শ পৃষ্ঠা ৩৫
- Bengali Word শ্যেন English definition [শেন্] (বিশেষ্য) ১ বাজপাখি; শিকারি পাখি। ২ হিন্দুদের যজ্ঞবিশেষ। □ (বিশেষণ) শ্বেতবর্ণ; পাণ্ডুবর্ণ। শ্যেনচক্ষু, শ্যেনদৃষ্টি (বিশেষ্য) ক্রুর দৃষ্টি; বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি। □ (বিশেষণ) বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) শ্যৈ+ইন্(ইনচ্)+অ(অচ্)}
- Bengali Word শ্রদ্ধা English definition [স্রোদ্ধা] (বিশেষ্য) ১ বিশেষ সম্মান; ভক্তি। ২ আস্থা; বিশ্বাস; নির্ভরতা। ৩ নিষ্ঠা; সশ্রদ্ধ ভক্তি। ৪ স্পৃহা; রুচি; আগ্রহ (খেতে শ্রদ্ধা না হওয়া)। শ্রদ্ধদ্বিত, শ্রদ্ধাবান, শ্রদ্ধালূ (বিশেষণ) শ্রদ্ধাযুক্ত; সশ্রদ্ধ; ভক্তিমান। শ্রদ্ধাভাজন, শ্রদ্ধাস্পদ (বিশেষণ) শ্রদ্ধার পাত্র। শ্রদ্ধ-ভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু (বিশেষণ) শ্রদ্ধেয় ব্যক্তিকে লিখিত পত্রের আরম্ভে পাঠ। শ্রদ্ধেয় (বিশেষণ) শ্রদ্ধার যোগ্য বা উপযুক্ত; সম্মানীয় (শ্রদ্ধেয় যে নয় কোন জানি আমরা শ্রদ্ধা করব না তায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। শ্রদ্ধেয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শ্রৎ+√ধা+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word শ্রদ্ধাধান English definition [স্রোদ্দাধান্] (বিশেষণ) শ্রদ্ধাযুক্ত; ভক্তিমান। {(তৎসম বা সংস্কৃত) শ্রৎ+√ধা+আন(শাচন্)}
- Bengali Word শ্রব, শ্রবঃ English definition [স্রোবো, স্রোবোহ্] (বিশেষ্য) কর্ণ; কান। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+অ(অপ্)}
- Bengali Word শ্রবণ English definition [স্রোবোন্] (বিশেষ্য) ১ শোনা। ২ কান (সিরেতে উত্তম জটা শ্রবণেতে কোড়ি-শেখ ফয়জুল্লাহ)। শ্রবণ গোচার (বিশেষণ) কানে আসা; কর্ণকুহরে প্রবেশ করা (সেই কথা শ্রবণ গোচর হইবামাত্র-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শ্রবণপথ (বিশেষণ) কর্ণ; কান। শ্রবণবহির্ভূত, শ্রবণাতীত (বিশেষণ) শোনা যায় না এমন। শ্রবণবিবর (বিশেষ্য) কর্ণগহ্বর; কানের ছিদ্র। শ্রবণমধুর (বিশেষণ) শুনতে মধুর; মাধুর্যময় ধ্বনিযুক্ত (তুমি কেন আবার শ্রবণমধুর কলকল তরতর রবে মন ভুলাইতেছ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। শ্রবণীয়, শ্রব্য, শ্রাব্য (বিশেষণ) শুনতে পারা যায় এমন; শ্রবণযোগ্য; শোনার উপযুক্ত। শ্রব্যকাব্য (বিশেষ্য) পড়া বা শোনার যোগ্য সাহিত্য গ্রন্থ; পাঠ্য বা শ্রোতব্য সাহিত্যপুস্তক। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+অন(ল্যুট্)}
- Bengali Word শ্রবণ ২ English definition [স্রোবোনা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (জ্যোতিষ শাস্ত্র) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word শ্রবণীয়, শ্রব্য English definition ⇒ শ্রবণ
- Bengali Word শ্রম English definition [স্রোমো] (বিশেষ্য) পরিশ্রম; মেহনত; দৈহিক খাটুনি (শ্রমজীবী)। শ্রমকাতর (বিশেষণ) পরিশ্রম বা মেহনত করতে কষ্ট বোধ করে এমন। ম্রমজল, শ্রমবারি (বিশেষ্য) ঘর্ম; ঘাম। শ্রমজীবী(-রিন্) (বিশেষ্য), (বিশেষণ) পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহকারী; শ্রমিক; মজুর; মেহনতি মানুষ। শ্রমবন্টন, শ্রমবিভাগ (বিশেষ্য) পরিশ্রমের কাজগুলোকে ভাগ করে বিভিন্ন ব্যক্তিকে করতে দেওয়া; বৃহদাকার উৎপাদনের সুবিধার জন্য একটি দ্রব্যের বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিক দ্বারা প্রস্তুতকরণ। শ্রমবিমুখ (বিশেষণ) মেহনত করতে অনিচ্ছুক। শ্রমলব্ধ (বিশেষণ) মেহনতের দ্বারা প্রাপ্ত বা অর্জিত। শ্রম-শীল (বিশেষণ) পরিশ্রমী; মেহনত করে এমন। শ্রমসাধ্য (বিশেষণ) পরিশ্রম দাবি করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word শ্রমণ English definition [স্রোমোন্] (বিশেষ্য) জৈন বৌদ্ধ ধর্মাবলম্বী মুণ্ডিতমস্তক গেরুয়া বস্ত্র পরিহিত সন্ন্যাসী; বৌদ্ধ সন্ন্যাসী; ভিক্ষু। শ্রমণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শ্রম্+অন(ল্যুট্)}
- Bengali Word শ্রমিক English definition [স্রোমিক্] (বিশেষ্য) মজুর; যে শরীর খাটিয়ে খায়; শ্রমজীবী; মেহনতি মানুষ। শ্রমিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শ্রম+ইক}
- Bengali Word শ্রমী(-মিন্) English definition [স্রোমি] (বিশেষণ) পরিশ্রম করে জীবিকার্জন করে এমন; পরিশ্রমী; মেহনতি; শ্রমশীল। শ্রমিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শ্রম+ইন(ঘিনুণ্)}
- Bengali Word শ্রমোপজীবী (-বিন্) English definition [স্রোমোপোজিবি] (বিশেষণ) পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহকারী; শ্রমী; মেহনতি। {(তৎসম বা সংস্কৃত) শ্রম+উপ+জীবী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word শ্রাদ্ধ English definition [স্রাদ্ধো] (বিশেষ্য) ১ হিন্দুধর্ম মতে মৃতের আত্মার কল্যাণ-কামনায় পিণ্ডদানাদি অনুষ্ঠান। ২ মৃতের উদ্দেশে শ্রদ্ধাপূর্বক অন্নাদি দান। ৩ (ব্যঙ্গার্থ) অপব্যয়; অপচয়; অপরিমিত ব্যয় (টাকাপয়সার শ্রাদ্ধ)। ৪ নিদারুণ ক্ষতি বা ধ্বংস (সে তার শ্রাদ্ধ করে ছাড়ল)। ৫ অব্যবস্থাজনিত শৃঙ্খলাশূন্য; বিসদৃশ বা অবাঞ্ছিত ব্যাপার সৃষ্টি (শ্রাদ্ধ গড়ানো)। শ্রাদ্ধ খাওয়া (ক্রিয়া) মৃত ব্যক্তির শ্রাদ্ধ উপলক্ষে নিমন্ত্রিত হয়ে আহার করা। (তুলনীয়) (মুসলমানদের) ফয়তা খাওয়া; চল্লিশা বা চেহলাম খাওয়া। শ্রাদ্ধ গড়ানো (ক্রিয়া) বিসদৃশ বিশৃঙ্খল ও অবাঞ্ছিত ব্যাপার ঘটা। শ্রাদ্ধশান্তি (বিশেষ্য) মৃতের আত্মার উপকারার্থ হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধিক (বিশেষণ) শ্রাদ্ধ সম্পর্কিত। □ (বিশেষ্য) শ্রাদ্ধে দেয় বস্তু। শ্রাদ্ধীয় (বিশেষণ) শ্রাদ্ধসম্বন্ধীয়। ভূতের বাপের শ্রাদ্ধ (বিশেষ্য) বিশৃঙ্খলা ব্যাপার; বৃথা কার্যে অর্থ অপচয়। {(তৎসম বা সংস্কৃত) শ্রদ্ধা+অ(অণ)}
- Bengali Word শ্রান্ত English definition [স্রান্তো] (বিশেষ্য) শ্রমযুক্ত; কর্মক্লান্ত; অবসন্ন। □ (বিশেষণ) বিরত; নিবৃত্ত; শান্ত। শান্তি (বিশেষ্য) ১ পরিশ্রম করার ফলে শারীরিক ক্লান্তি ও অবসাদ। ২ পরিশ্রমজাত ক্লান্তি; অতিরিক্ত পরিশ্রমের ফলে কর্মে মন্থরতা বা কর্মনিবৃত্তি। ৩ বিশ্রাম; বিরাম। শ্রান্তিহীন (বিশেষণ) ১ পরিশ্রমে ক্লান্তিশূন্য। ২ বিরামহীন; অবিশ্রাম। {(তৎসম বা সংস্কৃত) √শ্রম্+ত(ক্ত)}
- Bengali Word শ্রাবক English definition [স্রাবোক্] (বিশেষ্য) ১ যে শোনে; শ্রোতা; শ্রবণকারী। ২ বুদ্ধশিষ্য; গৌতম বুদ্ধের অনুসারী (তোমার মতে....শ্রাবকরা সব অল্পবুদ্ধিসম্পন্ন কেমন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+অক(ণ্বুল্)}
- Bengali Word শ্রাবণ ১ English definition [স্রাবোণ্] (বিশেষ্য) বাংলা সনের চতুর্থ মাস; শ্রবণা নক্ষত্রে পূর্ণিমার চাঁদ ওঠে যে মাসে। □ (বিশেষণ) শ্রবণা নক্ষত্র সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) শ্রবণা+অ(অণ্)}
- Bengali Word শ্রাবণ ২ English definition [স্রাবোন্] (বিশেষণ) শ্রবণেন্দ্রিয়জনিত বা গ্রাহ্য; কর্ণেন্দ্রিয়সম্পর্কিত (শ্রাবণজ্ঞান)। {(তৎসম বা সংস্কৃত) শ্রবণ+অ(অণ্)}
- Bengali Word শ্রাবিত English definition [স্রাবিতো] (বিশেষণ) গুনানো হয়েছে এমন; শ্রবণ করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word শ্রিত English definition ⇒ শ্রয়
- Bengali Word শ্রী English definition [স্রি] (বিশেষ্য) ১ ঐশ্বর্য; সম্পদ; সৌন্দর্য; লাবণ্য; শোভা (দেহশ্রী, মুখশ্রী)। ২ চেহারা; আকৃতি; রূপ (শ্রী ফিরে যারে জাতির-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঢং; ভঙ্গি; রূপ (কথার শ্রী)। ৪ হিন্দুদেবী লক্ষ্ণী। ৫ হিন্দুদেবী সরস্বতী। ৬ বেশবিন্যাস (শ্রীছাঁদ)। ৭ শ্রদ্ধাসূচক শব্দবিশেষ (শ্রীরাম)। ৮ জীবিত হিন্দু পুরুষের নামের পূর্বে ব্যবহৃত শব্দবিশেষ। ৯ (সন্) রাগিণীবিশেষ। শ্রীকণ্ঠ (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। শ্রীকরণ (বিশেষ্য) লেখনী; কলম। শ্রীকান্ত, শ্যীনাথ, শ্রীপতি (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু। ২ সুন্দর কান্তিযুক্ত। শ্রীকৃষ্ণ (বিশেষ্য) মহাভারত-বর্ণিত অবতার পুরুষ। শ্রীক্ষেত্র (বিশেষ্য) পুরীধাম। শ্রীখণ্ড (বিশেষ্য) চন্দনকাঠ। শ্রীখণ্ডী (বিশেষ্য) ১ হিন্দুদের শুভকর্মে পরিহিত বস্ত্র। ২ হিন্দুদের বিয়ের পিঁড়ি। ৩ বৈষ্ণব সম্প্রদায়বিশেষ। শ্রীঘর (ব্যঙ্গার্থ) জেলখানা বা কারাগার। শ্রীঘরে যাওয়া (ক্রিয়া) জেলে যাওয়া। শ্রীচরণ, শ্রীচরণকমল (বিশেষ্য) পূজা বা শ্রদ্ধেয় ব্যক্তিদের চরণ। শ্রীচরণকমলেষু, শ্রীচরণেষু (বিশেষ্য) গুরুজনের নিকট লেখা পত্রের প্রারম্ভিক পাঠ (প্রধানত হিন্দু রীতির)। শ্রীপতি, শ্রীনিবাস (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। শ্রীপঞ্চমী (বিশেষ্য) হিন্দুদের সরস্বতী পূজার তিথি; মাঘ মাসের শুক্লাপঞ্চমী। শ্রীপদ, শ্রীপদপঙ্কজ, শ্রী-পদপল্লব, শ্রীপাদপদ্ম (বিশেষ্য) শ্রীচরণ। ⇒ শ্রীচরণ। শ্রীপর্ণ (বিশেষ্য) পদ্ম; কমল। শ্রীফল (বিশেষ্য) বেল। শ্রীবৎস (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু। ২ বিষ্ণুর বক্ষঃস্থলস্থ দক্ষিণাবর্ত লোমাবলি। ৩ পুরাণোক্ত একজন রাজা। শ্রীবৎসলাঞ্ছন (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। শ্রীবৃদ্ধি (বিশেষ্য) ১ উন্নতি। ২ সমৃদ্ধি। শ্রীভ্রষ্ট (বিশেষণ) ১ বিনষ্টসম্পদ; সৌন্দর্যহীন। ২ লক্ষ্মীছাড়া; হতভাগ্য। শ্রীমৎ (বিশেষ্য) ১ সম্পদশালী; মহিমময়। ২ হিন্দু সাধু সন্ন্যাসী ও পবিত্র গ্রন্থাদির নামের পূর্বে ব্যবহৃত; ভক্তি বা সম্মানসূচক শব্দ (শ্রীমৎ-ভগবৎ-গীতা=শ্রীমদ্ভগবদ্গীতা)। শ্রীমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রীমতী (বিশেষণ) ১ ভাগ্যবতী। ২ সুন্দরী; সৌন্দর্যময়ী যুবতী। ৩ রাধিকা। শ্রীমান (বিশেষণ) সুন্দর; কান্তিযুক্ত; ভাগ্যবান পুত্র বা পুত্রস্থানীয়কে এ রকম সম্বোধন (হিন্দু সমাজে আশীর্বাদের যোগ্য পাত্রের নামের পূর্বে ব্যবহৃত)। শ্রীমন্ত (বিশেষণ) ভাগ্যবান; ঐশ্বর্যবান। শ্রীমুখ (বিশেষ্য) সুন্দর বা সৌন্দর্যময় মুখ; পবিত্র মুখ। শ্রীযুক্ত, শ্রীযুত, শ্রীল (বিশেষণ) ১ মহাশয়; মহোদয়। ২ সম্পদশালী; ঐশ্বর্যবান; ভাগ্যবান। ৩ গণ্যমান্য বা শ্রদ্ধেয় ব্যক্তির নামের পূর্বে হিন্দুসমাজে ব্যবহৃত শব্দ। শ্রীযুক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রীসম্পাদক (বিশেষ্য) যা সৌন্দর্য সাধন করে; সৌন্দর্যসাধক; শোভাবর্ধক। শ্রীহীন (বিশেষণ) শোভাসৌন্দর্যশূন্য; ভাগ্যহীন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রী+ক্বিপ্}