শ পৃষ্ঠা ২৭
- Bengali Word শুরু English definition [শুরু] (বিশেষ্য) ১ আরম্ভ; সূচনা; সূত্রাপাত (যাত্রা হলো শুরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মূল; গোড়া। {(আরবি) শুরু}
- Bengali Word শুরুয়া English definition [শুরুয়া] (বিশেষ্য) ১ ঝোল; রসা। ২ মাংস ইত্যাদির ক্বাথ। {(ফারসি) শোরবা}
- Bengali Word শুলকানো English definition [শুল্কানো] (ক্রিয়া) জ্বালানো; প্রজ্বলিত করা (আগুন শুলকে দেওয়া)। {(হিন্দি) সুলকানা>}
- Bengali Word শুলফা, শুলফো English definition [শুল্ফা, শুল্ফো] (বিশেষ্য) মৌরিজাতীয় একপ্রকার সুগন্ধি শাক; এর ফল। {(তৎসম বা সংস্কৃত) শতপুষ্প>}
- Bengali Word শুলুক-সন্ধান English definition [শুলুক্শন্ধান্] (বিশেষ্য) ১ কায়দা-কৌশল। ২ খোঁজ-খবর; অন্ধি-সন্ধি (না হলে শিল্পের আগাগোড়া তার পাবার শুলুক-সন্ধান সমস্তই চোখে পড়তো আমাদের-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) সুলূক+ (তৎসম বা সংস্কৃত) সন্ধান}
- Bengali Word শুল্ক English definition [শুল্কো] (বিশেষ্য) ১ বিভিন্ন আমদানি-রপ্তানি পণ্যের উপর স্থাপিত কর বা মাশুল; duty। ২ কর; tax। ৩ বিবাহের পণ; যৌতুক। ৪ মূল্য। শুল্কোদ্ধরণিক (বিশেষ্য) শুল্ক আদায়কারী কর্মচারী (কিন্তু ভদ্র, শুল্কদ্ধরণিকের ন্যায় প্রাপ্য অর্পণ করিয়াছে সত্য-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √শুল্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word শুশুক English definition [শুশুক্] (বিশেষ্য) মৎসাকার স্তন্যপায়ী জলজন্তুবিশেষ; শিশুক; শিশুমার (শুশুকগুলো এক একবার ভেসে ভেসে উঠতেছে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) শিশুক>}
- Bengali Word শুশুনি, শুশনি, শুষনি English definition [শুশুনি, শুশ্নি, শুষনি] (বিশেষ্য) পানির ধারে জাত শাকবিশেষ, যা রেঁধে খাওয়া যায় (শুশুনি শাক খাওয়ার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সুনিষণ্নক>}
- Bengali Word শুশ্রূষা English definition [শুস্স্রুশা] (বিশেষ্য) ১ পরিচর্যা বা সেবা। ২ (সংস্কৃতে) শোনার ইচ্ছা। শুশ্রূষাকারিণী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সেবিকা; নার্স। শুশ্রূষাকারী(-রিন্) (বিশেষ্য), (বিশেষণ) (পুংলিঙ্গ)। শুশ্রূষু (বিশেষণ) ১ সেবা করতে ইচ্ছুক। ২ পরিচালক। ৩ (সংস্কৃতে) শুনতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √শ্রূ+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word শুষা, শুষানো English definition ⇒ শোষা
- Bengali Word শুষির, সুষির English definition [শুশির্] (বিশেষ্য) ১ অগ্নি। ২ ছিদ্র; রন্ধ্র। ৩ ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্র। ৪ ছিদ্রযুক্ত। ৫ ঝাঁজরা। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্/√সুষ্+ইর(কিরচ্)}
- Bengali Word শুষ্ক English definition [শুশ্কো] (বিশেষণ) ১ শুকনা; শোষিত হয়েছে এমন। ২ নীরস; রসশূন্য। ৩ আকর্ষণহীন। ৪ বিরস; মলিন; বিষণ্ন; কর্কশ; খরখরে (শুষ্ক স্বর)। শুষ্কতা বি। শুষ্কজলা (বিশেষ্য) যে পুকুর বা দিঘির পানি শুকিয়ে গেছে (শুষ্ক জলা দিঘির পাড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্+ত(ক্ত)}
- Bengali Word শুয়া English definition ⇒ শোয়া
- Bengali Word শুয়ার, শুয়োর English definition [শুয়ার্, শুয়োর] (বিশেষ্য) ১ শূকর; বরাহ। ২ গালিবিশেষ। শুয়ারের বাচ্চা (বিশেষ্য) গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শূকর>}
- Bengali Word শূক English definition [শুক্] (বিশেষ্য) ১ শস্যাদির সূক্ষ্ম তীক্ষ্ণ আগা; শুঁয়া। ২ অপরিণত অবস্থায় প্রজাপতি। শূককীট (বিশেষ্য) শুঁয়াপোকা। শূকধান্য (বিশেষ্য) গম প্রভৃতি যে সব শস্য শুঁয়াবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √শো>}
- Bengali Word শূকর English definition [শুকর্] (বিশেষ্য) শুয়ার; বরাহ। শূকরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শূক+√রা+অ(ক)}
- Bengali Word শূদ্র English definition [শুদ্দ্রো] (বিশেষ্য) ১ হিন্দু সম্প্রদায়বিশেষ; হিন্দু চতুর্বর্ণের চতুর্থটি। শূদ্রা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রজাতীয় রমণী। শূদ্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রের পত্নী। শূদ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শূদ্রজাতীয় রমণী বা শূদ্রের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্+র(রক্)}
- Bengali Word শূনো (মধ্যযুগীয় বাংলা) শূন (মধ্যযুগীয় বাংলা) English definition [শুনো] (বিশেষণ) খালি; শূন্য (মাসের পঞ্চমী কি মোর গুণ কামপুরে মোর হইল শূন-কাজী দৌলত, জনহীন শূনো মাঠ-মহীউদ্দিন)। {(তৎসম বা সংস্কৃত) শূন্য>}
- Bengali Word শূন্য English definition [শুন্নো] (বিশেষ্য) ১ ‘০’ এই চিহ্ন; zero; রিক্ততাসূচক চিহ্ন। ২ আকাশ। ৩ অস্তিত্বশূন্য; অনস্তিত্ব; অবিদ্যমানতা। ৪ অভাব; অনটন। □ (বিশেষণ) ১ রিক্ত; বিহীন; রহিত (জনশূন্য)। ২ খালি; ফাঁকা; যাতে কিছু নাই (শূন্য কলসি)। শূন্যকুম্ভ (বিশেষ্য) ১ খালি বা জলহীন কলসি। ২ (আলঙ্কারিক) বস্তুহীন; অসার। শূন্যগর্ভ (বিশেষণ) অভ্যন্তরে কিছু নেই এমন; ফাঁপা। □ (বিশেষ্য) শূন্যতা। শূন্যতাপূরণ (বিশেষ্য) ফাঁকা জায়গা পূর্ণ করা। শূন্যদৃষ্টি (বিশেষ্য) উদাস চাউনি। শূন্যপথ (বিশেষ্য) আকাশরূপ পথ। শূন্যবাদ (বিশেষ্য) শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উৎপত্তি ও বিনাশ-এই মত; নাস্তিকতা; বৌদ্ধমত। শূন্যময় (বিশেষণ) ফাঁকা; খালি; লোকজন বা অন্য কিছু নেই এমন। {(তৎসম বা সংস্কৃত) শ্বন্+য(যৎ)}
- Bengali Word শূপকার English definition ⇒ সূপকার