শ পৃষ্ঠা ২৬
- Bengali Word শুদ্ধি English definition [শুদ্ধি] (বিশেষ্য) ১ শোধন। ২ শুদ্ধতা; নির্মলতা; ভুল দূরীকরণ। ৩ সংস্কার দ্বারা ধর্মচ্যুত বা অস্পৃশ্য ব্যক্তিদের উদ্ধারসাধন (বুদ্ধিহারা হইয়াছিল শুদ্ধিনাহি পাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। শুদ্ধিপত্র (বিশেষ্য) গ্রন্থাদির ভ্রমসংশোধন তালিকা। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্+তি(ক্তি)}
- Bengali Word শুদ্ধোদন English definition [শুদ্ধোদন্] (বিশেষ্য) বুদ্ধদেবের পিতা। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধ+ওদন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word শুদ্ধোদনি English definition [শুদ্ধোদোনি] (বিশেষ্য) শুদ্ধোদনের পুত্র বুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধোদন+ই(ইঞ্)}
- Bengali Word শুধরানো, শোধরানো English definition [শুধ্রানো, শোধ্রানো] (ক্রিয়া) সংশোধন করা বা সংশোধিত হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্+ (বাংলা) রা=শুধরা+আনো}
- Bengali Word শুধা ১ English definition ⇒ শোধা
- Bengali Word শুধা ২, শুধানো English definition [শুধা, শুধানো] (ক্রিয়া) ১ (ঋণাদি) পরিশোধ করা (শুধাতে নেই মানা)। ২ খোঁজখবর নেওয়া। শুধানো (ক্রিয়া) পরিশোধ করানো। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্+ (বাংলা) আ, আনো}
- Bengali Word শুধা ৩, সুধানো English definition [শুধা, শুধানো] (ক্রিয়া) জিজ্ঞাসা করা; খোঁজ-খবর নেওয়া। শুধানো (ক্রিয়া) জিজ্ঞাসা করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্+ (বাংলা) আ, আনো}
- Bengali Word শুধি (মধ্যযুগীয় বাংলা) English definition [শুধি] (বিশেষ্য) শুদ্ধি; পবিত্রতা। □ (বিশেষণ) শুদ্ধ; পবিত্র। {(তৎসম বা সংস্কৃত) √শুন্+তি(ক্তি)=শুদ্ধি>}
- Bengali Word শুধু English definition [শুধু] (বিশেষণ) খালি; শূন্য (শুধু চোখের দেখা)। ২ না খাওয়া (শুধু মুখে যাওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) কেবল; মাত্র (শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুধু শুধু, শুধাশুধি (ক্রিয়াবিশেষণ) অকারণে; বৃথা। {(তৎসম বা সংস্কৃত) শুদ্ধ>}
- Bengali Word শুন, শুনক, শুনি English definition [শুন্, শুনক্, শুনি] (বিশেষ্য) কুকুর। শুনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শুন্+অ(ক), ক(কন্), ই}
- Bengali Word শুনা, শুনানো English definition ⇒ শোনা
- Bengali Word শুনানি English definition [শুনানি] (বিশেষ্য) বিচারক কর্তৃক বাদী ও প্রতিবাদীর বক্তব্য শ্রবণ। {√শুন্+আনি}
- Bengali Word শুনি, শুনী English definition ⇒ শুন
- Bengali Word শুনে থ হওয়া English definition [শুনে থ হওয়া] কিছু শুনে অবাক হওয়া। {শুন্+আ+থ+হওয়া}
- Bengali Word শুনো, শুন English definition [শুনো] (বিশেষণ) শুকনো; শুষ্ক (নিম্নে আমার শুনো বালুচরে তোমার চরণ-রেখা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শূন্য/শুষ্ক>}
- Bengali Word শুবা, সুবা English definition [শুবা] (বিশেষ্য) প্রদেশ (সুবা বাংলার নবাব)। {(আরবি) সূবাহ}
- Bengali Word শুভ English definition [শুভো] (বিশেষ্য) ১ মঙ্গল; কল্যাণ। ২ সৌভাগ্য। □ (বিশেষণ) ১ মঙ্গলজনক; কল্যাণদায়ক। শুভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভকর্মা (বিশেষণ) ভাগ্যবান। শুভক্ষণ (বিশেষ্য) ১ কল্যাণ বা মঙ্গলজনক কাল। ২ সময়; সুযোগ; উত্তম সময়; সুবিধা। ৩ অনুকূল মুহূর্ত। শুভগ্রহ (বিশেষ্য) ১ (জ্যোতিষ শাস্ত্র) শুভদায়ক বা সুসময়সূচক গ্রহ। ২ যে গ্রহ জাতকের জন্য মঙ্গলজনক। শুভঙ্কর (বিশেষণ) মঙ্গলজনক; কল্যাণকর (হে বরদ শুভঙ্কর হে সুন্দর শিব-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) “শুভঙ্কর” নামক গণিত শাস্ত্রের রচয়িতা। শুভঙ্করী, শুভংকরী (বিশেষণ) স্ত্রী ১ মঙ্গলকারিণী; কল্যাণদায়িনী। □ (বিশেষ্য) হিন্দুমতে দুর্গাদেবী (পূজি তারে শুভঙ্করী যিনি শঙ্করী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ শুভঙ্কর-রচিত গণিতবিষয়ক গ্রন্থ। শুভদ (বিশেষণ) কল্যাণকারী; মঙ্গলকারী (তুমি একদিন শুভদ শারদ প্রাতে মালতী শেফালি তুলে দিলে মোর হাতে-মোহিতলাল মজুমদার)। শুভদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভদৃষ্টি (বিশেষ্য) ১ কল্যাণকর দৃষ্টি। ২ সুনজর; বিবাহকালে বর-কন্যার পরস্পরকে মুখদর্শন (এইভাবেই আমাদের শুভদৃষ্টি হল-রশিদ করিম)। শুভাকাঙ্ক্ষা, শুভানুধ্যান (বিশেষ্য) কল্যাণ কামনা; হিতকামনা। শুভাকাঙ্ক্ষী(-ক্ষিন্), শুভানুধ্যায়ী (-য়িন), শুভার্থী(-র্থিন্) (বিশেষণ) কল্যাণকামী; হিতকামী। শুভাকাঙ্ক্ষিণী, শুভানুধ্যায়িনী, শুভার্থিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভাগমন (বিশেষ্য) ১ মঙ্গলজনক আগমন; যে আগমনে মঙ্গল হয়। ২ (ব্যঙ্গার্থ) অবাঞ্ছিত ব্যক্তির আগমন বা উপস্থিতি (পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বাহাদুরের মুভাগমন হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুভার্থী (-র্থিন্) (বিশেষণ) কল্যাণকামী; হিতকামী। শুভানন (বিশেষণ) সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। শুভাননা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভানুষ্ঠান (বিশেষ্য) মাঙ্গলিক কর্ম। শুভাশীর্বাদ, শুভাশিস (বিশেষ্য) মঙ্গলকামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ (বিশেষ্য) মঙ্গল ও অমঙ্গল; হিতাহিত; ভালো ও মন্দ। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্+অ(ক)}
- Bengali Word শুভ্র English definition [শুব্ভ্রো] (বিশেষণ) ১ সাদা; শ্বেত; শুক্ল; ধবল; নির্মল। সমুজ্জল এ তাজমহল-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুভ্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শুভ্রতা, শুভ্রত্ব বি। শুভকেশ (বিশেষণ) পাকাচুলওয়ালা; পক্বকেশবিশিষ্ট। □ (বিশেষ্য) ১ সাদা রংযুক্ত হওয়ার অবস্থা; শ্বেতত্ব। ২ পবিত্রতা। শুভ্রমৌলি (বিশেষণ) সাদামুকুটযুক্ত (পাষাণ শুভ্র হিমালয় চূড়ে শুভ্রমৌলি তুষারময়-কাজী নজরুল ইসলাম)। শুভ্রাংশু (বিশেষ্য) ১ যার কিরণ শুভ্র। ২ চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্+র(রক্)}
- Bengali Word শুমার, শুমারি, সুমার English definition [শুমার্, শুমারি, সুমার্] (বিশেষ্য) ১ গণনা; ইয়ত্তা; সংখ্যা (আদমশুমারি)। ২ সমষ্টিবদ্ধ; মোট (সাজিয়া সুমার হৈল নবলক্ষ সেনা-ঘনরাম চক্রবর্তী)। শুমারনবিশ, শুমারনবীশ (বিশেষণ) গণনকারী; হিসাবরক্ষক (সুমারনবিশ পাইক বরকন্দাজ যে পারে সেই মোচড় দিয়ে দু পয়সা আদায় করে নেয়-প্রথম চৌধুরী)। {(ফারসি) শুমার}
- Bengali Word শুম্ভনিশুম্ভ English definition [শুম্ভোনিশুম্ভো] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণোক্ত শুম্ভ ও নিশুম্ভ নামের দুই দৈত্য। ২ দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে নিহত অসুর ভ্রাতৃদ্বয়। {(তৎসম বা সংস্কৃত) শুম্ভ+নিশুম্ভ}