শ পৃষ্ঠা ২৯
- Bengali Word শেখানো, শিখানো English definition [শেখানো, শিখানো] (ক্রিয়া) ১ শিক্ষা বা জ্ঞান দেওয়া। ২ বানিয়ে বলতে বা মিথ্যা বলতে শিক্ষা দেওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে (শেখানো সাক্ষী)। {শেখা+আনো}
- Bengali Word শেজ ১, সেজ ১ English definition [শেজ্] (বিশেষ্য) শয্যা; বিছানা; যার উপর শোওয়া হয় (ফুলসেজ রজনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শয্যা>}
- Bengali Word শেজ ২, সেজ ২ English definition [শেজ্] (বিশেষ্য) বাতি; বাতি রাখার জন্য কাচের আবরণীবিশেষ; শামাদান (কাচের সেজ ও বাতির ডুম টাঙ্গানো-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তুলনীয়) (ইংরেজি) shade}
- Bengali Word শেঠ English definition [শেঠ্] (বিশেষ্য) ১ বণিক; সওদাগর। ২ ধনী; বড় ব্যবসায়ী (জগৎশেঠ)। ৩ হিন্দু সম্প্রদায়বিশেষের পদবি। {(তৎসম বা সংস্কৃত) শ্রেষ্ঠী>}
- Bengali Word শেফালি, শেফালী, শেফালিকা English definition [শেফালি, শেফালী, শেফালিকা] (বিশেষ্য) সুগন্ধি ক্ষুদ্র পুষ্পবিশেষ বা তার গাছ; শিউলি ফুল বা গাছ। {(তৎসম বা সংস্কৃত) শেফ(শয়ন)+অলি, +ঈ(ঙীষ্), ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word শেভ করা English definition [শেভ্ করা] (ক্রিয়া) দাড়ি কামানো (ওরা কেউ শেভ করেনি, আমি ত করেছি-আবুল ফজল)। {(ইংরেজি) shave}
- Bengali Word শেভিংস্টিক English definition [শিভিঙ্স্টিক্] (বিশেষ্য) দাড়ি কামানোর দণ্ডাকার সাবান (ষ্ট্রপ শেভিংষ্টিক ও ব্রাশ অনেকখানি রাস্তা হাঁটিয়া নদীতে ফেলিয়া দিয়া আসিল-আবুল মনসুর আহমদ)। {(ইংরেজি) shaving stick}
- Bengali Word শেমিজ English definition [শেমিজ্] (বিশেষ্য) স্ত্রীলোকের লম্বা ও ঢিলা জামা-বিশেষ। {(ইংরেজি) chemise}
- Bengali Word শেমুষী, শেমুষি English definition [শেমুশি] (বিশেষ্য) প্রজ্ঞা; বুদ্ধি। □ (বিশেষণ) বুদ্ধিমান; প্রাজ্ঞ (বুদ্ধিমন্ত জীব মাত্রেই যদি শেমুষি হয় তবে তুমি-আমিও তো শেমুষি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শে+√মুষ্+অ(ক)+ঈ(ঙীষ্)}
- Bengali Word শেয English definition [শেজ্] (বিশেষ্য) ১ শয্যা। ২ ফুলের সাজি। {(তৎসম বা সংস্কৃত) শয্যা>}
- Bengali Word শের, শির English definition [শের, শির্] (বিশেষ্য) ব্যাঘ্র; সিংহ (হরিণ যেথায় বিহার করে আরাম করে শের-কাজী নজরুল ইসলাম)। শেরকা বাচ্চা (বিশেষ্য) ব্যাঘ্রশাবক; (আলঙ্কারিক) দুঃসাহসী যুবক (অমনি শেরকা বাচ্চা গর্জে উঠল-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। শের-নজিবর রহমান (বিশেষ্য) ১ পুরুষসিংহ। ২ (আলঙ্কারিক) বীরপুরুস (মরুপ্রান্তে তাজিতে সওয়ার বিশাল শের নর-ফররুখ আহমদ)। {(ফারসি) শের্}
- Bengali Word শেরওয়ানি, শেরওয়ানী English definition [শের্ওয়ানি] (বিশেষ্য) হাঁটু পর্যন্ত লম্বা জামা; আচকান (আকণ্ঠ আবদ্ধ করা শেরওয়ানী পরা-সৈয়দ আলী আশরাফ)। {(হিন্দি) শেরওয়ানী}
- Bengali Word শেরা English definition ⇒ সেরা
- Bengali Word শেরি, শেরী English definition [শেরি] (বিশেষ্য) এক ধরনের মদ (এখনকার ব্রাণ্ডি, শ্যাম্পেন, শেরী, ক্লারেট প্রভৃতি বোতল-ইসমাইল হোসেন শিরাজী)। {(ইংরেজি) sherry}
- Bengali Word শেরিফ English definition ⇒ শরিফ
- Bengali Word শেরে বাংলা, শের-এ-বাংলা English definition [শেরেবাংলা] (বিশেষ্য) বাংলা বাঘ; জনপ্রিয় নেতা ও বাংলার সাবেক প্রধানমন্ত্রী এ. কে. ফজলুল হককে প্রদত্ত উপাধি। {(ফারসি) শের-এ-বাংলা}
- Bengali Word শেরে-খোদা, শের-এ-খোদা English definition [শেরেখোদা] (বিশেষ্য) আল্লাহর সিংহ; হজরত আলী (রা.)-র উপাধি। {(ফারসি) শের-এ-খোদা}
- Bengali Word শেরেক, শির্ক English definition [শেরেক্, শির্ক্] (বিশেষ্য) ১ অংশীকরণ। ২ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিককরণ (শেরেককে দিয়েছে যে ভিতরে স্থান-জগলুল হায়দার আফরিন)। ৩ পৌত্তলিকতা। শেরেকি, শেরেকী (বিশেষ্য) ১ শেরেক করার কাজ (হজরত বাল্যকাল হইতে শেরেকী হইতে দূরে থাকিতেন-শেখ আবদুর রহিম)। ২ কুফরি। {(আরবি) শিরক্}
- Bengali Word শেল ১ English definition [শেল্] (বিশেষ্য) এক প্রকার প্রাচীন যুদ্ধাস্ত্র; শূল (শক্তিশেল)। {(তৎসম বা সংস্কৃত) শল্য>}
- Bengali Word শেল ২ English definition [শেল্] (বিশেষ্য) কামানোর গোলা। {(ইংরেজি) shell}