র পৃষ্ঠা ৩
- Bengali Word রক্ষা ২ English definition [রোক্খা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) রক্ষা করা (কে রক্ষিবে তোরে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্>}
- Bengali Word রক্ষিকা English definition ⇒ রক্ষক
- Bengali Word রক্ষিণী English definition ⇒ রক্ষী
- Bengali Word রক্ষিতা ১ English definition ⇒ রক্ষা১
- Bengali Word রক্ষিতা ২ English definition [রোক্খিতা] (বিশেষণ) রক্ষাকারী; পরিত্রাতা। রক্ষিত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+তৃ(তৃচ্)}
- Bengali Word রক্ষী (-ক্ষিন্) English definition [রোক্খি] (বিশেষ্য), (বিশেষণ) ১ রক্ষক। ২ প্রহরী; guard। রক্ষিণী (স্ত্রীলিঙ্গ)। রক্ষিসৈন্য (বিশেষ্য) যে সৈন্যদল আক্রমণাদি থেকে রক্ষা করে। দেহরক্ষী (-ক্ষিন্) (বিশেষ্য) যে ব্যক্তি বেতনের বিনিময়ে বেতনদাতাকে আক্রমণাদি থেকে রক্ষা করে; bodyguard। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+ইন্(ণিনি)}
- Bengali Word রক্ষ্য English definition [রোক্খো] (বিশেষণ) রক্ষণীয়; রক্ষণযোগ্য (আত্মসম্মান অবশ্য রক্ষ্য)। রক্ষ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+য(ণ্যৎ)}
- Bengali Word রগ English definition [রগ্] (বিশেষ্য) শিরা; ললাটের পার্শ্বদেশ বা কপালের উভয় দিকের শিরা। {(ফারসি) রগ্}
- Bengali Word রগচটা English definition ⇒ চটা১
- Bengali Word রগবৎ, রগবত English definition [রগ্বত্] (বিশেষ্য) আকর্ষণ; টান (কিছুতেই নামাজের দিকে তার রগবত বাড়াতে পারলা না-আবুল ফজল)। {(আরবি) রগবত}
- Bengali Word রগরগ English definition [রগ্রগ্] (অব্যয়) উজ্জ্বলতা প্রকাশক; বর্ণে উগ্রভাব-ব্যঞ্জক (রগ রগ করা)। রগরগে (বিশেষণ) তৈলাক্ত; তেল চকচকে; উগ্রবর্ণ; গাঢ় চকচকে লাল রং (রগরগে লাল)। {(ফারসি) রগ্}
- Bengali Word রগড় ১ English definition [রগোড়্] (বিশেষ্য) মজা; কৌতুক; রঙ্গ; তামাশা (তাহার সবাই মিলিয়া হাসিয়া গড়াইয়া পড়িতেছে এ ওর গায়ে, রগড় হইতেছে বেশী-বেগম শামসুন্নাহার মাহমুদ)। রগুড়ে, রগড়িয়া (বিশেষণ) রঙ্গপ্রিয়; কৌতুককারী; রং-তামাশা করতে দক্ষ। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ+ (বাংলা) ড়}
- Bengali Word রগড় ২ English definition [রগোড়্] (বিশেষ্য) ১ ঢক্কাদিতে কাঠির ঘর্ষণ বা আঘাত। ২ মর্দন; ডলন; পেষণ। {(তৎসম বা সংস্কৃত) দ্রগড়>}
- Bengali Word রগড়া English definition [রগ্ড়া] (বিশেষ্য) পেষণ; মর্দন; ঘর্ষণ। রগড়ানো (ক্রিয়া) ঘষা; ঘর্ষণ করা; পেষণ বা মর্দন করা (চোখ রগড়াতে গিয়ে-আবু রুশ্দ্)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। রগড়ারগড়ি (বিশেষ্য) ১ পরস্পর রগড়ানি; ক্রমাগত ঘষাঘষি। ২ (আলঙ্কারিক) দর কষাকষি; নানা বিষয়ে বোঝাপড়া; কোনো কিছু সম্পর্কে অত্যধিক আলোচনা। {(তুলনীয়) (হিন্দি) রগড়ানা}
- Bengali Word রঘু English definition [রোঘু] (বিশেষ্য) হিন্দু পুরোণোক্ত রামচন্দ্রের প্রপিতামহ সূর্য-বংশের রাজা। রঘুকুল (বিশেষ্য) রঘুর বংশ। রঘুকুলতিলক (বিশেষ্য) রঘুবংশের শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ রামচন্দ্র। রঘুকুলপতি, রঘুনন্দন, রঘুনাথ, রঘুপতি, রঘুবর, রঘুমণি, রঘুশ্রেষ্ঠ (বিশেষ্য) রামচন্দ্র। রঘুবংশ (বিশেষ্য) ১ রঘুকুল। ২ কালিদাসের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √লন্ঘ্+উ(কু)}
- Bengali Word রঙ English definition ⇒ রং১ ও রং২
- Bengali Word রঙচঙ, রঙমহল English definition ⇒ রং২
- Bengali Word রঙা, রঙ্গা English definition [রঙা, রঙ্গা] (বিশেষণ) বর্ণযুক্ত (পাঁচরঙা, একরঙা)। {(তৎসম বা সংস্কৃত) রঙ্গ>+ (বাংলা) আ}
- Bengali Word রঙিন, রঙ্গিন English definition [রোঙিন্, রোঙ্গিন্] (বিশেষণ) ১ রঞ্জিত; রংবিশিষ্ট; রং করা। ২ বিচিত্রবর্ণে রঞ্জিত বা শোভিত। {(ফারসি) রংগীন}
- Bengali Word রঙিলা English definition ⇒ রঙ্গিলা