শ পৃষ্ঠা ৩৬
- Bengali Word শ্রুত English definition [স্রুতো] (বিশেষণ) ১ শ্রবণ করা হয়েছে এমন (কাহিনী ইহার সবার শ্রুত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আকর্ণিত। ৩ খ্যাত; প্রসিদ্ধ (শ্রুতকীর্তি)। শ্রুতকীর্তি (বিশেষণ) সুবিখ্যাত। □ (বিশেষ্য) রামের ভাই শত্রুঘ্নের স্ত্রী। শ্রুতলিপি (বিশেষ্য) অন্যের মুখে শুনে যা লেখা হয়; শ্রুতলিখন (শ্রুতলিপির সময়ে নেমে আসার অনুমতি হত-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+ত(ক্ত)}
- Bengali Word শ্রুতি English definition [স্রুতি] (বিশেষ্য) ১ শ্রবণ; শোনা (শ্রুতিপথ)। ২ কর্ণ; কান। ৩ শোনা কথা; গুজব (জনশ্রুতি)। ৪ বেদ। ৫ (সন্) দুই স্বরের মধ্যবর্তী সূক্ষ্ম স্বরাংশসমূহ। শ্রুতি-কটু, শ্রুতিকঠোর (বিশেষণ) ১ শুনতে খারাপ লাগে এমন; কর্কশ। ২ লালিত্যহীন। শ্রুতিগম্য, শ্রুতিগোচর (বিশেষণ) ১ শোনা যায় এমন; শোনা যেতে পারে এমন; কর্ণগোচর। ২ শ্রুত (যদি শ্রুতগোচর না হতো তর জন্যও কটু কথা শুনতে হতো-রখাঁ)। শ্রুতিধর (বিশেষণ) শোনামাত্র স্মরণ রাখা; যে একবার শুনেই স্মৃতিতে ধরে রাখতে পারে। শ্রুতিপথ (বিশেষ্য) শ্রবণ করার পথ; কর্ণকুহর; কর্ণবিবর; কানের ছিদ্র। শ্রুতিফল (বিশেষ্য) ১ শোনার ফল বা গুণ; ফলশ্রুতি। ২ শোনার প্রতিক্রিয়া। শ্রুতিবেধ (বিশেষ্য) কান বিঁধানো সংস্কার। শ্রুতিমধুর (বিশেষণ) শুনতে মধুর এমন; শ্রুতিসুখকর। শ্রুতিমূল (বিশেষ্য) ১ কর্ণমূল; কানের গোড়া। ২ যজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+তি(ক্তি)}
- Bengali Word শ্রুয়মাণ English definition [স্রুয়োমান্] (বিশেষণ) শোনা যাচ্ছে এমন; শ্রবণ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+মান(শানচ্)}
- Bengali Word শ্রেণি, শ্রেণী English definition [স্রেনি] (বিশেষ্য) ১ সারি; পঙ্ক্তি (পিপীলিকা শ্রেণি)। ২ সম্প্রদায়; সমাজ; একই ধর্ম গুণ বা বৃত্তি অবলম্বনকারী লোক (শ্রমিক শ্রেণি)। ৩ দল; পাল; যূথ; সর্বদা একত্র অবস্থান করে যারা (হস্তিশ্রেণি)। ৪ বিভাগ; ক্লাস; গুণানুযায়ী স্থান (দ্বিতীয় শ্রেণি)। শ্রেণিবদ্ধ (বিশেষণ) সারি বাঁধা। শ্রেণিবিন্যাস (বিশেষ্য) বিভিন্ন শ্রেণিতে সাজানো। শ্রেণিভুক্ত (বিশেষণ) নির্দিষ্ট দলের বা সঙ্ঘের অন্তর্ভুক্ত; দলভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √শ্রি+ণি(ঈ), ঈ(ঙীষ্)}
- Bengali Word শ্রেনিসংগ্রাম, শ্রেণীসংগ্রাম English definition [স্রেনিশঙ্গ্রাম্] (বিশেষ্য) অধিকার বা প্রাধান্য প্রতিষ্ঠার জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে বিবোধ। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি/শ্রেণী+সংগ্রাম}
- Bengali Word শ্রেষ্ঠ English definition [স্রেশ্ঠো] (বিশেষণ) অতি উৎকৃষ্ট; উত্তম; প্রধানতম; সর্বপ্রধান। শ্রেষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রেষ্ঠতর (অশুদ্ধ) (বিশেষণ) উত্তমতর; উৎকৃষ্টতর। শ্রেষ্ঠতরা (স্ত্রীলিঙ্গ)। শ্রেষ্ঠতম (অশুদ্ধ) (বিশেষণ) উৎকৃষ্টতম; সর্বোত্তম। শ্রেষ্ঠতমা (স্ত্রীলিঙ্গ)। শ্রেষ্ঠতা, শ্রেষ্ঠত্ব (বিশেষ্য) প্রাধান্য; উৎকর্ষ। {(তৎসম বা সংস্কৃত) প্রশস্য+ইষ্ঠ(ইষ্ঠন্)}
- Bengali Word শ্রেষ্ঠী(-ষ্ঠিন্) English definition [স্রেশ্ঠি] (বিশেষ্য) ১ ব্যবসায়ী; বণিক; শেঠ। ২ মহাধনী ব্যক্তি; ধনী সওদাগর (সে বাগদাদের এক শ্রেষ্ঠীর মেয়ে-মুহাম্মদ আবদুল হাই)। {(তৎসম বা সংস্কৃত) শ্রেষ্ঠ+ইন্(ইনি)}
- Bengali Word শ্রৌত English definition [স্রোউতো] (বিশেষণ) শ্রুতি অর্থাৎ বেদ দ্বারা নির্দিষ্ট; বেদানুসারী; বেদ-স্বীকৃত। {(তৎসম বা সংস্কৃত) শ্রুতি+অ(অণ্)}
- Bengali Word শ্রেঢ়ী English definition [স্রেঢ়ি] (বিশেষ্য) (গণিত.) পরস্পর সমান্তর বা সমগুণ সংখ্যাসমূহের বিন্যাস; progression (তার শ্রেঢ়ী অখণ্ড থেকে খণ্ডে শৃঙ্খলা থেকে সংঘাতে-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি>}
- Bengali Word শ্রেয়, শ্রেয়ঃ (-য়স্) English definition [স্রেয়ো, স্রেয়োহ্] (বিশেষ্য) ১ মঙ্গল; কল্যাণ; হিত; শুভ। ২ ধর্ম; মুক্তি। □ (বিশেষণ) ১ হিতকর; মঙ্গলজনক; কল্যাণকর। ২ প্রশস্ত; প্রশংসনীয়; শ্রেষ্ঠ। শ্রেয়কল্প (বিশেষণ) শুভাস্বরূপ; শ্রেষ্ঠতুল্য। শ্রেয়োবোধ (বিশেষ্য) কল্যাণ-বোধ; মঙ্গল-চেতনা; হিতাকাঙ্ক্ষা। শ্রেয়স্কর (বিশেষণ) হিতকর; কল্যাণজনক। শ্রেয়স্করী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রেয়ান (বিশেষণ) ১ হিতকর; মঙ্গলজনক। ২ শ্রেষ্ঠ; সর্বোৎকৃষ্ট; প্রশস্ত। শ্রেয়সী (বিশেষণ) ১ শুভযুক্তা; শুভদা। ২ হরিতকী। শ্রেয়োলাভ (বিশেষ্য) কল্যাণ প্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) প্রশস্য+ঈয়স(ঈয়সুন্)}
- Bengali Word শ্রোণি, শ্রোণী English definition [শ্রোণি] (বিশেষ্য) নিতম্ব; পাছা; কটিদেশ। শ্রোণিদেশ (বিশেষ্য) নিতম্বদেশ (শ্রোণিদেশে ভাতিল মেখলা-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্রোণ+ই(ইন্), ঈ(ঙীষ্)}
- Bengali Word শ্রোতব্য English definition [স্রোতোব্বো] (বিশেষণ) শোনা যায় এমন; শ্রবণযোগ্য; শ্রবণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+তব্য}
- Bengali Word শ্রোতা (-তৃ) English definition [স্রোতা] (বিশেষ্য), (বিশেষণ) যে শ্রবণ করে; শ্রবণকারী। শ্রোত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শ্রোতৃবর্গ, শ্রোতৃমণ্ডলী (বিশেষ্য) যারা বক্তৃতাদি শ্রবণ করে; audience। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+তৃ(তৃচ্)}
- Bengali Word শ্রোত্র English definition [স্রোত্ত্রো (বিশেষ্য) ১ শ্রবণেন্দ্রিয়; কর্ণ; কান। ২ বেদ; শ্রুতি। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+ত্র(ত্রন্)}
- Bengali Word শ্রোত্রিয় English definition [স্রোত্ত্রিয়ো] (বিশেষ্য) ১ বেদজ্ঞ ব্রাহ্মণ। ২ অকুলীন বা কৌলীন্যহীন ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) শ্রোত্র+ইয়(ঘ)}
- Bengali Word শ্রয়, শ্রয়ণ English definition [স্রোয়ো, স্রোয়োন্] (বিশেষ্য) আশ্রয়; অবলম্বন; সহায়; নির্ভর। শ্রিত (বিশেষণ) আশ্রয় বা সহায়রূপে গ্রহণ করা হয়েছে এমন; অবলম্বিত। {(তৎসম বা সংস্কৃত) √শ্রি+অ, অন(ল্যুট্)}
- Bengali Word শ্লথ English definition [স্লোথো] (বিশেষণ) ১ শিথিল; অদৃঢ়; ঢিলা (শ্লথ পায়ে বারে বারে চলে যেতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ দীর্ঘসূত্রী; বিলম্বে কাজ করে এমন (সে কাজে বড় শ্লথ)। ৩ মন্থর; ধীর; বিলম্বে কাজ করতে অভ্যস্ত (শ্লথ পায়ে চলি)। ৪ আলুথালু; এলোমেলো; বিশৃঙ্খল; বিস্রস্ত। শ্লথবদ্ধ (বিশেষণ) শিথিলভাবে গ্রথিত (শ্লথবদ্ধ কাহিনী)। {(তৎসম বা সংস্কৃত) √শ্লথ্+অ(র্তৃ)}
- Bengali Word শ্লাঘা English definition [স্লাঘা] (বিশেষ্য) আত্মপ্রশংসা; গৌবর (আমার প্রাণদণ্ড হয় তাহাতে আমি কাতর নহি বরং শ্লাঘা জ্ঞান করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শ্লাঘ্য, শ্লাঘনীয় (বিশেষণ) ১ প্রশংসার্হ; প্রশংসা-জনক। ২ বাঞ্ছিত; ঈপ্সিত; স্পৃহণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শ্লাঘ্+অ+ আ(টাপ্)}
- Bengali Word শ্লিপ, স্লিপ English definition [স্লিপ্] (বিশেষ্য) চিরকুট; চিট; রোকা (চাকর নির্মলার মার শ্লিপ লইয়া ডাক্তারখানায় ছুটিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) slip}
- Bengali Word শ্লিষ্ট English definition [শ্লিশ্টো] (বিশেষণ) ১ সংযুক্ত; যুক্ত; জড়িত; একত্রে মিলিত। ২ আলিঙ্গিন; আলিঙ্গনে আবদ্ধ; শ্লেষালঙ্কারযুক্ত; দুই প্রকার অর্থবাচক; একাধিক অর্থবোধক। {(তৎসম বা সংস্কৃত) √শ্লিষ্+ত(ক্ত)}