র পৃষ্ঠা ২
- Bengali Word রওজা, রওযা English definition [রওজা] (বিশেষ্য) ১ সমাধি; সমাধিপ্রাঙ্গণ; সমাধি-সংলগ্ন উদ্যন (হজরত ইমাম হোসেনের রওযায় উন্মত্ত জনতা স্রোতের মত চালিয়াছে-বেগম শামসুন্নাহার মাহমুদ)। ২ কবর-মৃতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রওজা শব্দটি ব্যবহার করা হয় (হজরত মুহম্মদ-এর (সা.) রওজা মুবারক)। রওজা মোবারক, রওজা মুবারক (বিশেষ্য) পবিত্র সমাধি। {(আরবি) রৱদাহ}
- Bengali Word রওনক English definition [রওনক্] (বিশেষ্য) গৌরব; সৌন্দর্য। {(আরবি) রৱনক}
- Bengali Word রওনা English definition ⇒ রওয়ানা
- Bengali Word রওশন চৌকি, রোশন চৌকি English definition [রওশন্ চোউকি, রোশোন্ চোউকি] (বিশেষ্য) শানাই, ঢোল ও কাঁসি এই তিনের ঐকতান বাদ্য বা ওই ঐকতান; বাদকদল। {(ফারসি) রৱশন + (হিন্দি) চৌকি}
- Bengali Word রওশন, রোশন, রোশনাই, রৌশনি, রৌশনী, রোশনি English definition [রওশন্, রোশন্, রোশ্নাই, রোউশোনি, রোউশোনি, রোশ্নি] (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত; পরিষ্কার। □ (বিশেষ্য) ঔজ্জ্বল্য; আলোক; আলোকসজ্জা (মধুর আকাশ রোশনিতে ভরি এবার কোথায় জাগবে রবি-ফররুখ আহমদ; তোমার মর্তের ওই অমর্তরোশনাই-হাসান হাফিজুর রহমান; তোমার রূপের রৌশনীতে চন্দ্র হল স্নিগ্ধকিরণ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রৱশন}
- Bengali Word রওয়া English definition [রওয়া] (ক্রিয়া) থাকা; রহা। {√রহ্>}
- Bengali Word রওয়ানা, রওনা English definition [রওয়ানা, রওনা] (বিশেষ্য) ১ যাত্রা; গমন। ২ প্রেরণ; পাঠানো (গাড়ি রওয়ানা করা)। □ (বিশেষণ) যাত্রার জন্য বহির্গত; প্রেরিত। {(ফারসি) রৱনহ}
- Bengali Word রক ১ English definition [রক্] (বিশেষ্য) রূপকথার কাল্পনিক বৃহৎ পক্ষীবিশেষ। {(ফারসি) রুখ}
- Bengali Word রক ২, রোয়াক English definition [রক্, রোয়াক্] (বিশেষ্য) গৃহসংলগ্ন পাকা বাঁধানো স্থান। {(আরবি) রিৱয়াক}
- Bengali Word রকদস্তি (আদালতের পরিভাষা) English definition [রক্দোস্তি] (বিশেষ্য) জমির চতুঃসীমার বিবরণ। {(ফারসি) রকদস্তি}
- Bengali Word রকবা English definition [রক্বা] (বিশেষ্য) জমির পরিমাণ; area। {(ফারসি) রকবা}
- Bengali Word রকম English definition [রকোম্] (বিশেষ্য) ১ মতো; প্রকার। ২ ধরন; নীতি; ভঙ্গি। □ (বিশেষণ) প্রায় অনেকটা (চার রকম অংশ)। রকম রকম (বিশেষণ) নানা রকমের; হরেক রকম। রকমারি, রকমওয়ারি (বিশেষণ) ১ নানা প্রকার; বিভিন্ন ধরণের; বিচিত্র (রকমারি জিনিসপত্র)। □ (ক্রিয়াবিশেষণ) দফায় দফায়। রকমফের (বিশেষণ) একই বস্তু বা বিষয়ের ভিন্নরূপ। রকমসকম (বিশেষ্য) ভাবভঙ্গি; চালচলন; হাবভাব (তার রকমসকম আমার ভাল লাগে না)। {(আরবি) রকম}
- Bengali Word রকেট English definition [রকেট্] (বিশেষ্য) বিশেষ দহনশীল পদার্থে পরিপূর্ণ বেলনাকৃতি যন্ত্রবিশেষ, যার মাধ্যমে ক্ষেপনাস্ত্র, আতশবাজি, মহাকাশযান প্রভৃতি আকাশে উৎক্ষেপণ করা যায়; যুদ্ধাস্ত্রবিশেষ (রকেট বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি, যুদ্ধকালীন বৈজ্ঞানিক গবেষণারই অমূল্য অবদান-আবুল ফজল)। {(ইংরেজি) rocket}
- Bengali Word রক্ত English definition [রক্তো] (বিশেষ্য) শোণিত; রুধির; দেহে শিরা ধমনি প্রভৃতিতে প্রবাহিত শ্বেত ও লালকণিকায় প্রস্তুত তরল পদার্থ। □ (বিশেষণ) ১ রক্তবৎ লাল বর্ণবিশিষ্ট; রক্তিম; রাঙা; লাল। ২ রঞ্জিত; রংযুক্ত। ৩ আসক্ত; অনুরক্ত; সংসক্ত। (বিপরীতার্থক শব্দ) বিরক্ত। রক্তআঁখি (বিশেষ্য) ক্রোধে লাল চোখ; কোপদৃষ্টি। □ (বিশেষণ) লাল বর্ণের চক্ষুযুক্ত। রক্তক (বিশেষণ) রক্তিম; লালচে; রক্তবর্ন। রক্তকমল (বিশেষ্য) ১ রক্তবর্ন পদ্ম; কোকনদ। রক্তকরবী (বিশেষ্য) ১ লাল বর্ণ করবী ফুল। ২ রবীন্দ্রনাথের নাটকের নাম। রক্তক্ষয়ী (-য়িন্) (বিশেষণ) বহু লোকের রক্তপাত বা বিনাশ ঘটায় এমন; যাতে বহু ব্যক্তি হতাহত হয় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। রক্তগঙ্গা (বিশেষ্য) রক্তের নদী (১৯৭১-পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে রক্তগঙ্গা বইয়ে দেয়); রক্তের স্রোত। ২ সুপ্রচুর রক্তপাত; প্রচুর হত্যা; খুনাখুনি। রক্তগরম (বিশেষণ) উত্তেজিত; ক্রুদ্ধ; রাগান্বিত। রক্ত গরম করা (ক্রিয়া) ১ উত্তেজিত হওয়া বা করা। ২ রাগানো। ৩ ক্রুদ্ধ; রাগান্বিত। রক্তচন্দন (বিশেষ্য) লাল রঙের চন্দন কাঠ। রক্তচূর্ণ (বিশেষ্য) লালবর্ণ গুঁড়া; সিন্দূর। রক্তচোষা (বিশেষণ) রক্ত চুষে খায় এমন। রক্তজিহ্ব (বিশেষণ) লাল রঙের জিভ বিশিষ্ট। □ (বিশেষ্য) সিংহ। রক্তদর্শনা, রক্তদন্তী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যার দাঁতগুলি রক্তরঞ্জিত। রক্তদর্শন (বিশেষ্য) অস্ত্রাঘাতে হত্যা; রক্তপাত। রক্তদুষ্টি, রক্তদোষ (বিশেষ্য) দেহের রক্তের বিকার; রক্ত বিকৃত বা খারাপ হয়ে যায় যে ব্যাধিতে। রক্তনদী (বিশেষ্য) রক্তের নদী। রক্তনিশান (বিশেষ্য) লালবর্ণ ধ্বজা বা পতাকা। রক্তনেত্র (বিশেষণ) লাল চোখ; রক্তবর্ণ চক্ষু এমন। রক্তপ, রক্তপায়ী (-য়িন্) (বিশেষণ) রক্তপান করে এমন; রক্তপানকারী। □ (বিশেষ্য) রাক্ষস। রক্তপা (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য), (বিশেষণ) ১ রাক্ষসী। ২ জোঁক। রক্তপড়া (বিশেষ্য) শরীরের কোনো ক্ষত থেকে রক্ত বের হওয়া। রক্তপল্লব (বিশেষ্য) অশোক গাছ। রক্তপাত (বিশেষ্য) আঘাত করে রক্ত ঝরানো; রক্তপড়া; অস্ত্রাঘাতে হত্যা। রক্তপিন্ড (বিশেষ্য) জমাট রক্ত; রক্তের ঢেলা। রক্তপিত্ত (বিশেষ্য) পিত্তবিকারজনিত দূষিত রক্তের প্রাচুর্য; রক্তবমন। রক্তপিপাসা (বিশেষ্য) ১ রক্তপানের ইচ্ছা। ২ খুন বা হত্যা করবার উন্মাদ বাসনা। রক্তপিপাসু (বিশেষণ) ১ রক্তপান করতে ইচ্ছুক। ২ খুন করতে চায় এমন। রক্তপ্রদর (বিশেষ্য) রক্তস্রাবযুক্ত স্ত্রীরোগবিশেষ। রক্তফল (বিশেষ্য) বটবৃক্ষ। রক্তফলা (বিশেষ্য) তেলাকুচার গাছ। রক্তবমন (বিশেষ্য) রক্তবমি। রক্তবাহী (- হিন্) (বিশেষণ) রক্তস্রোত প্রবাহিত হয় এমন; রক্তবাহক। রক্তবীজ (বিশেষ্য) ১ হিন্দু পৌরাণিক গ্রন্থে উক্ত অসুর বিশেষ যার রক্তবিন্দু মাটি স্পর্শ করলেই তদাকার এক নূতন অসুরের সৃষ্টি হতো। ২ দাড়িম্ব; ডালিম। রক্তবীজের ঝাড় বা বংশ (আলঙ্কারিক) যার বা যে বংশের বা দলের ধ্বংস নেই বৃদ্ধি আছে। রক্তভাঙা (বিশেষ্য) জরায়ু থেকে অতিরিক্ত রক্তস্রাব হওয়া। রক্তমাংসের শরীর (আলঙ্কারিক) জীবদেহ; মানুষের শরীর-যার পক্ষে উত্তেজনাদি স্বাভাবিক। রক্তমোক্ষণ (বিশেষ্য) চিকিৎসার জন্য অস্ত্রোপচারে শোণিত নিষ্কাশন। রক্তলোচন (বিশেষণ) চক্ষু লাল এমন। রক্তশোষণ (বিশেষ্য) চুষে রক্তপান। রক্ত শুষে নেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) সর্বস্ব আত্মসাৎকরণ; মহাজন কর্তৃক খাতকের রক্তশোষণ। রক্তস্রাব (বিশেষ্য) শরীর থেকে অধিক রক্তপাত। রক্তস্রোত (বিশেষ্য) রক্তের প্রবাহ। রক্তস্বল্পতা, রক্তাল্পতা (বিশেষ্য) রক্তের লাল কণিকার ভাব কমে যাওয়া; anaemia। রক্ত হওয়া (ক্রিয়া) শরীরের রক্তহীনতা দূর হয়ে রক্তের পরিমাণ বৃদ্ধি পাওয়া। রক্তহীন (বিশেষণ) রক্তশূন্য; পান্ডুর। □ (বিশেষ্য) পান্ডুরোগগ্রস্ত। রক্তহীনতা বি। রক্তাক্ত (বিশেষণ) রক্তে মাখা; রক্তরঞ্জিত। রক্তাতিসার (বিশেষ্য) যে পেটের অসুখে রক্তস্রাব হয়; আমাশয় রোগ; dysentry। রক্তাধিক্য (বিশেষ্য) শরীরে রক্তের আধিক্য। রক্তাভ (বিশেষ্য) লাল আভাযুক্ত (রক্তাভ আকাশ)। রক্তাম্বর (বিশেষ্য) লাল বর্ণের কাপড়। রক্তারক্তি (বিশেষ্য) রক্তের ছড়াছড়ি; খুনাখুনি। রক্তাল্পতা ⇒ রক্তস্বল্পতা। রক্তি (বিশেষ্য) আসক্তি; অনুরাগ। রক্তিম (বিশেষণ) লাল আভাযুক্ত; লালচে। রক্তিমা (বিশেষ্য) রক্ত বর্ণতা। রক্তের অক্ষরে/আখরে (রক্তাক্ষরে) লেখা (বিশেষ্য) ১ কালির পরিবর্তে রক্ত দিয়ে লেখা। ২ (আলঙ্কারিক) বহুজীবন নাশ ও ভয়াবহ রক্তপাতের কাহিনীপূর্ণ ইতিহাস। □ (ক্রিয়া) ঐরূপ ইতিহাস রচনা করা। রক্তোৎপল (বিশেষ্য) লাল পদ্ম; কোকনদ। {(তৎসম বা সংস্কৃত) √রন্জ্+ত(ক্ত)}
- Bengali Word রক্ষ ১ English definition [রোক্খো] (বিশেষ্য) রক্ষা। □ (বিশেষণ) রক্ষক; রক্ষাকর্তা। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অ(অণ্)}
- Bengali Word রক্ষ ২ English definition [রোক্খো] (ক্রিয়া) রক্ষা করো; বাঁচাও (রক্ষ রক্ষঃ কুলমানএ কাল-সমরে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+লোট্; মধ্যম (পুংলিঙ্গ) (একবচন)}
- Bengali Word রক্ষ ৩, রক্ষঃ English definition [রোক্খো, রোক্খোহ্] (বিশেষ্য) রাক্ষস (যক্ষ রক্ষ গন্ধবর্ব কিন্নর; তুমি রক্ষঃকুল-হন্তা জানকী-জীবন-বৃন্দাবন দাস)। রক্ষঃকূল (বিশেষ্য) রাক্ষস বংশ। রক্ষঃপুরী (বিশেষ্য) রাক্ষস-আবাস; লঙ্কানগরী। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অস্}
- Bengali Word রক্ষক English definition [রোক্খোক্] (বিশেষণ), (বিশেষ্য) ১ রক্ষাকর্তা। ২ ত্রাণকর্তা; বিপদ থেকে রক্ষাকারী। ৩ তত্ত্বাবধায়ক। ৪ রক্ষী; প্রহরী। ৫ বজায় রাখে বা রক্ষা করে এমন (বংশরক্ষক)। রক্ষিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word রক্ষণ English definition [রোক্খোন্] (বিশেষ্য) রক্ষাকরণ; রক্ষা; রাখা; বজায় রাখা; পালন; তত্ত্বাবধান। □ (বিশেষণ) রক্ষক (রাক্ষসকুল-রক্ষণ-মাইকেল মধূসূদন দত্ত)। রক্ষণশীল (বিশেষণ) গোঁড়া; প্রাচীনপন্থি; পরিবর্তনবিরোধী; conservative। রক্ষণাবেক্ষণ (বিশেষ্য) রক্ষা ও পালন; দেখাশুনা। রক্ষণীয় (বিশেষণ) রক্ষণযোগ্য; রক্ষা করার উপযুক্ত বা যোগ্য; পালণীয়। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word রক্ষা ১ English definition [রোক্খা/রক্খা] (বিশেষ্য) ১ উদ্ধার; পরিত্রাণ; হেফাজত (বিপদে মোরে রক্ষা করো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিস্তার; অব্যাহতি; মুক্তি (ছিনতাই থেকে রক্ষা করা)। ৩ নষ্ট ক্ষয় বা ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া; সংরক্ষণ। ৪ পালন (কথা রক্ষা)। ৫ বিপন্ন হতে না দেওয়া (পৃষ্ঠ রক্ষা)। ৬ পাহারা; guard (দ্বার রক্ষা)। রক্ষাকবচ (বিশেষ্য) বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধারণীয় মন্ত্রপূত কবচ; তাবিজ। রক্ষাকালী (বিশেষ্য) রোগ মহামারী প্রভৃতি থেকে পরিত্রাণকারিণী হিন্দু দেবী। রক্ষাগৃহ (বিশেষ্য) সূতিকাগৃহ। রক্ষামন্ত্র (বিশেষ্য) ১ যে মন্ত্র জপ করলে বিপদ স্পর্শ করে না; বিপদ ত্রাণকারী মন্ত্র। ২ রক্ষার উপায়। রক্ষিত (বিশেষণ) ১ রাখা হয়েছে এমন। ২ ত্রাত; পরিত্রাত। ৩ লালিত; গচ্ছিত; আমানতকৃত। □ (বিশেষ্য) (হিন্দুসমাজে) উপাধিবিশেষ। রক্ষিতা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পালিতা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) উপপত্নী। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অ+আ(টাপ্)}