাপ্)}
- Bengali Word মুরলী English definition [মুরোলি] (বিশেষ্য) বাঁশি (নীরব রবাব বীণা মুরজ মরলী-মাইকেল মধূসূদন দত্ত)। মরলীধর (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) মুর্+□ লা+অ(ক)+ঈ(ঙীষ্)}
- Bengali Word মুরশিদ English definition ⇒ মুর্শিদ
- Bengali Word মুরাকবা English definition ⇒ মোরাকাবা
- Bengali Word মুরারি English definition [মুরারি] (বিশেষ্য) ‘মুর’ নামের দৈত্যের অরি বা শত্রু; কৃষ্ণ- মুর নামক দৈত্যকে নিহত করেন যিনি। {(তৎসম বা সংস্কৃত) মুর+অরি}
- Bengali Word মুরি English definition [মুরি] (বিশেষ্য) নালা; জলনালি; নর্দমা। {অজ্ঞাতমূল}
- Bengali Word মুরিদ English definition [মুরিদ্] (বিশেষ্য) মুসলমান ভক্ত বা শিষ্য; সাধক। ২ পীরের শিষ্য। {(আরবি) মুরিদ্}
- Bengali Word মুরুব্বি, মুরুব্বী English definition ⇒ মুরব্বি
- Bengali Word মুরোত English definition ⇒ মুরদ
- Bengali Word মুর্গি English definition ⇒ মুরগি