শ পৃষ্ঠা ৩২
- Bengali Word শোভাঞ্জন English definition [শোভান্জন্] (বিশেষ্য) শজিনার গাছ; শজিনা; horse-radish (শোভাঞ্জন জটাধর-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শোভা+√জন্+অ(অচ্)}
- Bengali Word শোর, সোর English definition [শোর্] (বিশেষ্য) উচ্চরব; কোলাহল; চিৎকার; চেচাঁমেচি (শোর ওঠে জোরে-কাজী নজরুল ইসলাম)। শোরগোল, সোরগোল, শোরশার (বিশেষ্য) হৈচৈ; তীব্র গোলমাল; গণ্ডগোল; চিৎকার (রাত ভোর শোরগোল দিল খোশ খেয়ালি-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) শোর}
- Bengali Word শোরা English definition [শোরা] (বিশেষ্য) যবক্ষার; লবণজাতীয় পদার্থ। {(ফারসি) শোরহ}
- Bengali Word শোল English definition [শোল্] (বিশেষ্য) একপ্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) শকুল>}
- Bengali Word শোলা English definition ⇒ সোলা
- Bengali Word শোষ English definition [শোশ্] (বিশেষ্য) ১ শুষ্কতা; রসশূন্যতা (মুখ শোষ)। ২ পিপাসা। ৩ যক্ষ্মারোগ। ৪ নালি ঘা। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্+ণিচ্+অ(ঘঞ্)}
- Bengali Word শোষক English definition [শোশোক্] (বিশেষ্য), (বিশেষণ) শোষণকারী; শোষণ করে এমন; যে বা যারা অন্যায়ভাবে অপরের ধনসম্পত্তি হস্তগত করে; যে নিজের লাভের জন্য অন্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word শোষণ English definition [শোশোন্] (বিশেষ্য) ১ রসাকর্ষণ। ২ শুষ্কীকরণ; পানি বা অন্য কোনো তরল শুষে নেওয়া; অপরের ধন-সম্পদ অন্যায়ভাবে হস্তগত করা। শোষিত (বিশেষণ) শোষণ করা হয়েছে এমন; রস আকর্ষণ করে নীরস করা হয়েছে এমন; বঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্+অন(ল্যুট্)}
- Bengali Word শোষা, শুষা (কথ্য) English definition [শোশা, শুষা] (ক্রিয়া) রস জল ইত্যাদি তরল পদার্থ টেনে নেওয়া বা টেনে নিয়ে আত্মসাৎ করা বা পান করা; শুষ্ক করা; আদায় করে আত্মসাৎ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। শোষী(-ষিন্) (বিশেষণ) শুষ্ককারক (অমৃত এনে দিয়েছি প্রাণ পরান শোষী দুঃখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। শোষানো, শুষানো (ক্রিয়া) শোষণ করানো। শুষী, শোষী(-ষিন্) (বিশেষণ) শুষ্ককারক। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্+ (বাংলা) আ}
- Bengali Word শোষিত English definition ⇒ শোষণ
- Bengali Word শোহই (ব্রজবুলি) English definition [শোহই] (ক্রিয়া) শোভা পায় (হরশির শোহই-বিদ্যাপতি)। শোহন (ব্রজবুলি) (বিশেষণ) শোভন; মনোহর (কুঞ্জ অতিশোহন পবন বহে ধীর-গোবিন্দদাস)। শোহাওন, শোহায়ন (ব্রজবুলি) সুন্দর (সহজ শোহায়ন শ্রবণক ওর-গোবিন্দদাস)। শোহায়ত (ক্রিয়া) শোভিত করে (সবহুঁ শোহায়ত নাগর অঙ্গ-পদকল্পতরু)। {(তৎসম বা সংস্কৃত) √শুভ্>}
- Bengali Word শোহরত, শুহরত, শহরৎ English definition [শোহোরত্, শুহরত, শহরৎ] (বিশেষ্য) ঘোষণা; সাধারণ্যে বিজ্ঞপ্তি; প্রচার; প্রসিদ্ধি লাভ (শোহরত দাও নওরাতি আজ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) শহরত}
- Bengali Word শোহা (ব্রজবুলি) English definition [শোহো] (ক্রিয়া) শোভা পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) শোভা>}
- Bengali Word শোহায়ল English definition [শোহায়ল] (ক্রিয়া) শোভিত করল (শোহায়ল শ্রবণক ওর-চণ্ডীদাস)। শোহিত (বিশেষণ) শোভিত (কবরি মালতি শোহিতে-পদকল্পতরু)। {(তৎসম বা সংস্কৃত) শেভিত>}। মোহে (ক্রিয়া) শোভা পায় (ঐচন সকল শোহে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শোভতে>}
- Bengali Word শোহিনী English definition [শোহিনি] (বিশেষ্য) একটি রাগিণীর নাম; সোহনী রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) শোভনী>}
- Bengali Word শোড়শাঙ্ঘ্রি English definition [শোড়োশাঙ্ঘ্রি] (বিশেষ্য) কাঁকড়া। {(তৎসম বা সংস্কৃত) ষোড়শ+অঙ্ঘ্রি}
- Bengali Word শোড়শার্চিঃ, ষোড়শাংশু English definition [শোড়োশারচিহ্, শোড়োশাঙ্শু] (বিশেষ্য) শুক্রগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) ষোড়শ+অর্চিস; অংশু}
- Bengali Word শোয়া, শুয়া (কথ্য) English definition [শোয়া, শুয়া] (ক্রিয়া) শয়ন করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। শোয়ানো (ক্রিয়া) শয়ন করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থ। শোয়াবসা (বিশেষ্য) (আলঙ্কারিক) বসবাস। {(তৎসম বা সংস্কৃত) √শী>+ (বাংলা) আ}
- Bengali Word শোয়ারী English definition ⇒ সোয়ার
- Bengali Word শোয়াস English definition [শোয়াশ] (বিশেষ্য) শ্বাস (তবে সে বুঝিনু শোয়াস আছে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) শ্বাস>স্বরাগমে ও য়-শ্রুতির ফলে) শোয়াস}