শ পৃষ্ঠা ২৮
- Bengali Word শূর English definition [শুর্] (বিশেষ্য), (বিশেষণ) বীর; শক্তিমান; শৌর্যবান; বীর্যশালী; সাহসী। শূরা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শূরসেন (বিশেষ্য) যদুবংশীয় রাজা; মথুরা ও তার নিকটবর্তী অঞ্চলের নাম। {(তৎসম বা সংস্কৃত) √শূর্+অ(অচ্)}
- Bengali Word শূর্প, সূর্প English definition [শুর্পো] (বিশেষ্য) কুলা; কুলো; শস্যাদি ঝাড়ার বেতের বা বাঁশের তৈরি পাত্রবিশেষ। শূর্পণখা (বিশেষ্য) রাবণের ভগ্নী। শূর্পী, সূর্পী (বিশেষ্য) ছোট কুলা। {(তৎসম বা সংস্কৃত) শূর্প্/সূর্প+অ(অচ্)}
- Bengali Word শূল English definition [শুল্] (বিশেষ্য) ১ ধারালো অগ্রভাগবিশিষ্ট কাষ্ঠবিশেষ; মাটিতে পোঁতা সরু মুখযুক্ত লোহার ডাণ্ডা (শূলে দেওয়া বা চড়ানো)। ২ ত্রিশূল (শূলপাণি)। ৩ শলাকা। ৪ সিক। ৫ পেটের ব্যথাবিশেষ; আলসারের ব্যথা (শূলব্যথা)। ৬ ব্যথা, বেদনা (দন্তশূল)। শূলঘ্ন (বিশেষণ) শূলবেদনা-নাশক। শূলপক্ব (বিশেষণ) হিন্দুদেবতা শিব (রুদ্রেশ্বর যথা শূলপাণি, শূলী(-লিন্) (বিশেষ্য) হিন্দুদেবতা শিব (রুদ্রেশ্বর যথা শূলপাণি-মাইকেল মধূসূদন দত্ত)। শূলে চড়ানো, শূলে দেওয়া (ক্রিয়া) বধ করার জন্য তীক্ষ্ণ সূচিমুখ শূলে বসানো। শূলমাংস (বিশেষ্য) শলাকা বিদ্ধ করে যে মাংস দগ্ধ করা হয়; শিক কাবাব (আহার সামগ্রীর মধ্যে শূল্যমাংসই অধিকাংশ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শূীলনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেবী দুর্গা। শূলাগ্র (বিশেষ্য) শূলের আগা। {(তৎসম বা সংস্কৃত) √শূল্+অ(অচ্)}
- Bengali Word শূলানো, শূলনো English definition [শুলানো, শুলনো] (ক্রিয়া) ব্যথা করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। শূলানি, শূলনি (বিশেষ্য) বেদনা; কটকটানি। {(তৎসম বা সংস্কৃত) √শূল্+ (বাংলা) আনো, অনো}
- Bengali Word শূয়র, শুয়োর English definition [শুয়োর্] (বিশেষ্য) শূকর; বরাহ; গালিবিশেষ। শুয়োরে গোঁ (বিশেষ্য) অতিশয় জেদ; গোয়ার্তুমি (নিন্দায়)। শুয়োরের পাল বিয়ানো (ক্রিয়া) অনভপ্সিত ও গুণহীন প্রচুর সন্তান প্রসব করা। {(তৎসম বা সংস্কৃত) শূকর>}
- Bengali Word শৃগাল English definition ⇒ শিয়াল
- Bengali Word শৃঙ্খল English definition [স্রিঙ্খল্] (বিশেষ্য) শিকল; জিঞ্জির; নিগড়; রীতি; নিয়ম; বিন্যাস; সুব্যবস্থা। শৃঙ্খলা (বিশেষ্য) রীতি; নিয়ম; ধারা; সুব্যবস্থা; সুবিন্যাস। শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলিত (বিশেষণ) শিকল দিয়ে বাঁধা; সুশৃঙ্খলাযুক্ত; সুবিন্যস্ত। {(তৎসম বা সংস্কৃত) শিঞ্জ+√ঙ্খল্+অ}
- Bengali Word শৃঙ্গ English definition [স্রিঙ্গো] (বিশেষ্য) ১ পশুর শিং। ২ পর্বতের চূড়া। ৩ পশুর শিং দিয়ে নির্মিত বাদ্যযন্ত্রবিশেষ; শিঙ্গা; বিষাণ; পিচকারি। শৃঙ্গধর (বিশেষ্য) পর্বত। শৃঙ্গধ্বনি (বিশেষ্য) শিঙ্গায় ফুৎকারজনিত শব্দ (নবপ্রসূত পক্ষিশাবক হতে মহাদেবের শৃঙ্গধ্বনি পর্যন্ত সকলই কাতরোক্তি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+গ(গন্), ‘ন্’ (নুট্) আগম}
- Bengali Word শৃঙ্গবের English definition স্রিঙ্গোবের্] (বিশেষ্য) আদা; রামায়ণোক্ত গুহক-চণ্ডালের নগর (আধুনিক মৃজাপুরের নিকটবর্তী দেশ)। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গী+বের}
- Bengali Word শৃঙ্গাটক, শৃঙ্গাটিকা English definition [স্রিঙ্গাটক্, স্রিঙ্গাটিকা] (বিশেষ্য) ১ পানিফল; পানিতে জন্মে এরূপ ফলবিশেষ। ২ ঘৃতে ভাজা সিঙ্গাড়া। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ+√অট্+অ(অণ্)+ক(কন্),+আ(টাপ্)}
- Bengali Word শৃঙ্গার English definition [স্রিঙ্গার্] (বিশেষ্য) ১ আদিরস; নায়ক-নায়িকার সম্ভোগমূলক রস। ২ রতিক্রিয়া; মেথুন; স্ত্রীপুরুষ সংগম। ৩ সিন্দূরাদি মণ্ডল (হস্তীর)। ৪ চন্দনাদি দ্বারা দেহসজ্জা বা প্রসাধন (তোমার মুখেতে দাড়ী ধবল আকার তোমাতে উচিত নহে সুরতি শৃঙ্গার-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ+√ঋ+অ(অণ্)}
- Bengali Word শৃঙ্গী ১, শৃঙ্গি English definition [স্রিঙ্গি] (বিশেষণ) শিঙ্গি মাছ। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ+অ(অচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word শৃঙ্গী ২(-ঙ্গিন্) English definition [স্রিঙ্গি] (বিশেষণ) ১ শৃঙ্গবিশিষ্ট; শৃঙ্গযুক্ত। ২ পর্বত; অদ্রি; অচল। ৩ বৃক্ষ; গাছ। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ+ইন্(ইনি)}
- Bengali Word শেওলা, শ্যাওলা, শেয়ালা (বিরল), শেহালা, সেঁওলা English definition [শ্যাওলা, শেওলা, শেয়ালা, শেহালা, স্যাঁওলা] (বিশেষ্য) ১ শৈবাল। ২ একপ্রকার জলজ তৃণ (সবুজ শেওলাতে কোমল হয়েছে পাথরগুলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শৈবাল>}
- Bengali Word শেওড়া English definition [শ্যাওড়া] (বিশেষ্য) জংলা গাছ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শাখোটক>}
- Bengali Word শেকম, শিকম, সেকম English definition [শেকম্, শিকম, শেকম] (বিশেষ্য) উদর; পেট (দূতীর সেকমে আছে সেই হিরা অমূল্য পাথর-ফররুখ আহমদ)। {(ফারসি) শিকম}
- Bengali Word শেকহ্যান্ড English definition [শেক্হ্যান্ড্] (বিশেষ্য) করমর্দন (প্রথম দিনের পরিচয়ে শেকহ্যান্ড করে ইংরেজী কায়দায় জিজ্ঞেস করলেন হাও ডু ইও ডু-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) shake-hand}
- Bengali Word শেখ, সেখ, শাইখ, শইখ, শয়খ English definition [শেখ্, সেখ, শাইখ্, শোইখ, সয়খ্] (বিশেষ্য) ১ সম্মানিত বৃদ্ধ। ২ প্রধান; সরদার; গোত্রপ্রধান; নেতা; হজরত মুহম্মদ (সা.) নিজে যাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন তিনি বা তাঁর বংশধর। ৩ পীর; মুর্শিদ। ৪ মুসলমাদের বংশীয় পদবিবিশেষ। শেখজাদা, শেখযাদা, সেখাজাদা (বিশেষ্য) শেখের ছেলে বা পুত্র (বসিল মোগল, সেখজাদা যতজনা-ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) শায়খ্}
- Bengali Word শেখর English definition [শেখর্] (বিশেষ্য) ১ কিরীট; শিরোভূষণ। ২ মস্তক-স্থিত মাল্য। ৩ চূড়া। {(তৎসম বা সংস্কৃত) √শী+খর}
- Bengali Word শেখা, শিখা English definition [শেখা, শিখা] (ক্রিয়া) ১ শিক্ষা করা; অভ্যাস করা; চর্চা করা; জ্ঞানলাভ কর। ২ অনকুরণ করা (ছবি আঁকতে শেখা, কথা বলতে শেখা)। ৩ অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করা। ৪ শিক্ষিত (শেখা জিনিস বা কাজ)। ৫ শেখানো; অভ্যস্ত (শেখা বুলি)। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্>}