র পৃষ্ঠা ৩৯
- Bengali Word রোঁদ ২ English definition [রোঁদ্] (বিশেষ্য) পরিণাম; প্রস্থ; চক্র (এক রোঁদ কফি খাইয়ে দিও-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) round}
- Bengali Word রোঁয়া, রোঁ, রোঁআ English definition [রোঁয়া ওঠা/উঠা (বিশেষণ) লোমহীন (রোঁয়া ওঠা কুকুরের সাহচার্য গ্রীষ্মের গোধূলি হয়তো লাগবে ভাল-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) রোম>}
- Bengali Word রোক ১ English definition [রোক্] (বিশেষ্য) ১ ক্রয়; নগদ ক্রয়। ২ নগদ টাকা (রোক দেওয়া)।□ (বিশেষণ) নগদ (রোক টাকা)। রোকশোধ (বিশেষ্য) নগদ টাকায় দেনা পরিশোধ। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্+অ(ঘঞ্)}
- Bengali Word রোক ২ English definition ⇒ রোখ
- Bengali Word রোক ৩ English definition [রোক্] (বিশেষ্য) চাদরের সম্মুখ ভাগ (দোরোকা শাল)। {(ফারসি) রুখ}
- Bengali Word রোক ৪ English definition [রোক্] (বিশেষ্য) দাবাখেলায় নৌকা। {(ফারসি) রোখ্}
- Bengali Word রোকন English definition [রোকোন্] (বিশেষ্য) স্তম্ভ; মৌলিক বিষয়; ভিত্তি। {(আরবি) রুকন্}
- Bengali Word রোকসত English definition ⇒ রোখসত
- Bengali Word রোকা ১ English definition [রোকা] (বিশেষ্য) ক্ষুদ্রপত্র; চিরকুট; হ্যান্ডনোট; হাতচিঠা (রোকায় আশীর্বাদ জানিবে-দীনবন্ধু মিত্র)। {(আরবি) রুকআহ}
- Bengali Word রোকড় English definition [রোকড়্] (বিশেষ্য) ১ জমা-খরচের পাকা খাতা (রোকড় বহি)। ২ নগদ (রোকড় বিক্রি)। ৩ সোনা-রূপার গহনাপত্র। {(তৎসম বা সংস্কৃত) রোক>; (তুলনীয়) (হিন্দি) রোকড়}
- Bengali Word রোখ ১, রোক ২, রোকা ২ English definition [রোখ্, রোক্, রোকা] (বিশেষ্য) ১ জিদ; ঝোঁক (রোখ চাপা)। ২ তেজ; রাগ (রোখ দেখানো)। ৩ রাড় (গাছটার বেশ রোখ আছে)। {(তৎসম বা সংস্কৃত) রোষ>}
- Bengali Word রোখ ২ English definition [রোখ্] (বিশেষ্য) মুখ; সম্মুখ (কেবলার দিকে রোখ করিয়া নামাজ পড়া)। বেরোখ (বিপরীতার্থক শব্দ) পশ্চাৎ; পিঠের দিক। {(ফারসি) রুখ্}
- Bengali Word রোখসত, রোকসত, রুকসত English definition [রোখ্সত্, রোকসত্, রুক্সত্] (বিশেষ্য) কর্মাবসানে দেনাপাওনা/লেনদেন মিটিয়ে বিদায় (এক্ষুনি বলে রোখসত হতে চাই-আবু জাফর শামসুদ্দীন; আসিও রুকসত হই-রব)। {(আরবি) রুখসত}
- Bengali Word রোখা ১ English definition [রোখা] (বিশেষণ) রোষযুক্ত; তেজস্বী; জেদি (রোখালোক)। {(তৎসম বা সংস্কৃত) রোষ>রোখ্+ (বাংলা) আ}
- Bengali Word রোখা ২, রুখা English definition [রোখা, রুখা] (ক্রিয়া) ১ ক্রুদ্ধ হওয়া; আক্রমন বা হামলা করতে প্রস্তুত হওয়া (আছে সে লাঙ্গল আজও রুকবো তাতেই রাজার সেপাই-কাজী নজরুল ইসলাম)।২ গতি রুদ্ধ বা বিরত করা; থামানো (ঝড়কে রুখছে কখন কে কবে?-রশীদ খাঁন)। ৩ আটকানো (ডাকাতের দলকে রোখা)।□ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) রোষ>}
- Bengali Word রোখাল English definition [রোখাল্] (বিশেষণ) ১ জেদি; একরোখা।২ বাড়ন্ত; তাড়াতাড়ি বেড়ে ওঠে এমন (রোখাল চারা)। {(তৎসম বা সংস্কৃত) রোষ> রোখ+আল}
- Bengali Word রোগ English definition [রোগ্] (বিশেষ্য) ১ পীড়া; ব্যাধি; অসুখ; ব্যারাম (রোগে ভুগছে)। ২ কুঅভ্যাস (এটা তার রোগ)।৩ রোগের মতো যা ক্ষতিকর বা বিরক্তিকর (তোর আসল রোগ আলসেমি)। রোগাক্লিষ্ট (বিশেষণ) রোগে কষ্ট পায় এমন; রুগ্ণ; রোগার্ত। রোগগ্রস্ত (বিশেষণ) রোগাক্রান্ত। রোগজীবানু ⇒ জীবাণু। রোগক্লিষ্ট, রোগজীর্ণ (বিশেষণ) রোগের দ্বারা জীর্ণ। রোগপ্রতিষেধক (বিশেষ্য) রোগনিবারক; পূর্ব থেকে যা ব্যবহার করলে রোগ না হওয়ার সম্ভাবনা। রোগভোগ (বিশেষ্য) অসুখ-বিসুখে কষ্ট পাওয়া। রোগমুক্ত (বিশেষণ) আরোগ্যলাভ করেছে এমন; সুস্থ। রোগমুক্তি (বিশেষ্য) ভালো হওয়া; রোগের হাত থেকে মুক্তি পাওয়া। রোগযন্ত্রণা (বিশেষ্য) অসুখ বা রোগাক্রান্ত হয়ে কষ্ট পাওয়া। রোগশয্যা (বিশেষ্য) রোগীর বিছানা। রোগশান্তি (বিশেষ্য) আরোগ্য লাভ; সুস্থ হওয়া। রোগশোক (বিশেষ্য) দৈহিক ও মানসিক যন্ত্রণা; রোগ ও প্রিয়জনের মৃত্যুহেতু কষ্ট। রোগ হওয়া, রোগে ধরা, রোগে পড়া (ক্রিয়া) অসুস্থ বা পীড়িত হওয়া। রোগা (বিশেষণ) ১ রোগগ্রস্ত (রোগলোক)। ২ কৃশ; জীর্ণ (রোগা চেহারা)। ৩ দুর্বল। রোগাটে (বিশেষণ) দুর্বল; কৃশ; প্রায় রোগগ্রস্ত (রোগাটে ছেলেটা)। {√রুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word রোগা- দুবলা English definition [রোগা দুব্লা] (বিশেষণ) শীর্ণ ও দুর্বল (যদি সে অতিথি পাঠানোর তুলনায় রোগাদুবলা সাড়ে পাঁচফুটী হয়-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) রোগ+ (বাংলা) আ+ (তৎসম বা সংস্কৃত) দুর্বল+ (বাংলা) আ>}
- Bengali Word রোগা- পটকা English definition [রোগাপট্কা] (বিশেষণ) শীর্ণ ও দুর্বল (আমি ছিলুম একে রোগাপটকা-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) রো+আ+(হিন্দি) পটাকা}
- Bengali Word রোগী (-গিন্), রুগি English definition [রোগি, রুগি] (বিশেষণ) ১ ব্যাধিগ্রস্ত; পীড়িত; রুগ্ণ। ২ পীড়িত বা অসুস্থ ব্যক্তি। রোগিণী (বিশেষ্য), (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) রোগ+ইন্(ইনি),>}