র পৃষ্ঠা ৩৬
- Bengali Word রেচক English definition ⇒ রেচন
- Bengali Word রেচন English definition [রেচন্] (বিশেষ্য) ১ দাস্ত; ভেদ। ২ নিঃসারণ। রেচক (বিশেষণ) ১ দাস্ত সৃষ্টিকারক; বিরেচক। ২ জোলাপ। ৩ হিন্দু যোগশাস্ত্রে প্রাণায়াম কালে দেহস্থ প্রাণবায়ু নিঃসারণ। রেচিত (বিশেষণ) ১ বিরেচিত। ২ ত্যক্ত; বর্জিত। {(তৎসম বা সংস্কৃত) √রিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word রেজকি, রেজকী English definition ⇒ রেজগি
- Bengali Word রেজগি, রেজগী, রেজকি, রেজকী English definition [রেজ্গি, রেজ্গি, রেজ্কি, রেজ্কি] (বিশেষ্য) ১ টাকার ভাংতি; খুচরা; আধুলি সিকি পয়সা ইত্যাদি (দোকনী যে রেজকী কুড়ায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ এক টাকার চেয়ে অল্প মূল্যের মুদ্রা। {(ফারসি) রিজগী}
- Bengali Word রেজা, রেঝা English definition [রেজা, রেঝা] (বিশেষ্য) চাঁদমারি; বিঁধবার লক্ষ্যস্থান (ফোঁটা দিয়া বিন্ধে রেজা/রেঝা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(ফারসি) রেদা}
- Bengali Word রেজাই, রাযাই English definition [রেজাই, রাজাই] (বিশেষ্য) ১ লেপ; শীতের লেহাফ; বালাপোশ (শতিকালের বহু ব্যবহৃত ময়লা রেজাইটার মত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) রদা’ঈ}
- Bengali Word রেজালা English definition [রেজালা] (বিশেষ্য) জায়ফল, যইত্রি ও শাহি জিরাসহ অন্যান্য মশলা দিয়ে রাঁধা মাংসের তরকারি। {(ফারসি) রিদালা}
- Bengali Word রেজাল্ট English definition [রেজাল্ট্] (বিশেষ্য) ফলাফল (রেডক্রস লটারীর টিকেট কিনেছিলুম রেজাল্টটা কি করে জানা যায়-ওবায়েদুল হক)। {(ইংরেজি) result}
- Bengali Word রেজিমেন্ট English definition [রেজিমেন্ট্] (বিশেষ্য) সৈন্যদল বা বাহিনীর একটি অংশ (বেঙ্গল রেজিমেন্ট)। {(ইংরেজি) regiment}
- Bengali Word রেজিস্ট্রার English definition [রেজিস্ট্রার্] (বিশেষ্য) রেজিস্ট্রারির ভারপ্রাপ্ত কর্মচারী; নিবন্ধক। {(ইংরেজি) registrar}
- Bengali Word রেজিস্ট্রি ১, রেজিস্টারি English definition [রেজিস্ট্রি, রেজিস্টারি] (বিশেষ্য) সরকারি বইতে বা খাতায় নামাদি লিখন অথবা দলিলাদির নকল রক্ষণ ও তৎসমুদয় সরকারি মোহরাঙ্কিতকরণ; নিবন্ধন। {(ইংরেজি) registration}
- Bengali Word রেজিস্ট্রি ২, রেজিস্টারি English definition [রেজিস্ট্রি, রেজিস্টারি] (বিশেষণ) রেজিস্ট্রি করা হয়েছে এমন (রেজিস্ট্রি চিঠি)। {(ইংরেজি) registered}
- Bengali Word রেজেক, রিজিক, রিযক English definition [রেজেক্, রিজিক্, রিজক্] (বিশেষ্য) জীবনোপকরণ; খাদ্য; আহার (আল্লা রেজেক জুটিয়ে দেয়-মুফাখ্খার)। {(আরবি) রিজক}
- Bengali Word রেঞ্জ English definition [রেন্জ্] (বিশেষ্য) ১ পরিসর; সীমা। ২ বনবিভাগের অঞ্চলবিভাগ (শরণখোলা রেঞ্জ)। {(ইংরেজি) range}
- Bengali Word রেট English definition [রেট্] (বিশেষ্য) ১ হার (পাশের রেট)। ২ দর; দাম; মূল্য। ৩ দস্তুর; প্রথা; রেওয়াজ (এই হলো আজকালকার রেট)। {(ইংরেজি) rate}
- Bengali Word রেডিও English definition [রেডিয়ো] (বিশেষ্য) বেতার-যন্ত্রবিশেষ। {(ইংরেজি) radio}
- Bengali Word রেডিওগ্রাম English definition [রেডিয়োগ্গ্রাম্] (বিশেষ্য) ১ বিদ্যুতের সাহায্যে বিনা তারে রেডিও-টেলিগ্রাফে সংবাদ প্রেরণ ব্যবস্থা। ২ একই যন্ত্রে সংযুক্ত রেডিও ও রেকর্ড প্লেয়ার। {(ইংরেজি) radiogram}
- Bengali Word রেডিয়েটার English definition [রেডিয়েটার্] (বিশেষ্য) মোটরগাড়ি যে যন্ত্রে ইঞ্জিন ঠাণ্ডা রাখার জন্য পানি রাখা হয়; রশ্মি বিকিরণকারী (রেডিয়েটারে জল ঢালার জন্য মোটর একবার দাঁড়িয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) radiator}
- Bengali Word রেণু English definition [রেনু] (বিশেষ্য) ১ কণা; কণিকা; গুঁড়া; চূর্ণ (রেণু করা কাচ)। ২ পরাগ (পুষ্পরেণু)। ৩ ধূলি। {(তৎসম বা সংস্কৃত) √রী+ণু}
- Bengali Word রেণুকা English definition [রেনুকা] (বিশেষ্য) পরশুরামের মাতা। {(তৎসম বা সংস্কৃত) রেণু+ক(কন্)+আ(টাপ্)}