র পৃষ্ঠা ৪২
- Bengali Word রোবাইয়াৎ English definition ⇒ রুবাইয়ায়াৎ
- Bengali Word রোম, রোমকূপ, রোমজ, রোমরাজি, রোমশ English definition ⇒ লোম
- Bengali Word রোমক, রোম্যান English definition [রোমক্, রোম্যান্] (বিশেষণ) ১ রোমসম্পর্কিত। ২ রোমের অধিবাসী; রোমনগরবাসী; রোম্যান। {(ইংরেজি) <,Roman}
- Bengali Word রোমন্থ, রোমন্থন English definition [রোমন্থো, রোমন্থন্] (বিশেষ্য) ১ চর্বিতর্বণ; জাবর কাটা; ভুক্ত বস্তু উদ্গিরণ করে পুণরায় চর্বণ। ২ পুনঃপুন স্মরণ বা চর্চা (বিগত স্মৃতি রোমন্থন করে লাভ কি)। {(তৎসম বা সংস্কৃত) রোগ+√মন্থ+অ(অণ্), অন(ল্যুট্)}
- Bengali Word রোমন্থক, রোমন্থিক English definition [রোমন্থক্, রোমোন্থিক্] (বিশেষ্য) রোমন্থনকারী পশু অর্থাৎ গবাদি পশু। {(তৎসম বা সংস্কৃত) রোগ+√মন্থ্+ক, ইক}
- Bengali Word রোমন্থন English definition ⇒ রোমন্থ
- Bengali Word রোমহর্ষ, রোমহর্ষণ English definition ⇒ লোমহর্ষ
- Bengali Word রোমাঞ্চ, লোমাঞ্চ (বিরল) English definition [রোমান্চো, লোমান্চো] (বিশেষ্য) অনুভূতির আধিক্যে গাত্রলোম খাড়া হওয়া; শিহরণ লোমহর্ষ। {(তৎসম বা সংস্কৃত) রোম/লোম+অঞ্চ(উদ্গম)}
- Bengali Word রোমাঞ্চকর English definition [রোমন্চোকর্] (বিশেষণ) রোমাঞ্চ সৃষ্টি করে এমন; লোমহর্ষক; শিহরণ জাগায় এমন। {(তৎসম বা সংস্কৃত) রোমাঞ্চ+কর}
- Bengali Word রোমাঞ্চিত English definition [রোমান্চিতো] (বিশেষণ) ১ রোমাঞ্চযুক্ত; রোমহর্ষক (সহসা এক দৈব বাণী শুনিয়া বাদশার দেহ রোমাঞ্চিত হইল-শেখ ফজলল করিম)। ২ পুলকিত; পুলকযুক্ত। রোমাঞ্চিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রোমাঞ্চ+ইত(ইতচ্)}
- Bengali Word রোমান্টিক English definition [রোমান্টিক্] (বিশেষণ) হৃদয়বৃত্তি বা প্রেমমূলক; আবেগপ্রধান। {(ইংরেজি) romantic}
- Bengali Word রোমাবলি, রোমাবলী English definition ⇒ লোম
- Bengali Word রোমীয় English definition [রোমিয়ো] (বিশেষণ) ১ রোমদেশীয়। □ (বিশেষণ) (বিশেষ্য) রোমের অধিবাসী। {রোম+ঈয়(ছ)}
- Bengali Word রোমোদ্গম, রোমোদ্ভেদ English definition ⇒ লোম
- Bengali Word রোম্যান English definition ⇒ রোমক
- Bengali Word রোম্যান ক্যাথলিক English definition [রোম্যান ক্যাথোলিক] (বিশেষণ) খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ। {(ইংরেজি) Roman Catholic}
- Bengali Word রোযা English definition ⇒ রোজা
- Bengali Word রোরুদ্যমান English definition [রোরুদ্দোমান্] (বিশেষণ) উচ্চ্স্বরে কাঁদছে এমন; ক্রন্দনশীল (রোরুদ্যমান শিশু-রবীন্দ্রনাথ ঠাকুর)। রোরুদ্যমানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্+ষঙ্(=রোরুদ্য)+মান(শানচ)}
- Bengali Word রোল ১ English definition [রোল্] (বিশেষ্য) অব্যক্ত শব্দ; রব; উচ্চ শব্দ; চিৎকার (কলরোল)। {(তৎসম বা সংস্কৃত) রব>}
- Bengali Word রোল ২ English definition [রোল্] (বিশেষ্য) নামের ক্রমিক তালিকা (রোল নং)। {(ইংরেজি) roll}