র পৃষ্ঠা ৩০
- Bengali Word রিষ্ট, রিষ্টি English definition [রিশ্টো, রিশ্টি] (বিশেষ্য) ১ পাপ; অমঙ্গল; অকল্যাণ। ২ গ্রহদোষ। রিষ্টিনাশা (বিশেষণ) অকল্যাণ নাশকারী (বিশ্ব ললাটদীপ্ত কালো রিষ্টিনাশা হোমের টিপে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রিষ্+ত(ক্ত), তি (ক্তি)}
- Bengali Word রিসওয়াত, রিশওত English definition [রিস্ওয়াত্, রিশ্ওত্] (বিশেষ্য) ঘুষ (তরবারি যা পারে নাই রিসওয়াত তা পেরেছে-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) রিশৱত}
- Bengali Word রিসালা English definition [রিসালা] (বিশেষ্য) অশ্বারোহী সেনাবাহিনীর অধিনায়ক। {⇒ রেশালা}
- Bengali Word রিসি (মধ্যযুগীয় বাংলা) English definition [রিসি] (বিশেষ্য) ঋষি (রিসি জে তপসী নহি-শূন্যপুরাণ)। {(তৎসম বা সংস্কৃত) ঋষি>}
- Bengali Word রিসিভার English definition [রিসিভার্] (বিশেষ্য) টেলিফোনের শব্দগ্রহণ ও শব্দপ্রেরণ যন্ত্র। {(ইংরেজি) receiver}
- Bengali Word রিস্টওয়াচ English definition [রিশ্ট্ওয়াচ্] (বিশেষ্য) হাতঘড়ি; যে ঘড়ি মণিবন্ধে বেঁধে রাখা হয় (রিষ্টওয়াচ মাটিতে আছড়াইয়া ভাঙ্গিয়া ফেলিল-আবুল মনসুর আহমদ)। {(ইংরেজি) wristwatch}
- Bengali Word রিহার্সাল English definition [রিহার্শাল্] (বিশেষ্য) অভিনয়ের পূর্বে তালিম; মহড়া (সাজাহান নাটকের রিহার্সাল হচ্ছে)। {(ইংরেজি) rehearsal}
- Bengali Word রিয়াইত, রেয়াৎ English definition [রিয়াইত্, রেয়াত্] (বিশেষ্য) ১ ক্ষমা; অব্যাহতি। ২ বিবেচনা; শ্রদ্ধা; সুবিধা। {(আরবি) রিয়ায়াত}
- Bengali Word রিয়াকারী English definition [রিয়াকারি] (বিশেষ্য) প্রদর্শনের জন্য ধর্মাচরণ; লোক দেখানো ধার্মিকতা। {(ফারসি) রিয়াকারী}
- Bengali Word রীত English definition [রিত্] (বিশেষ্য) ১ আচার-ব্যবহার; চালচলন (রীত ও চরিত ভালো না)। ২ প্রথা (দেশে দেশে দিয়ে কদভ্যাসের দীক্ষা অমনি রীতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) রীতি>}
- Bengali Word রীতি English definition [রিতি] (বিশেষ্য) ১ প্রণালি; পদ্ধতি (রন্ধনরীতি, চিকিৎসারীতি)। ২ প্রথা; ধারা; দস্তুর (সমাজের রীতি)। ৩ প্রকৃতি; স্বভাব; আচরণ (তাহার রীতিই ঐ রকম)। ৪ রচনাশৈলী; স্টাইল; বৈশিষ্ট্য (গদ্যরীতি)। ৫ গতিক; ধরন। রীতিনীতি (বিশেষ্য) আচার-ব্যবহার; রসম ও রেওয়াজ; দস্তুর। রীতিবিরুদ্ধ (বিশেষণ) প্রথা বা নিয়মবিরুদ্ধ; প্রথার পরিপন্থী। রীতিমতো (ক্রিয়াবিশেষণ) ১ রীতি অনুসারে। ২ ভীষণ রকম; ভালোরকম (রীতিমত প্রহার দিয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √রী+তি(ক্তিন্)}
- Bengali Word রীম English definition ⇒ রিম
- Bengali Word রীল English definition ⇒ রিল
- Bengali Word রীষ English definition ⇒ রেষ
- Bengali Word রুই English definition [রুই] (বিশেষ্য) ১ রোহিত মৎস্য; এক প্রকার বড় মাছ। ২ উই পোকা। রুইকাতলা (বিশেষ্য) ১ বড় মাছ। ২ (আলঙ্কারিক) সমাজের পদস্থ ও বিত্তশালী লোক; যারা দেশ ও সমাজের রীতিকে উপেক্ষা করে চলতে পারে (রুইকাতলার পেছনে লেগো না)। {(তৎসম বা সংস্কৃত) রোহিত> (প্রাকৃত)রোহঅ>}
- Bengali Word রুইতন, রুহিতন English definition [রুইতন্, রুহিতন্] (বিশেষ্য) খেলার তাসের একটি রং। {(ওলন্দাজ) ruiten}
- Bengali Word রুইদাস, রুহিদাস English definition [রুইদাশ্, রুহিদাশ্] (বিশেষ্য) ১ চর্মকার; চামার; মুচি। ২ চর্মকার জাতির মধ্যে আবির্ভূত আদি পুরুষ ও মহাপুরুষ; চামারদের আদিপুরুষ; রাজা হরিশ্চন্দ্রের পুত্র রুইদাস। {(তৎসম বা সংস্কৃত) রবিদাস>}
- Bengali Word রুকসত English definition ⇒ রোখসত
- Bengali Word রুকু English definition [রুকু] (বিশেষ্য) নামাজের সময়ে দুই হাঁটুতে ভর করে নত মস্তকে দাঁড়ানো (একাদশে রুকু হয় পিষ্ট কুঁজ করি দ্বাদশে ছজুদ দেয় মছল্লা উপরি-হেয়াত মাহমুদ)। {(আরবি) রূকু}
- Bengali Word রুক্মিণী English definition [রুক্মিনি] (বিশেষ্য) বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা ও কৃষ্ণের প্রধান পত্নী। {(তৎসম বা সংস্কৃত) রুক্ম+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}