র পৃষ্ঠা ৪১
- Bengali Word রোটিকা English definition [রোটিকা] (বিশেষ্য) রুটি। {(তৎসম বা সংস্কৃত) রোটিকা; (তুলনীয়) (পর্তুগিজ) roti}
- Bengali Word রোড English definition [রোড্] (বিশেষ্য) রাস্তা; রাজপথ। {(ইংরেজি) road}
- Bengali Word রোথো, রোতো English definition [রোথো, রোতো] (বিশেষণ) রদ্দি; ওঁচা; বাজে বা খারাপ জিনিস। {(আরবি) রদ্দী> (বাংলা) রথুয়া>রোথো}
- Bengali Word রোদ, রোদ্দুর English definition [রোদ্, রোদ্দুর্] (বিশেষ্য) সূর্যকিরণ (ছাদের উপর বিকাল বেলাকার রোদদুর পড়ে আসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। রোদ ওঠা (ক্রিয়া) বেলা হওয়া; সূর্যালোক প্রকাশ পাওয়া। রোদ পোহানো (ক্রিয়া) রোদ উপভোগ করা। রোদে দেওয়া (ক্রিয়া) শুকানোর জন্য রোদে মেলে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) রৌদ্র>(প্রাকৃত)রোদ্দ>}
- Bengali Word রোদন English definition [রোদোন্] (বিশেষ্য) ক্রন্দন; কান্না (রোদন ভরা এ বসন্ত, সখী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্+অন(ল্যুট্)}
- Bengali Word রোদসী English definition [রোদশি] (বিশেষ্য) পৃথিবী ও স্বর্গ; ক্রন্দসী। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্+অস্(অসুন্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word রোদি English definition ⇒ রদি
- Bengali Word রোদ্ধা (-দ্ধৃ) English definition [রোদ্ধা] (বিশেষণ) রোধকারী; বাধাদানকারী। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+তৃ(তৃচ্)}
- Bengali Word রোধ English definition [রোধ্] (বিশেষ্য) বাধা; অবরোধ; প্রতিরোধ; বাধা সৃষ্টি (কত কষ্টে করেছিনু অশ্রু বারি রোধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+অ(ঘঞ্)}
- Bengali Word রোধঃ English definition [রোধোহ্] (বিশেষ্য) কূল; তট; তীর (যাদঃপতি রোধঃ যথা চলোর্মি আঘাতে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+অস্(অসুন্)}
- Bengali Word রোধক English definition [রোধক্] (বিশেষণ) প্রতিরোধ করে এমন; বাধা দানকারী; রোধকারী। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word রোধন English definition [রোধোন্] (বিশেষ্য) বাধাসৃষ্টি; রুদ্ধ বা রোধ করা। □ (বিশেষণ) রোধকারী। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+অন(ল্যুট্)}
- Bengali Word রোধা, রুধা English definition [রোধা, রুধা] (ক্রিয়া) বাধা দেওয়া; গতি রুদ্ধ করা; প্রতিহত করা; আটকানো (কার সাধ্য রোধে তার গতি-মধু)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+অ(ঘঞ্)+ (বাংলা) আ}
- Bengali Word রোধী (-ধিন্) English definition [রোধি] (বিশেষণ) গতি প্রতিহতকারী; রোধকারী; বাধাদানকারী। রোধিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+ইন্(ণিনি)}
- Bengali Word রোনাজারি English definition [রোনাজারি] (বিশেষ্য) ক্রন্দন (হিমাচল হোতে কন্যা-কুমারী রনিয়া উঠেছে মন রোনাজারি-শাহাদাত হোসেন)। {(হিন্দি) রোনা+ (ফারসি) জারি}
- Bengali Word রোপ English definition ⇒ রোপন
- Bengali Word রোপণ, রোপ English definition [রোপোন্, রোপ্] (বিশেষ্য) ১ বৃক্ষাদির চারা মাটিতে পোতা বা স্থাপন। ২ আরোপ; স্থাপন। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+ই(ণিচ্)+অন(ল্যুট্), অ(অচ্)}
- Bengali Word রোপা English definition [রোপা] (ক্রিয়া) রোপন করা; বোনা; রোয়া (চারগাছ রোপা)। □ (বিশেষণ) চারা রোপন করে আবাদ করা হয় এমন (রোপা ধান)। {(তৎসম বা সংস্কৃত) √রোপি+ (বাংলা) আ}
- Bengali Word রোপিত English definition [রোপিতো] (বিশেষণ) ১ রোপন করা হয়েছে এমন। ২ প্রোথিত। ৩ আরোপিত। {(তৎসম বা সংস্কৃত) √রোপি+ত(ক্ত)}
- Bengali Word রোপয়িতা English definition [রোপোয়িতা] (বিশেষ্য) রোপণকারী। {(তৎসম বা সংস্কৃত) √রুহ্+ ই(ণিচ্)+তৃ(তৃচ্)}