র পৃষ্ঠা ২৯
- Bengali Word রিপোর্ট English definition [রিপোর্ট্] (বিশেষ্য) ১ বিবরণী; প্রতিবেদক (কাজের রিপোর্ট)। ২ অনুসন্ধান; পরীক্ষা বা গবেষণা সম্পর্কে লিখিত বিবরণ (পুলিশের রিপোর্ট খুব ভাল নয়-কাজী আফছারউদ্দীন)। ৩ অভিযোগ; নালিশ (বাড়াবাড়ি করেন তো রিপোর্ট করবো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) report}
- Bengali Word রিপোর্টার English definition [রিপোর্টার্] (বিশেষ্য) প্রতিবেদক; সংবাদদাতা; খবরের কাগজের সংবাদ-প্রেরক; সাংবাদিক। {(ইংরেজি) reporter}
- Bengali Word রিপ্লাই English definition [রিপ্লাই] (ক্রিয়া) জবাব দেওয়া; reply। রিপোর্ট কার্ড (বিশেষ্য) দ্রুত উত্তর লাভের জন্য প্রেরিত জোড়া পোস্ট কার্ড। {(ইংরেজি) reply}
- Bengali Word রিপ্লে English definition [রিপ্লে] (বিশেষ্য) পুনরায় খেলা; replay। অ্যাকশন রিপ্লে কোনো একটি অংশ বা ভঙ্গি (টিভিতে) আবার দেখানো। {(ইংরেজি) replay}
- Bengali Word রিফাইন English definition [রিফাইন্] (ক্রিয়া) শোধন করা (রিফাইন করা)। রিফাইন্ড (বিশেষণ) শোধিত (রিফাইন্ড তেল)। {(ইংরেজি) refine}
- Bengali Word রিফাইনারি English definition [রিফাইনারি] (বিশেষ্য) শোধনাগার; যেখানে তেল ইত্যাদি শোধন করা হয় (জেটির সামনেই ছোট একটা রিফাইনারী, কোম্পানীর লোকদের তেল এখানে পরিশোধিত হয়-নাহার)। {(ইংরেজি) refinery}
- Bengali Word রিফিউজি, রিফুজি, রেফুজি English definition [রিফিউজি, রিফুজি, রেফুজি] (বিশেষ্য) উদ্বাস্তু; শরণার্থী। {(ইংরেজি) refugee}
- Bengali Word রিফু, রিপু ৩ English definition [রিফু, রিপু] (বিশেষ্য) সুচ সুতা দিয়ে বস্ত্রের ছিন্ন অংশ বুনে মেরামত (রিপু করা ধুতি পরি নাহি ভাবে দোষ-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) রফূ}
- Bengali Word রিবিট, রিপিট English definition [রিবিট্, রিপিট্] (বিশেষ্য) ধাতুপাত প্রভৃতি জোড়া দেওয়া কাজে প্রযুক্ত দুই দিকে মোটা পেরেকবিশেষ। {(ইংরেজি) rivet}
- Bengali Word রিভলবার, রিভলভার, রিভলবর English definition [রিভল্বার্, রিভল্ভার্, বিভল্বর্] (বিশেষ্য) একবার গুলি ভরে একাধিকবার গুলি ছোড়া যায় এমন পিস্তল; ছোটখাটো আগ্নেয়াস্ত্র (হাতে রিভলভার তো আছেই-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) revolver}
- Bengali Word রিম, রীম English definition [রিম্] (বিশেষ্য) কাগজের পরিমাণবিশেষ (১ রিম= ২০দিস্তা= ৪৮০ বা ৫০০ তা)। {(ইংরেজি) ream}
- Bengali Word রিমঝিম English definition [রিম্ঝিম্] (অব্যয়) মৃদু বৃষ্টিপাতের শব্দ। রিমিঝিমি (ক্রিয়াবিশেষণ) রিমঝিম ধ্বনি করে (রিমিঝিমি বৃষ্টি পড়ে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word রিযক English definition ⇒ রিজিক
- Bengali Word রিরংসা English definition [রিরঙ্শা] (বিশেষ্য) রমণ, সঙ্গম বা রতিক্রিয়ার ইচ্ছা; কাম। রিরংসু (বিশেষণ) রমণে বা রতিক্রিয়ায় ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √রম্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word রিল, রীল English definition [রিল্] (বিশেষ্য) ১ কাটিম। ২ ববিন। ৩ স্পুল। ৪ সিনেমার ফিল্মের ১০০০ ফিট-এর মতো। ৫ কাঠের নলি যাতে সেলাই সুতা জড়ানো থাকে; সুতা গুটানোর চাকতি। ৬ কাঠের চাকতিতে গুটানো সুতা (দেশলাইয়ের বাক্স, সুতোর রীল এমনি সব টুকি টাকি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) reel}
- Bengali Word রিলিফ English definition [রিলিফ্] (বিশেষ্য) সাহায্য; সহায়তা (আপনারা সবাই মিলে রিলিফ-কমিটি গঠন করে আমায় এ দুরবস্থা থেকে উদ্ধার করুন-ওবায়েদুল হক)। {(ইংরেজি) relief}
- Bengali Word রিলে English definition [রিলে] (বিশেষ্য) সম্প্রচার (রিলে স্টেশন); লাগাতার দৌড় প্রতিযোগিতা। {(ইংরেজি) relay}
- Bengali Word রিশওত English definition ⇒ রিসওয়াত
- Bengali Word রিশতা English definition [রিশ্তা] (বিশেষ্য) সম্বন্ধ; কুটুম্বিতা। রিশতাদার (বিশেষ্য) কুটুম্ব; আত্মীয়। {(ফারসি) রিশ্তাহ}
- Bengali Word রিষ, রিষারিষি, রিষারেষি English definition ⇒ রেষ