র পৃষ্ঠা ৩৫
- Bengali Word রূঢ়তা English definition [রুঢ়োতা] (বিশেষ্য) কার্কশ্য; কর্কশতা; কঠোরতা; রুক্ষতা। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়+তা}
- Bengali Word রূঢ়মূল English definition [রুঢ়োমুল্] (বিশেষণ) বদ্ধমূল; প্রবৃদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) রূঢ়+মূল}
- Bengali Word রূঢ়ি English definition [রুঢ়ি] (বিশেষ্য) ১ উৎপত্তি; জন্ম। ২ প্রসিদ্ধি; খ্যাতি। ৩ ব্যুৎপত্তিলব্ধ অর্থ ভিন্ন অন্য অর্থ প্রকাশের শক্তি; বাচ্যার্থ ভিন্ন অর্থবোধক। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+তি(ক্তি)}
- Bengali Word রে রে রে English definition [রে রে রে] (অব্যয়) ডাকাত প্রভৃতির ভীতি সৃষ্টিকারী ক্রোধবাচক ডাক বা হাঁক (রে রে রে হাঁক দিয়ে ডাকাত পড়ল)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word রে ১ English definition ⇒ রি
- Bengali Word রে ২ English definition [রে] (অব্যয়) ১ স্নেহ বা তুচ্ছতাসূচক ডাক (আয়রে খোকা; রে দুরাত্মা)। ২ বিস্ময় বা খেদ প্রকাশক (হায়রে কপাল)। {(তৎসম বা সংস্কৃত) √রু>}
- Bengali Word রেউচিনি, রেউচীনী English definition [রেউচিনি] (বিশেষ্য) বৃক্ষবিশেষের মূল, যা রেচক ওষুধরূপে ব্যবহৃত হয়। {(ফারসি) রেৱন্দ-ই-চীনী}
- Bengali Word রেউল English definition [রেউল্] (বিশেষ্য) অন্তঃপুর (তোমার পৃথক রেউল হইবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) রাজকুল>}
- Bengali Word রেউড়ি, রেউড়ী, রেউরী English definition [রেউড়ি, রেউড়ি, রেউরি] (বিশেষ্য) গুড় দিয়ে পাক করা মিঠাই (রেউরী কদম্ব তিল-কবি শেখর)। {(হিন্দি) রেউড়ী}
- Bengali Word রেওয়া English definition [র্যাওয়া] (বিশেষ্য) কারবারে হিসাবের কাগজ; সালতামামি। {(ফারসি) রেৱা}
- Bengali Word রেওয়াজ, রিওয়াজ English definition [র্যাওয়াজ্, রিওয়াজ্] (বিশেষ্য) ১ রীতি; পদ্ধতি; ধরণ; চর্চা। ২ প্রচলিত আচার; চলন; চর্চা; রেয়াজ; অনুশীলন (বহু বিবাহ ছিল সে যুগের প্রচলিত রেওয়াজ-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) বিৱাজ}
- Bengali Word রেওয়ায়ত English definition [র্যাওয়ায়ত্] (বিশেষ্য) ১ বর্ণনা; বিবরণ। ২ কোনো ব্যক্তির বাণী বা জীবন সম্বন্ধীয় ঘটনা (যে সকল বহি-পুস্তক পরবর্তীকালে লিখিত হইয়াছে তাহার অধিকাংশই প্রকৃত ও প্রক্ষিপ্ত রেওয়ায়ৎ সমূহে পরিপূর্ণ-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) রিৱয়াত}
- Bengali Word রেক ১, র্যাক English definition [র্যাক্] (বিশেষ্য) তাক; আলমারি বা দেয়ালের গায়ে জিনিসপত্র রাখার স্থান (রেক আর খুরপি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) rack}
- Bengali Word রেক ২ English definition [রেক্] (বিশেষ্য) শস্যাদি মাপার পাত্র (১ রেক= ৪ কুনিকা)। {(তৎসম বা সংস্কৃত) রেখা>}
- Bengali Word রেকা (বিশেষ্য), রেকাবী, রেকাব ২ English definition [রেকা (বিশেষ্য), রেকা (বিশেষ্য), রেকাব্] (বিশেষ্য) ছোট থালা; ডিস(বেহেস্ত হইতে আনীত সোনার রেকাবী-মাওলানা মুহম্মদ আকরম খাঁ; এক রেকাবী কাবাব সাথে এক পেয়ালি সিরাজী লাল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রকাবি}
- Bengali Word রেকাত, রাকাত, রাকআত English definition [রেকাত্, রাকাত্, রাক্আত্] (বিশেষ্য) নামাজের অংশবিশেষ; নামাজে সুরা ফাতিহা ও কুরআন পাঠসহ রুকু এবং সিজদা সম্পন্ন করা (সাধারণত দুই তিন বা চার রাকাত নামাজ একত্রে পড়া হয়)। (জুমার দুই রাকাত নামাজ আদায় করেন-মাহবুব-উল-আলম)। {(আরবি) রক্আত}
- Bengali Word রেকাব ১, রিকাব, রিকিব English definition [রেকাব্, রিকাব্, রিকিব্] (বিশেষ্য) ঘোড়ার দুই পাশে ঝুলানো পা-দান (লম্বিত বাজির গায় রূপার রেকাব-ঘনরাম চক্রবর্তী)। রেকাবদার (বিশেষ্য) সহিস (পিছেতে রেকাবদার চলিল ওস্মর-সৈয়দ হামজা)। {(আরবি) রিকাব}
- Bengali Word রেকি English definition [রেকি] (বিশেষ্য) যুদ্ধাদিতে আক্রমণের পূর্বে শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে অনুসন্ধান। {(ইংরেজি) recce}
- Bengali Word রেখ English definition [রেখ্] (বিশেষ্য) ১ (কথ্য) রেখা; চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+অ(অঙ্)}
- Bengali Word রেখা English definition [রেখা] (বিশেষ্য) ১ চিহ্ন বা দাগ (কররেখা)। ২ ডোরা। ৩ সামান্য চিহ্ন; আভাস (গোঁফের রেখা)। ৪ সারি; শ্রেণি। ৫ (জ্যামিতি) প্রস্থ ও বেধশূন্য দীর্ঘটান; line (সরলরেখা)। ৬ খুব সামান্য অংশ (রেখামাত্র)। রেখাগণিত (বিশেষ্য) জ্যামিতি। রেখাঙ্কন (বিশেষ্য) চিত্রাঙ্কন। রেখাঙ্কিত (বিশেষ্য) রেখাবিশিষ্ট ডোরাকাটা লাইন টানা (আলোক রেখাঙ্কিত পুষ্পবন পথে-রবীন্দ্রনাথ ঠাকুর)। রেখাচিত্র (বিশেষ্য) ছবির মুসাবিদা; রেখাসহযোগে চিত্রের মোটামুটি অঙ্কন; rough sketch। রেখাপাত (বিশেষ্য) দাগকাটা (তার কথা আমার মনে কোনোরকম রেখাপাত করেনি)। বক্ররেখা (বিশেষ্য) আকাঁবাঁকা রেখা। সরলরেখা (বিশেষ্য) যে রেখা একদিকে চলতে থাকে, দিক পরিবর্তন করে না। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+অ(অঙ্)+আ(টাপ্)}