শ পৃষ্ঠা ৩৪
- Bengali Word শ্বাপদ English definition [শাপদ্] (বিশেষ্য) ১ যার পা কুকুরের পায়ের মতো। ২ হিংস্র বা শিকারি জন্তু; যেসব পশু মাংস আহার করে দেহ ধারণ করে। ৩ হিংস্র জন্তু সম্বন্ধীয়। শ্বাপদসংকুল, শ্বাপদসমাকীর্ণ (বিশেষণ) হিংস্র জন্তুতে পূর্ণ বা আচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) শ্বন্+পদ}
- Bengali Word শ্বাস English definition [শাশ্] (বিশেষ্য) ১ নিঃশ্বাস। ২ প্রশ্বাস (শ্বাস চলছে না)। ৩ হাঁপানি (শ্বাস রোগ)। ৪ মৃত্যুর পূর্বের কষ্ট। শ্বাস ওঠা (ক্রিয়া) মৃত্যুকালে যে কষ্টদায়ক নাভিশ্বাস ওঠে। শ্বাসকর্ম, শ্বাসকার্য, শ্বাসক্রিয়া (বিশেষ্য) শ্বাস গ্রহণ ও ত্যাগ কার্য। শ্বাসকষ্ট (বিশেষ্য) ১ শ্বাস গ্রহণ ও ত্যাগে বাধাপ্রাপ্তির কষ্ট। ২ মুমূর্ষ অবস্থায় শ্বাস ত্যাগ ও গ্রহণে যে কষ্ট হয়। শ্বাসরোগ (বিশেষ্য) হাঁপানি প্রভৃতি রোগ। শ্বাসরোধ (বিশেষ্য) ১ শ্বাসগ্রহণে ও ত্যাগে যে বাধা সৃষ্টি হয়। ২ শ্বাসবদ্ধ। নাভিশ্বাস (বিশেষ্য) মুমূর্ষু অবস্থায় নাভি থেকে কণ্ঠ পর্যন্ত আন্দোলিত করে শ্বাস গ্রহণের কষ্টদায়ক চেষ্টা; মৃত্যুলক্ষণ। প্রশ্বাস (বিশেষ্য) গৃহীত ও পরিত্যক্ত শ্বাস। ২ শ্বাস গ্রহণ ও ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) √শ্বস্+অ(ঘঞ্)}
- Bengali Word শ্বেত English definition [শেত্] (বিশেষ্য) সাদা রং। □ (বিশেষণ) সাদা; শুভ্র; ধবল; সিত; শুক্ল। শ্বেতকুষ্ঠ (বিশেষ্য) ধবল রোগ; leprosy। শ্বেতচর্ম (বিশেষ্য) ১ সাদা চামড়া। ২ ইউরোপীয়-যাদের গায়ের রং সাদা। □ (বিশেষণ) সাদা চামড়াযুক্ত। শ্বেতদ্বীপ (বিশেষ্য) হিন্দুপুরাণ মতে চন্দ্রদ্বীপ; গ্রেট ব্রিটেন। শ্বেতপত্র (বিশেষ্য) কোনো বিশেষ বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্য সরকারি বিবরণী; whitepaper। শ্বেতপ্রদর (বিশেষ্য) স্ত্রীরোগবিশেষ; স্ত্রীজননেন্দ্রিয়ের ব্যাধি। শ্বেতপ্রস্তর, শ্বেত পাথর (বিশেষ্য) সাদা রঙের মর্মপাথর। শ্বেতশুভ্র (বিশেষণ) অত্যন্ত সাদা। শ্বেতসার (বিশেষ্য) খাদ্য শস্য বা ফল-মূলাদির শ্বেতাংশ; starch। শ্বেতহস্তী পোষা (বিশেষ্য) সাদা হাতি; (ব্যঙ্গার্থ) যার পিছনে বিপুল ব্যয় হয়; যা পোষণ করতে সর্বস্বান্ত হতে হয়। শ্বেতাভ (বিশেষণ) সাদা আভাযুক্ত; অল্প সাদা। শ্বেতি, শ্বেতী (বিশেষ্য) ধবলরোগ। শ্বৈত্য (বিশেষ্য) ১ শুক্লতা; শুভ্রতা। ২ নির্মলতা। {(তৎসম বা সংস্কৃত) √শ্বিৎ+অ(অচ্)}
- Bengali Word শ্মশান English definition [শঁশান্] (বিশেষ্য) শবদাহ স্থান; যেখানে মৃতদেহ পোড়ানো হয়। শ্মশান করে দেওয়া (ক্রিয়া) বিরান করে দেওয়া; ধ্বংস করা; ছারখার করা। শ্মশানকালী (বিশেষ্য) হিন্দুমতে শ্মশানচারিণীরূপে কল্পিত কালিকামূর্তি। শ্মশানচারী (-রিন্), শ্মশানবাসী(-সিন্) (বিশেষণ) শ্মশানে বিচরণ বা বাস করে এমন। □ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব; ভূতনাথ। ২ প্রেত। শ্মশানচারিণী, শ্মশানবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্মশানপুরী, শ্মশান-ভূমি (বিশেষ্য) ১ শ্মশান। ২ (আলঙ্কারিক) জনমানবশূন্য শ্মশানতুল্য স্থান। শ্মশানবন্ধু (বিশেষ্য) যে ব্যক্তি শবানুগমন করে শ্মশানে গিয়ে দাহকার্যে সাহায্য করে।শ্মশানবৈরাগ্য (বিশেষ্য) শ্মশানে পৃথিবীর নশ্বরতা উপলব্ধির ফলে ক্ষণকালীন বৈরাগ্যের উদয়। {(তৎসম বা সংস্কৃত) শ্মন্(শব)+শান(শয়ন)}
- Bengali Word শ্মশ্রু English definition [শোঁস্রু] (বিশেষ্য) মুখের দীর্ঘলোম; গোঁফদাড়ি। শ্মশ্রুমণ্ডিত, শ্মশ্রুল, শ্মশ্রুশোভিত (বিশেষণ) গোঁফ-দাড়িযুক্ত; শ্মশ্রুতে আবৃত। {(তৎসম বা সংস্কৃত) শ্মন্+√শ্রি+উ(ডুন্)}
- Bengali Word শ্যাকরা গাড়ি English definition ⇒ ছেকড়া গাড়ি
- Bengali Word শ্যাঙল (ব্রজবুলি) English definition [শ্যাঙল্] (বিশেষণ) শ্যামা; কৃষ্ণবর্ণ (শ্যাঙল ঘন সম-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
- Bengali Word শ্যাঙাত English definition ⇒ সাঙ্গাত
- Bengali Word শ্যাম English definition [শ্যাম্] (বিশেষণ) ১ মেঘবর্ণ; কালো রং; কৃষ্ণবর্ণ; ঘন নীল বর্ণ। ২ ফর্সা বা গৌরাঙ্গ এমন। ৩ সবুজ বর্ণ (শ্যাম দুর্বাদল)। ৪ কৃষ্ণ। চাঁদ (বিশেষ্য) শ্রীকৃষ্ণ; (কৌতু.) নীলকর সাহেবদের প্রজাপীড়নের চাবুক। শ্যাম রাখি না কুল রাখি (বিশেষ্য) (আলঙ্কারিক) উভয় সংকটে পড়া। শ্যাম সুন্দর (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। শ্যাম-সুষমা (বিশেষ্য) সুন্দর ঘন নীল বা সবুজ বর্ণ (তাহা শ্যাম-সুষমায় বিকশিত হইয়া উঠে-হাবীবুল্লাহ বাহার)। শ্যামইয়া (অসমাপিকা ক্রিয়া) শ্যামবর্ণ রঞ্জিত করে (সন্ধ্যা ঘনাইয়া এল শ্যামাইয়া ....-সত্যেন্দ্রনাথ দত্ত)। শ্যামাঙ্গ (বিশেষণ) দেহের বর্ণ কালো এমন। শ্যামাঙ্গা, শ্যামাঙ্গী, শ্যামঙ্গিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্যাময়মান (বিশেষণ) শ্যামবর্ণ ধারণ করছে এমন। শ্যাময়মানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শ্যাম+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word শ্যামক, শ্যাম্যাক English definition [শ্যামোক্, শ্যামাক্] (বিশেষ্য) একপ্রকার ধান; শ্যামাধান (যাহার আহারের নিমিত্ত তুমি সবর্দা শ্যামাক আহরণ করিতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) শ্যাম, শ্যামা+ক(কন্)}
- Bengali Word শ্যামর English definition [শ্যামোর্] (বিশেষণ) শ্যামল (শ্যামর ঝামর কুটিল কেন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) শ্যামল>}
- Bengali Word শ্যামল English definition [শ্যামোল্] (বিশেষণ) শ্যামবর্ণবিশিষ্ট (শতধৌত শ্বেত নহে শ্যামল চিকুর-দৌলত উজির বাহরাম খান)। শ্যামলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্যামলতা, শ্যামলত্ব, শ্যামলিমা(-মন্) (বিশেষ্য) শ্যাম বা হরিৎ বর্ণত্ব (মুছে যাবে তার চোখের সমুখ থেকে পৃথিবীর সবুজ শ্যমালিমা-আবু জাফর শামসুদ্দীন)। শ্যামলী (বিশেষ্য) শ্যামবর্ণ গাভী; গরুর নাম (ওগো শ্যামলী তোমার এ শ্যাম শোভা লুকাবে কোথায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) শ্যাম+ল(লচ্)}
- Bengali Word শ্যামা ১ English definition [শ্যামা] (বিশেষ্য) ১ পরম রূপবতী যুবতী-শীতকালে যার স্পর্শ আরামপ্রদ উষ্ণ এবং গ্রীষ্মকালে সুখদায়ক শীতল। ২ মধ্যযৌবনা নারী। ৩ হিন্দুদেবী কালী। ৪ কৃষ্ণবর্ণা নারী। ৫ শ্যামা নামক পাখি (কোথায় ডাকে দোয়েল-শ্যামা ফিঙে গাছে নাচেরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৬ যমুনা নদী। ৭ একজাতীয় লতা। শ্যামাপোকা (বিশেষ্য) সবুজ রঙের এক প্রকার পোকা; দীপান্বিতা উৎসবে দীপশিখার প্রতি আকৃষ্ট পোকা (শ্যামাপোকায় না পোড়ে পাখ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্যাম+আ(টাপ্)}
- Bengali Word শ্যামা ২ English definition [শ্যামা] (বিশেষ্য) এক প্রকার ছোট আকারের বুনো ধান। {(তৎসম বা সংস্কৃত) শ্যামাক>}
- Bengali Word শ্যামাক English definition ⇒ শ্যামক
- Bengali Word শ্যামাঙ্গ English definition ⇒ শ্যাম
- Bengali Word শ্যামায়মান English definition ⇒ শ্যাম
- Bengali Word শ্যাম্পু English definition [শ্যাম্পু] (বিশেষ্য) মাথার চুল পরিস্কার করার তরল সাবান। {(ইংরেজি) shampoo; মূলে তামিল ভাষার শব্দ}
- Bengali Word শ্যাম্পেন English definition [শ্যাম্পেন্] (বিশেষ্য) মদবিশেষ (বিয়ের দাওয়াতে নাকি হাজার দেড়েক বোতল শ্যাম্পেন খাওয়া হয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) champagne}
- Bengali Word শ্যালক, শ্যালা, শ্যাল (বিরল) English definition [শ্যালোক্, শ্যালা, শ্যাল্] (বিশেষ্য) স্ত্রীর চেয়ে বয়সে ছোট তার যে কোনো আপন বা-তুতো ভাই; শালা। শ্যালী, শ্যালিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রীর বোন; শালী; স্ত্রীর ভগিনীস্থানীয়া স্ত্রীলোক। শ্যালীপতি (বিশেষ্য) স্ত্রীর ভগিনীপতি বা বোনাই। {(তৎসম বা সংস্কৃত) শ্যালক>}