র পৃষ্ঠা ৩১
- Bengali Word রুক্ষ English definition [রুক্খো] (বিশেষণ) ১ কর্কশ; নিষ্ঠুর; উগ্র (শুষ্ক রুক্ষ ঋষির চিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খসখসে (রুক্ষ চর্ম); তৈলহীন অচিক্কণ (রুক্ষ কেশ)। ৩ কঠোর কটু শ্রুতি (রুক্ষ ভাষা)। ৪ স্নেহবর্জিত; নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার)। ৫ ক্রুদ্ধ; উগ্র (রুক্ষ মেজাজ)। ৬ এবড়োথেবড়ো; অসমতল (রুক্ষ পথ)। রুক্ষতা (বিশেষ্য) কর্কশতা; উগ্রতা; তৈলহীনতা। রুক্ষভাষী (বিশেষণ) কর্কশ ভাষা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+স(ক্স)}
- Bengali Word রুখলী (ব্রজবুলি) English definition [রুখোলি] (বিশেষণ) রুক্ষ (রুখালী ভুখলী দুখলি দেখলি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রুক্ষ>রুখল+ঈ}
- Bengali Word রুখা ১ English definition ⇒ রোখা১
- Bengali Word রুখা ২, রুখো, রুখ English definition [রুখা, রুখো, রুখ্] (বিশেষণ) ১ শুকনো; শুষ্ক; শুধু; ব্যঞ্জনাদি বর্জিত (রুখু ভাত)। ২ উশকো-খুশকো; তেলহীন (রুখু মাথা)। ৩ খোরাক দিতে হয় না এমন (রুখু মাইনের ভৃত্য)। {(তৎসম বা সংস্কৃত) রুক্ষ>}
- Bengali Word রুখা ৩ English definition [রুখা] (ক্রিয়াবিশেষণ) রোধ করা; রোখা; প্রহারে উদ্যত হওয়া (একরোখা)। {(তৎসম বা সংস্কৃত) √রুষ্>}
- Bengali Word রুগী English definition ⇒ রোগী
- Bengali Word রুগ্ণ English definition [রুগ্নো] (বিশেষণ) ১ পীড়িত; অসুস্থ। ২ রোগের জন্য দুর্বল বা কাহিল (রুগ্ন স্বাস্থ্য)। রুগ্ণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রুগ্ণতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) রুজ্+ত(ক্ত)}
- Bengali Word রুচা English definition ⇒ রোচা
- Bengali Word রুচি English definition [রুচি] (বিশেষ্য) ১ পছন্দ; মার্জিত আচার ও আচরণ (লোকটার রুচি আছে)। ২ দীপ্তি; উজ্জ্বলতা; শোভা; সৌন্দর্য; লাবণ্য (দন্তরুচি, মুখরুচি কত শুচি করিয়াছে শোভা-কাশীরাম দাস)। ৩ স্পৃহা; ইচ্ছা; অভিলাষ; ভোজনের আগ্রহ বা প্রবৃত্তি (স্ত্রীর রান্না বিনা অন্নপানে হত না তাঁর রুচি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অনুরাগ; আকর্ষণ; আগ্রহ; আসক্তি। রুচিকর (বিশেষণ) ১ স্পৃহাজনক; আগ্রহজনক। ২ সুস্বাদু; প্রীতিকর; প্রীতিদায়ক। ৩ প্রবৃত্তিদায়ক বা অনুরাগজনক। রুচিবাগীশ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অনাবশ্যকভাবে সুরুচি বা সৌন্দর্য সম্পর্কে মাত্রাতিরিক্ত পার্থক্য; কোনটি ভালো কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয় ইত্যাদি সম্বন্ধে লোকের মতের বা পছন্দের বিভিন্নতা। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্+ই(ইন্)}
- Bengali Word রুচির English definition [রুচির্] (বিশেষণ) ১ মনোজ্ঞ; সুন্দর; শোভন; মনোরম; মধুর। ২ দীপ্ত; উজ্জ্বল (কোকনাদ রুচির বয়ান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। রুচিরা১ (বিশেষণ) স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্+ইর(কিরচ্)}
- Bengali Word রুচিরা ২ English definition [রুচিরা] (বিশেষ্য) একটি সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) রুচির+আ(টাপ্)}
- Bengali Word রুচ্য English definition [রুচ্চো] (বিশেষণ) রুচিকারক; প্রীতিপ্রদ। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্+য(ক্যপ্)}
- Bengali Word রুজ English definition [রুজ্] (বিশেষ্য) গণ্ডদেশ রঞ্জিত করার জন্য ব্যবহৃত প্রসাধন সামগ্রী। {(ইংরেজি) rouge}
- Bengali Word রুজি, রুযি, রুযী English definition [রুজি] (বিশেষ্য) জীবিকা; উপার্জন; উদরান্ন; দৈনন্দিন খাদ্য সংস্থান (বেগর মেহনতে রুজি ছিল এতকাল-সৈয়দ হামজা)। রোজ-দিন-রুজি (বিশেষ্য) দৈনিক উপার্জন। {(ফারসি) রূজী}
- Bengali Word রুজু ১, রুজু English definition [রুজু] (বিশেষণ) ১ দাখিল; দায়ের; উপস্থাপিত (একটি প্রার্থনা রুজু করলেন-রাজশেখর বসু (পরশু))। ২ ফেরা; প্রত্যাবর্তন (আল্লাহ্র দিকে মন রুজু করা)। {(আরবি) রুজ}
- Bengali Word রুজু ২ English definition [রুজু] (বিশেষণ) ১ সোজা; খাড়া। ২ সমান; অনুযায়ী; অনুসারী। ৩ সামনাসামনি; সম্মুখবর্তী। রুজুদেওয়া (ক্রিয়া) মূলের সঙ্গে মিলানো; হিসাবের কোনো দফাকে মূলের অনুসারী করা। {(তৎসম বা সংস্কৃত) ঋজু>}
- Bengali Word রুজু- রুজু English definition [রুজুরুজু] (বিশেষণ) পরস্পরের সামনাসামনি হয়ে বিতর্কিত বিষয় প্রমাণ করা বা মীমাংসা করা (উঠান থেকে বাইরে বেরুবার দরজাটি সেলের দরজার রুজু রুজু-অবধূত)। {(আরবি) রুজু}
- Bengali Word রুটা (মধ্যযুগীয় বাংলা) English definition [রুটা] (ক্রিয়া) রুষ্ট বা ক্রুদ্ধ হওয়া (দন্তী দেখে রুটে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √রুষ্>+বা, আ}
- Bengali Word রুটি English definition [রুটি] (বিশেষ্য) ১ আটা, ময়দা প্রভৃতি দিয়ে তৈরি খাদ্যদ্রব্য। ২ পাউরুটি; চাপাটি (মাখন রুটি)। ৩ জীবিকা; বৃত্তি; জীবনধারণের উপায় (রুটির বন্দোবস্ত; রুটি মারা)। রুটি-রুজি (বিশেষ্য) খাদ্য ও জীবিকা। রুটি গড়া (ক্রিয়া) রুটি তৈরি করা। রুটি বেলা (ক্রিয়া) চাকি বেলুন দিয়ে রুটি তৈরি করা। রুটি মারা (ক্রিয়া) (আলঙ্কারিক) জীবিকা অর্জনের উপায় রোধ করা। {(তৎসম বা সংস্কৃত) রোটিকা>}
- Bengali Word রুটিন English definition [রুটিন্] (বিশেষ্য) দৈনন্দিন করণীয় কাজের নির্ধারিত পরম্পরা। রুটিন বাঁধা (বিশেষণ) ছকবাঁধা; মেনে চলা হয় এমন। {(ইংরেজি) routine}