র পৃষ্ঠা ৪৪
- Bengali Word রোহ, রোহণ English definition [রোহো, রোহোন্] (বিশেষ্য) আরোহণ। {(তৎসম বা সংস্কৃত) রুহ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word রোহিণী ১ English definition [রোহিনি] (বিশেষ্য) ১ চন্দ্রপত্নী (ইন্দ্রের ইন্দ্রাণী কি বা চন্দ্রের রোহিণী-দৌলত উজির বাহরাম খান)। ২ হিন্দু পুরাণে বলরামের মা। ৩ হিন্দুমতে নববর্ষীয়া কন্যা (রোহিণী দান)। ৪ নক্ষত্রবিশেষ। ৫ লাল রঙের গাভীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+ইন্(ণিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word রোহিণী ২ English definition ⇒ রোহী
- Bengali Word রোহিত, রোহিতক English definition [রোহিতো, রোহিতক্] (বিশেষ্য) ১ রুই মাছ। ২ লোহিতবর্ণ। ৩ রক্ত; শোণিত। ৪ পদ্মরাগমণি। ৫ হরিণবিশেষ (মহিষ ছাগ মেষ রোহিত রাজহংস শতেক দিল বলিদান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+ইত(ইতন্)}
- Bengali Word রোহিতাশ্ব English definition [রোহিতাশ্শো] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণের রাজা পরিশ্চন্দ্রের পুত্র। ২ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) রোহিত+অশ্ব}
- Bengali Word রোহী (-হিন্) English definition [রোহি] (বিশেষণ) আরোহণকারী; আরোহী। রোহিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {√রুহ্+ইন্(ণিনি)}
- Bengali Word রোঢ়া English definition [রোঢ়া] (বিশেষণ) দন্তহীন (মোর পতি রোঢ়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(হিন্দি) রোঢ়া}
- Bengali Word রোয়া ১, রুয়া English definition [রোয়া, রুয়া] (বিশেষ্য) রোপন করা; বীজ বপন করা; পোতা। (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে।রোয়ানো (ক্রিয়া) রোপন করানো। □ (বিশেষণ) রোপায়িত। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+ (বাংলা) আ}
- Bengali Word রোয়া ২ English definition [রোয়া] (বিশেষ্য) কোষ; কাঁঠালের রোয়া; কোয়া (কাঁঠালের রোয়া)। {(তৎসম বা সংস্কৃত) কোষ>}
- Bengali Word রোয়া ৩ English definition [রোয়া] (ক্রিয়া) (ব্রজবুলি) রোদন করা; কান্না (মনে মনে তুমি রোয়াই-বিদ্যাপতি)। রোয়ে (ক্রিয়া) কাঁদে। রোয়াসি (ক্রিয়া) (তুমি) কাঁদ (রোয়সি কাহে-বিদ্যাপতি)। {(হিন্দি) রোনা>}
- Bengali Word রোয়াক, রক English definition [রোয়াক্, রক্] (বিশেষ্য) ১ ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। ২ সামনের খোলা জায়গা বা অঙ্গন (আপন মনে বসে আছে জানালার রকে-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদীসান হাবীব)। রোয়াকবাজ (বিশেষ্য) রোয়াকে আড্ডাবাজ; যে রোয়াকে বাজে ধরণের আড্ডা দেয়। {(আরবি) ররাক}
- Bengali Word রোয়েদাদ English definition [রোয়েদাদ্] (বিশেষ্য) ভাগ-বাটোয়ারার বন্টনের বিবরণ; কার্যবিবরণী। {(ফারসি) রুৱদাদ}
- Bengali Word রৌদ্র English definition [রোউদ্দ্রো] (বিশেষ্য) ১ রোদ; সূর্যকিরণ; সূর্যাতাপ। ২ (আলঙ্কারিক) কাব্যের রসবিশেষ। ৩ হেমন্ত ঋতু। ৪ প্রচণ্ড; ভয়াবহ। রৌদ্রদগ্ধ (বিশেষণ) সূর্যতাপে দগ্ধ বা ঝলসিত। রৌদ্রপক্ব (বিশেষণ) সূর্যতাপে সিদ্ধ। রৌদ্র সেবন করা (ক্রিয়া) রোদ পোহানো; শরীরে রোদ লাগানো। রৌদ্রস্নান (বিশেষ্য) দেহ নগ্ন করে রোদ লাগানো। রৌদ্রাজ্জ্বেল (বিশেষণ) সূর্যকিরণে দীপ্তিমান; সূর্যের আলোকে সমুজ্জ্বল (রৌদ্রাজ্জ্বল দিবসে তোমার আসিনি সজল মেঘের ছায়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) রুদ্র+অ(অণ্)}
- Bengali Word রৌপ্য English definition [রোউপ্পো] (বিশেষ্য) এক একটি ধাতু। ২ রজত; রুপা।{(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+অ(অণ্)}
- Bengali Word রৌপ্যচূর্ণ English definition [রোউপ্পোচুর্নো] (বিশেষ্য) রুপার ক্ষুদ্র টুকরাবিশেষ (রৌপ্যচূর্ণ রাতের দিবস আর নয় অক্ষর-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদীসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+চূর্ণ}
- Bengali Word রৌপ্যজয়ন্তী English definition ⇒ জয়ন্তী
- Bengali Word রৌপ্যমুদ্রা English definition [রোউপ্পোমুদ্দ্রা] (বিশেষ্য) রুপা দিয়ে নির্মিত মুদ্রা; টাকা আধুলি সিকি ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+মুদ্রা}
- Bengali Word রৌপ্যমূল্যে English definition [রোউপ্পোমুল্লে] (ক্রিয়াবিশেষণ) রুপা বা টাকার বিনিময়ে; রুপা বা টাকা দিয়ে মূল্য প্রদানে। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+মুল্য+ (বাংলা) এ}
- Bengali Word রৌপ্যময় English definition [রোউপ্পোময়্] (বিশেষণ) রুপা দ্বারা তৈরি। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+ময়(ময়ট্)}
- Bengali Word রৌপ্যালঙ্কার English definition [রোউপ্পালঙ্কার্] (বিশেষ্য) রুপা দিয়ে নির্মিত অলঙ্কার বা গহনা; রুপার গহনা। {(তৎসম বা সংস্কৃত) রৌপ্য+অলঙ্কার}