র পৃষ্ঠা ৩২
- Bengali Word রুঠ (মধ্যযুগীয় বাংলা) English definition [রুঠ্] (বিশেষণ) রুষ্ট। ২ রুক্ষ (মোরে রুঠ কাহ্ন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) রুষ্ট>}
- Bengali Word রুঠা, রুঠো English definition [রুঠা, রুঠো] (বিশেষণ) ১ রুক্ষ; কঠোর; কর্কশ; নীরস। ২ নিষ্ঠুর; নির্দয়; দয়ামায়াহীন (রূপার মায়ের রুঠা কথায় উঠল বুড়ির কাশ-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়>}
- Bengali Word রুণুঝুণু English definition ⇒ রুনুঝুনু
- Bengali Word রুণুরুণু English definition ⇒ রুনুঝুনু
- Bengali Word রুত English definition [রুত্] (বিশেষণ) ১ ধ্বনিত। ২ ক্রন্দন করে এমন। □ (বিশেষ্য) ১ রব; জীবজন্তুর বিশেষত পাখির ডাক। ২ ক্রন্দন। {(তৎসম বা সংস্কৃত) √রু+ত(ক্ত)}
- Bengali Word রুদিত English definition [রুদিতো (বিশেষণ) ১ কাঁদছে এমন; ক্রন্দনরত। ২ ক্রন্দন; রোদন। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্+ত(ক্ত)}
- Bengali Word রুদ্ধ English definition [রুদ্ধো] (বিশেষণ) ১ প্রতিহত; বাধাপ্রাপ্ত; নিবারিত (রুদ্ধ স্রোত)। ২ বন্ধ (রুদ্ধদ্বার; শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যু)। ৩ আটক; বেষ্টিত (কারারুদ্ধ)। ৪ চাপা; গতিহীন (রুদ্ধ ক্রন্দন; রুদ্ধ বাতাস)। রুদ্ধকক্ষ (বিশেষ্য) যে ঘরের দরজা-জানালা বন্ধ। রুদ্ধশ্বাস (বিশেষণ) ১ শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন; প্রাণবায়ুর চলাচল বন্ধ এমন। ২ শ্বাসগ্রহণ বা ত্যাগ না করার অবস্থায় উপনীত; বিস্ময়াদির আতিশয্যের ফলে শ্বাস বন্ধ অবস্থা। রুদ্ধশ্বাসে (ক্রিয়াবিশেষণ) শ্বাস রুদ্ধকর বেগে (রুদ্ধশ্বাসে ধাবিত হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+ত(ক্ত)}
- Bengali Word রুদ্র English definition [রুদ্রো] (বিশেষ্য) হিন্দু দেবতা শিব; শিবের সংহার মূর্তি। □ (বিশেষণ) উগ্র; ভয়ঙ্কর; প্রচণ্ড (হে রুদ্র বৈশাখ)। রুদ্রজ (বিশেষ্য) ১ রুদ্র (শিব) হতে জাত কার্তিকাদি। ২ পারদ। রুদ্রজটা (বিশেষ্য) ১ শিবের জটা। ২ লতাবিশেষ। রুদ্রকতাল (বিশেষ্য) সঙ্গীতের ছন্দ বা তাল; তাণ্ডব নৃত্যের তাল। রুদ্রবীণা (বিশেষ্য) ১ প্রচণ্ড সুরযুক্ত বীণা। ২ যে বীণার ধ্বনি উদাত্ত (হে রুদ্রবীণা বাজো-রবীন্দ্রনাথ ঠাকুর)। রুদ্রমূর্তি (বিশেষ্য) ভয়ঙ্কর মূর্তি; সংহারমূর্তি। রুদ্রাক্ষ (বিশেষ্য) যে শুষ্ক ফল দিয়ে হিন্দুদের জপের মালা প্রস্তুত হয়। রুদ্রাক্ষমালা (বিশেষ্য) রুদ্রাক্ষ দিয়ে তৈরি জপমালা। রুদ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শিবের পত্নী; ভবানী। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্+র(রক্)}
- Bengali Word রুধা English definition ⇒ রোধা
- Bengali Word রুধির English definition [রুধির্] (বিশেষ্য) ১ রক্ত; শোণিত; খুন; লহু। ২ রক্তবর্ণ। ৩ কুমকুম। রুধিররঞ্জিত, রুধিরাক্ত (বিশেষণ) রক্তে মাখা। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+ইর(কিরচ্)}
- Bengali Word রুনুঝুনু, রুণুঝুণু, রুনুরুনু, রুণুরুণু English definition [রুনুঝুরু, রুনুঝুনু, রুনুরুনু, রুনুরুনু] (অব্যয়) নূপুর, ঘুঙুর প্রভৃতির শব্দ; নূপুরের ঝঙ্কার (আর আমরা বাঈজীদিগের নূপুরের রুনুঝুনু-ধ্বনিতে নাচিয়া উঠি-ইসমাইল হোসেন শিরাজী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word রুপা, রূপা, রুপো English definition [রুপা, রুপা, রুপো] (বিশেষ্য) রৌপ্য। রুপার চাকতি (বিশেষ্য) টাকা। {(তৎসম বা সংস্কৃত) রূপ্য>}
- Bengali Word রুপালি, রূপালী, রূপালি, রুপোলী English definition [রুপালি, রুপালি, রুপালি, রুপোলি] (বিশেষণ) ১ রূপার পাতে মোড়া; রূপার প্রলেপবিশিষ্ট; রৌপ্যমণ্ডিত। ২ রূপার মতো সাদা। {রুপা+আলি}
- Bengali Word রুপি, রুপী English definition [রুপি] (বিশেষ্য) ভারতের মুদ্রার নাম। {(তৎসম বা সংস্কৃত) রূপ্য>}
- Bengali Word রুপিয়া, রূপিয়া, রুপেয়া, রূপেয়া English definition [রুপিয়া, রুপিয়া, রুপেয়া, রুপেয়া] (বিশেষ্য) খাদমিশ্রিত রূপার তৈরি মুদ্রা; রৌপ্য মুদ্রা; টাকা (রূপ এবং রুপেয়া দুইটাই ওদের সমান কাম্য)। {(তৎসম বা সংস্কৃত) রূপ্য>}
- Bengali Word রুপোলী English definition ⇒ রুপালি
- Bengali Word রুবাই, রুবাঈ English definition [রুবাই্] (বিশেষ্য) চতুষ্পদী কবিতা। রুবাইয়াত-ই-ওমর খৈয়াম (বিশেষ্য) ওমর খৈয়ামের চতুষ্পদীসমূহ। {(আরবি) রুবাঈ}
- Bengali Word রুবাইয়াৎ, রুবাঈয়াত, রোবাইয়াৎ English definition [রুবাইয়াত্, রুবাইয়াত্, রোবাইয়াত্] (বিশেষ্য) রুবাইসমূহ। {(আরবি) রুবাইয়াত}
- Bengali Word রুম English definition [রুম্] (বিশেষ্য) কক্ষ; কামরা। {(ইংরেজি) room}
- Bengali Word রুমঝুম English definition [রুম্ঝুম্] (অব্যয়) বাদ্যযন্ত্র মল বা নূপুরের ধ্বানি। {ধ্বন্যাত্মক}