র পৃষ্ঠা ৩৮
- Bengali Word রেষ, রিষ, রীষ English definition [রেশ্, রিশ্, রিশ্] (বিশেষ্য) দ্বেষ; আক্রোশ; ঈর্ষা। রেষারেষি, রিষারষি, রিষারেষি (বিশেষ্য) পরস্পর হিংসা বা বিদ্বেষ প্রতিযোগীতা। {(তৎসম বা সংস্কৃত) ঈর্ষা>রিষ}
- Bengali Word রেস English definition [রেস্] (বিশেষ্য) ১ দৌড় প্রতিযোগিতা (কোন কুকুর কবে কোন রেস জিতেছে-মুহম্মদ আবদুল হাই)। ২ ঘোড়দৌড়ের বাজি (রেস খেলা; রেসের ঘোড়া)। {(ইংরেজি) race}
- Bengali Word রেসালা English definition ⇒ রেশালা
- Bengali Word রেস্ত English definition [রেস্ত্] (বিশেষ্য) পুঁজি; টাকাকড়ি; সম্বল; খরচের পর যা বেঁচে থাকে। {(ইংরেজি) resto}
- Bengali Word রেস্তোরাঁ, রেস্তরাঁ English definition [রেস্তোরাঁ] (বিশেষ্য) হোটেলবিশেষ; চায়ের দোকান। {(ফারসি) restaurant}
- Bengali Word রেহা English definition [রেহা] (বিশেষ্য) ১ (ব্রজবুলি, মধ্যযুগীয় বাংলা) রেখা; চিহ্ন (মদন ঐষিক যিনি বিজলীর রেহা-দৌলত উজির বাহরাম খান)। ২ কলঙ্ক; দাগ। {(তৎসম বা সংস্কৃত) রেখা>}
- Bengali Word রেহাই English definition [রেহাই] (বিশেষ্য) ১ অব্যাহতি; নিষ্কৃতি; মুক্তি (তৌবা করেও পাই যে রেহাই হাত হতে ভাই এই পাপোর-খৈয়াম)। ২ (আলঙ্কারিক) চিরতরে মুক্তিলাভ (গলায় রশি বেঁধে গাব গাছে লটকিয়ে সে রেহাই পেয়েছিল-আবু ইসহাক)। {(ফারসি) রিহাঈ}
- Bengali Word রেহান English definition [রেহান্] (বিশেষ্য) বন্ধক (অন্যথায় তাকে বিনা রেহানে কিছুতেই টাকা ধার দিতেন না-আবুল মনসুর আহমদ)। রেহাননামা (বিশেষ্য) বন্ধকি দলিল। {(আরবি) রহ্ন}
- Bengali Word রেহেল English definition [রেহেল্] (বিশেষ্য) বইধারক; কাঠনির্মিত কাঠামোবিশেষ, যার উপর কোরান শরিফ বা যে কোনো বই রেখে তক্তপোষে বা মেঝেয় বসে পড়া হয় (রেহেলের পর কোরান রাখিয়া পড়ে সুরা-ফাতিহার-জসীমউদ্দীন)। {(আরবি) রহল}
- Bengali Word রেড়ি, রেড়ী English definition [রেড়ি] (বিশেষ্য) এরণ্ড বা ভেরেণ্ডার গাছ বা তার ফল। রেড়ির তেল (বিশেষ্য) ভেরেণ্ডা বীজ থেকে প্রস্তুত তেল; castor oil। {(তৎসম বা সংস্কৃত) এরণ্ড>}
- Bengali Word রেড়ী English definition ⇒ রেড়ি
- Bengali Word রেঢ়ো English definition [রেঢ়ো] (বিশেষণ) ১ রাঢ় অঞ্চলের অধিবাসী। ২ অশিক্ষিত; অনভিজ্ঞ (আর কি হাসবি রেড়ো বলে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) রাঢ়+উয়া>}
- Bengali Word রেয়াত, রেয়াৎ English definition [রেয়াত্] (বিশেষ্য) ১ অব্যাহতি দান; রেহাই; ছাড়। ২ খাতির; সম্মান; দয়া; অনুগ্রহ (এতটুকু রেয়াৎ করে না-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। {(আরবি) রি’আয়ত}
- Bengali Word রেয়াৎ English definition ⇒ রেয়াত
- Bengali Word রেয়ো, রেউয়া English definition [রেয়ো, রেউয়া] (বিশেষণ) রবাহূত; বিনা নিমন্ত্রণে উপস্থিত হয় এমন (ভারী দোকানদার, উড়ে ও বেহারা, রেয়ো ও গুলিখোরেরা কাঙ্গালির দলে মিশতে লাগলো-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) রব+ (বাংলা) উয়া>}
- Bengali Word রৈ রৈ English definition ⇒ রই রই
- Bengali Word রৈখিক English definition [রোইখিক্] (বিশেষণ) রেখাসংক্রান্ত; রেখা দিয়ে প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত) রেখা+ইক(ঠক্)}
- Bengali Word রৈবতক English definition [রোইবোতক্] (বিশেষ্য) গুজরাটস্থ পর্বতবিশেষ; কবি নবীন চন্দ্র সেনের একটি কাব্যের নাম। {(তৎসম বা সংস্কৃত) রেবত+অ(অণ্)+ক(কন্)}
- Bengali Word রোঁ, রোঁআ English definition ⇒ রোয়া
- Bengali Word রোঁদ ১ English definition [রোঁদ্] (বিশেষ্য) নির্দিষ্ট এলাকায় ঘুরে পাহারা (এ যে সারজন সাহেব, রোঁদ ফিরতে বেরয়েচে-মাইকেল মধূসূদন দত্ত)। {(ইংরেজি) round}