ম পৃষ্ঠা ৭১
- Bengali Word মুহুঃ English definition [মুহু্] (অব্যয়) ১ ঘন ঘন; বার বার; বারংবার; পুনরায়; পুনঃপুন। ২ সদ্য। মুহুর্মুহু (অব্যয়) বারে বারে; পুনঃপুন; ঘনঘন। {(তৎসম বা সংস্কৃত) মুহুস্>}
- Bengali Word মুহুর্ত English definition [মুহুর্তো] (বিশেষ্য) ১ দিনরাতের ৩০ ভাগের এক ভাগ; আটচল্লিশ মিনিট। ২ অতি অল্প সময়। মুহুর্তেক (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ এক মূহূর্ত কাল। ২ অত্যল্প কাল। এই মুহূর্তে (ক্রিয়াবিশেষণ) এখনই; এক্ষুনি; অবিলম্বে; একটুও বিলম্ব না করে। {(তৎসম বা সংস্কৃত) □ হুর্চ্ছ+ত(ক্ত), ‘মু’ (মুট্) আগম}
- Bengali Word মুহ্যমান English definition [মুজ্ঝোমান্] (বিশেষণ) দুঃখ বা শোকে কাতর। □ (বিশেষ্য) ১ যে মুষড়ে পড়েছে। ২ মোহগ্রস্ত; আচ্ছন্ন। মুহ্যমানা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মুহ্+আন, ‘ম’ আগম; (তৎসম বা সংস্কৃত) মুহ্যন্}
- Bengali Word মুৎসুদ্দি, মুচ্ছুদ্দি, মুচ্ছদ্দি English definition [মুত্সুদ্দি, মুত্চ্ছুদ্দি, মুচ্ছদ্দি] (বিশেষ্য) ১ ভারপ্রাপ্ত কর্মচারীবিশেষ; agent। ২ প্রধান কেরানি। ৩ প্রতিনিধি। ৪ বংশীয় পদবি। {(আরবি) মুতস্দ্দী}
- Bengali Word মুড় English definition [মুড়্] (বিশেষ্য) মুণ্ড; মাথা; মস্তক (বুড় ছাগলের মুড়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। মাথা-মুড় (বিশেষ্য)মূল বা আগা। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>}
- Bengali Word মুড়কি, মুড়কী English definition [মুড়্কি] (বিশেষ্য) গুড় বা চিনির রসে জারিত বা মাখানো খই (উড়কি ধানের মুড়কি)। মুড়ি-মুড়কি (বিশেষ্য)১ মুড়ির সঙ্গে মিশ্রিত মুড়কি। ২ (আলঙ্কারিক) অতি সাধারণ বা নিতান্ত অকিঞ্চিৎকর ভোজ্য দ্রব্য। {ম(মধু)+উড়কি}
- Bengali Word মুড়নো English definition ⇒ মুড়ানো
- Bengali Word মুড়মুড় English definition [মুড়্মুড়্] (অব্যয়) মৃদু মড়মড় ধ্বনি। মড়মড়ে (বিশেষণ) মুড়মুড়্ শব্দ করে এমন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মুড়া ১, মুড়ো ১ English definition [মুড়া, মুড়ো] (বিশেষ্য) ১ মাছের মাথা; মুণ্ড। ২ আগা; অগ্রভাব। ৩ সীমা; প্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>}
- Bengali Word মুড়া ২, মুড়ো ২ English definition [মুড়া, মুড়ো] (বিশেষণ) ১ মুণ্ডিত; নেড়া; ন্যাড়া; ক্ষৌরীকৃত মস্তক। ২ ক্ষয়প্রাপ্ত; শাখাশূন্য (ঐ যে মুড়ো তাল গাছ খোয়াইয়ের পারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নির্জলা (মুড়া মাখন)। মুড়া খ্যাংরা, মুড়াঝাঁটা (বিশেষ্য) অধিক ব্যবহারে ক্ষয়প্রাপ্ত ঝাঁটা। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ডিত>মুণ্ডা> (বাংলা) মুড়া}
- Bengali Word মুড়া ৩ English definition ⇒ মোড়া২ ও মোড়া৩
- Bengali Word মুড়ানো, মুড়নো, মাড়ানো English definition [মুড়ানো, মুড়নো, মোড়ানো] (ক্রিয়া) ১ মণ্ডিত বা ন্যাড়া করা বা করানো। ২ অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছেঁটে ফেলা বা ফেলানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। □(ক্রিয়া) বেষ্টন করা; আবৃত করা (কাগজ দিয়ে মুড়ানো/মোড়ানো)। {(তৎসম বা সংস্কৃত) √মুণ্ড্>; ক্রিয়ারূপ-মুড়াই/মোড়াই, মুড়াও/মেড়াও, মুড়ায়/মোড়ায়, মুড়ান/মোড়ান, (অসমাপিকা ক্রিয়া) -মুড়িয়ে, মোড়ালে/মুড়ালে, মোড়াতে/মুড়াতে ইত্যাদি}
- Bengali Word মুড়ি ১ English definition [মুড়ি] (বিশেষ্য) ১ মুণ্ড; মাথা (মুড়িঘন্ট)। ২ প্রথম প্রান্তের অংশ। মুড়িঘণ্ট (বিশেষ্য)মাছের মুড়া দিয়ে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>}
- Bengali Word মুড়ি ২ English definition [মুড়ি] (বিশেষ্য) ১ বস্ত্রাদির ভাঁজ করা প্রান্তদেশ। ২ আবরণ; আচ্ছাদন; ঢাকনা (কাঁথা মুড়ি দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>}
- Bengali Word মুড়ি ৩ English definition [মুড়ি] (বিশেষ্য) গরম বালিতে চাল ভেজে প্রস্তুত খাদ্যবিশেষ; ফাঁপা হালকা ভাজা চাল। {ধ্বন্যা. মুড়মুড়>}
- Bengali Word মুড়ি ৪ English definition [মুড়ি] (বিশেষ্য) সংক্ষিপ্ত প্রতিলিপি বা মুখপাত। চেকমুড়ি (বিশেষ্য) সংক্ষেপে লিখিত চেকের বিবরণ। {(তৎসম বা সংস্কৃত) মুণ্ড>+ই}
- Bengali Word মুয়াজ্জল English definition [মুয়াজ্জল্] (বিশেষণ) দাবি করা মাত্র দেয়। মহর মুয়াজ্জল (বিশেষ্য) চাওয়ামাত্র দেয় মহর বা স্ত্রীধন। {(আরবি) মু’আজ্জল}
- Bengali Word মুয়াজ্জিন English definition [মুয়াজ্জিন্] (বিশেষ্য) ১ যিনি আজান দেন। ২ নামজের সময়ে মসজিদের মিনার থেকে উচ্চস্বরে নামাজের সময় ঘোষণাকারী। {(আরবি) মু’আযিন}
- Bengali Word মুয়াল্লিম English definition [মুয়াল্লিম্] (বিশেষ্য) শিক্ষক; নির্দেশক; যিনি হজের সময়ে হজযাত্রীদের করণীয় নির্দেশ করেন। {(আরবি) মুআল্লিম}
- Bengali Word মুয়ে, মুঞে English definition (মধ্যযুগীয় বাংলা) [মুয়ে, মুয়েঁ] (বিশেষ্য) মুখে (মুখে আগুন)। {(তৎসম বা সংস্কৃত) মুখে>}