শ পৃষ্ঠা ৩৭
- Bengali Word শ্লীপদ English definition [শ্লিপদো] (বিশেষ্য) গোদ; পায়ের শোথ নামক রোগ; elephantisis (বিপদে শ্রীপদ ভরসা তাহাও শ্লীপদ গিয়াছে ফুলিয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্রী+পদ}
- Bengali Word শ্লীল English definition [শ্লিল্] (বিশেষণ) ১ ভদ্র; শিষ্ট। ২ রুচিসম্মত; সুরুচিসম্পন্ন। অশ্লীল (বিপরীতার্থক শব্দ)। শ্লীলতা (বিশেষ্য) সম্ভ্রম। শ্লীলতাহানি (বিশেষ্য) নারীর সম্ভ্রমহানি। {(তৎসম বা সংস্কৃত) শ্রী+ল}
- Bengali Word শ্লেষ English definition [শ্লেশ্] (বিশেষ্য) ১ যোগ; সংযোগ; সংস্রব; জড়ানো। ২ আলিঙ্গন। ৩ একটি শব্দালঙ্কার (এক শব্দের একাধিক অর্থ)। ৪ বক্রোক্তি; ব্যঙ্গোক্তি; প্রচ্ছন্ন বিদ্রূপ (তীব্র শ্লেষ বাক্যে জর্জরিত করা)। {(তৎসম বা সংস্কৃত) √শ্লিষ্+অ(ঘঞ)}
- Bengali Word শ্লেষ্মা(-ষ্মন্) English definition [শ্লেশ্শাঁ] (বিশেষ্য) ১ কফ; সর্দি। ৩২ শিকনি। শ্লৈষ্মিক (বিশেষণ) ১ শ্লেষ্মাসংক্রান্ত। ২ শ্লেষ্মাবাহী। শ্লৈষ্মিক ঝিল্লি (বিশেষ্য) শ্লেষ্মা উৎপন্নকারী ও নিঃসারণকারী সূক্ষ্ম জালের মতো পর্দা। {(তৎসম বা সংস্কৃত) √শ্লিষ্+মন্(মনিন্)}
- Bengali Word শ্লোক English definition [শ্লোক্] (বিশেষ্য) ১ পদ; কবিতা। ২ খ্যাতি (পুণ্যশ্লোক)। শ্লোকাত্মক (বিশেষণ) ১ শ্লোকময়। ২ শ্লোকে বা কবিতায় রচিত।
- Bengali Word শ্লোগান, স্লোগান English definition [স্লোগান্] (বিশেষ্য) মিছিলের ধ্বনি; দাবি আদায়ের জন্য একসঙ্গে বহু মানুষের ধ্বনি; জিগির। {(ইংরেজি) slogan}
- Bengali Word শড়কা English definition [শড়্কা] (বিশেষ্য) ঝুড়ির আকৃতি মাছধরা যন্ত্র। {(আরবি) শৱকত}
- Bengali Word শড়কি English definition [শোড়্কি] (বিশেষ্য) বল্লম; বর্শা {(তৎসম বা সংস্কৃত) শল্যক>}
- Bengali Word শড়া English definition [শড়া] (ক্রিয়া) পচে যাওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। শড়ানো (ক্রিয়া) পচানো; পচিয়ে ফেলা। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শদ্> (প্রাকৃত)সড়+ (বাংলা) আ}
- Bengali Word শয়খ, শইখ, শেখ English definition [শয়োখ্, শইখ, শেখ্] (বিশেষ্য) ১ বংশীয় উপাধি। ২ মুর্শিদ; পির। ৩ প্রধান সরদার। ৪ সম্মানিত বৃদ্ধ। {(আরবি) শয়্খ্}
- Bengali Word শয়তান English definition [শয়্তান্] (বিশেষ্য) ১ ইহুদি, খ্রিস্ট্রীয় ও ইসলামি শাস্ত্রোক্ত আল্লাহদ্রোহী দেবদূত বা ফেরেশতা (মানুষের বেশে পাক্কা শয়তান-আসকার ইবনে শাইখ)। ২ পাপাত্মা; অতিশয় দুর্বৃত্ত বা দুরাত্মা ব্যক্তি (শয়তান তারা সুখী নয় তারা লোভী তার শয়তান-কাজী নজরুল ইসলাম)। শয়তানপনা (বিশেষ্য) শয়তানের কাজ (নরে নিতি নব শয়তানপনা শিখা-সত্যেন্দ্রনাথ দত্ত)। শয়তানি, শয়তানী (বিশেষ্য) দুর্বৃত্ততা; বদমায়েশি (কতো শয়তানি জানো তুমি)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ অত্যন্ত দুষ্ট স্বভাবা স্ত্রীলোক (বউ তো নয় পাকা শয়তানি)। □ (বিশেষণ) শয়তানবিষয়ক; শয়তানের যোগ্য বা উপযুক্ত। {(আরবি) শয়তান}
- Bengali Word শয়ন English definition [শয়োন্] (বিশেষ্য) ১ শোয়া (শয্যায় শয়ন করা)। ২ নিদ্রা; ঘুম (শয়নে স্বপনে নিশি জাগরণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শয্যা; বিছানা (বৃক্ষ হতে লয়ে টানি পতির শয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। শয়নকক্ষ, শয়নাগার, শয়নগৃহ (বিশেষ্য) ঘুমানোর জন্য নির্দিষ্ট ঘর। শয়নীয় (বিশেষ্য) ১ শয়নযোগ্য; শয়নের উপযোগী; শয়ন করা যায় এমন। ২ পালঙ্ক; বিছানা (কন্টকিতশয়ন-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শী+অন(ল্যুট্)}
- Bengali Word শয়ান, শায়িত English definition [শয়ান্, শায়িতো] (বিশেষণ) শুয়ে আছে এমন; নিদ্রিত (বহুদিন ধরিয়া জড় শয়নে শয়ান রহিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। শয়ানা, শায়িতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শী+আন(শানচ্), শী+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word শয়ালু English definition [শয়ালু] (বিশেষণ) নিদ্রালু; শয়ন করতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √শী+আলু(আলুচ্)}
- Bengali Word শ’, শ ২ English definition [শো] (বিশেষ্য) ‘শত’ শব্দের কথ্য রূপ (একশ বছর আগে এই ভাষার কি অবস্থা ছিল-সনীতিকুমার চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) শত>}