শ পৃষ্ঠা ৩৩
- Bengali Word শৌক্তিকেয়, শৌক্তেয় English definition [শোউক্তিকোয়ো, শোউক্তেয়ো] (বিশেষণ) ১ শুক্তিসম্পর্কিত। ২ মুক্তা। {(তৎসম বা সংস্কৃত) শুক্তি+এয়(ঢক্)}
- Bengali Word শৌক্ল্য English definition [শোউক্লো] (বিশেষ্য) শুক্লতা; শুভ্রতা; শ্বেতত্ব। {(তৎসম বা সংস্কৃত) শুক্ল+য(ষ্যঞ্)}
- Bengali Word শৌখিন, সৌখিন, সৌখীন English definition [শোউখিন্] (বিশেষণ) ১ শখপূর্ণ; বিলাসী; বিলাসযুক্ত (এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনও শোনা যায় নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রুচিসম্পন্ন। ৩ মনোহর; মনোজ্ঞ। ৪ শখ আছে এমন (শৌখিন সাবান এবং এসেন্স-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) শৱকীন}
- Bengali Word শৌচ English definition [শোউচ্] (বিশেষ্য) ১ শুদ্ধি; শুচিতা; পবিত্রতা; শাস্ত্রানুসারে অন্তর ও দেহের শোধন। ২ নির্মলতা। ৩ মল ত্যাগের পর পানি দ্বারা শুদ্ধি সম্পাদন। শৌচাগার (বিশেষ্য) মলত্যাগের জন্য ঘর। {(তৎসম বা সংস্কৃত) শুচি+অ(অণ্)}
- Bengali Word শৌণ্ড English definition [শোউন্ডো] (বিশেষণ) ১ মাতাল; মত্ত। ২ অত্যাসক্ত বা অভ্যস্ত। ৩ প্রসিদ্ধ; বিখ্যাত (রণশৌণ্ড)। শৌণ্ডিক, শৌণ্ডী(-ণ্ডিন্) (বিশেষ্য) মদ-ব্যবসায়ী; শুঁড়ি। শৌণ্ডিকালয় (বিশেষ্য) মদের দোকান। {(তৎসম বা সংস্কৃত) শুণ্ডা+অ(অণ্)}
- Bengali Word শৌনক English definition [শোউনোক্] (বিশেষ্য) মুনিবিশেষ; পুরাণের ব্যাখ্যাকার। {(তৎসম বা সংস্কৃত) শুনক+অ(অণ্)}
- Bengali Word শৌনিক ২ English definition [শোউনিক] (বিশেষ্য) কসাই; ব্যাধ। {(তৎসম বা সংস্কৃত) শূনা+ইক(ঠক্)}
- Bengali Word শৌভিক English definition [শোউভিক্] (বিশেষ্য) ঐন্দ্রজালিক। {(তৎসম বা সংস্কৃত) শোভা+ইক(ঠক্)}
- Bengali Word শৌরসেন English definition [শোউরসেন্] (বিশেষ্য) শূরসেন; যদুবংশীয় রাজা; মথুরা অঞ্চল। শৌরসেনী (বিশেষ্য), (বিশেষণ) শূরসেন দেশের ভাষা; (শৌরসেনী প্রাকৃত)। {(তৎসম বা সংস্কৃত) শূরসেন+অ(অণ্)}
- Bengali Word শৌরি English definition [শোউরি] (বিশেষ্য) ১ শূর বংশের সন্তান; কৃষ্ণ। ২ শনিগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) শূর+ই(ইঞ্)}
- Bengali Word শৌর্য English definition [শৌউর্জো] (বিশেষ্য) ১ বীরত্ব। ২ সাহস; শক্তি। শৌর্যশালী (-লিন্) (বিশেষণ) ১ বীর; সাহসী; শক্তিশালী। ২ বীরত্বযুক্ত। শৌর্যশালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শূর+য}
- Bengali Word শৌল্ক, শৌল্কিক English definition [শোউল্কো, শোউল্কিক্] (বিশেষণ) ১ শুল্ক সম্পর্কিত। □ (বিশেষ্য) শুল্ক আদায় করে যে; শুল্কাধ্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) শুল্ক+অ(অণ্), ইক(ঠক্)}
- Bengali Word শ্ব English definition [শহ্] (অব্যয়) গত কাল; আসছে কাল। পরশ্ব (বিশেষ্য) পরশু; গত বা আগামী পরশু। {(তৎসম বা সংস্কৃত) শ্বস্>}
- Bengali Word শ্বদন্ত English definition [শদন্তো] (বিশেষ্য) কুকুরের মতো তীক্ষ্ণ দাঁত। {(তৎসম বা সংস্কৃত) শ্বন্+দন্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word শ্বন্, শ্বা English definition [শন্, শা] (বিশেষ্য) কুকুর (শ্বন পোষে গৃহরক্ষা শিকারের আশে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √শ্বি+অন্(কনিন্)}
- Bengali Word শ্ববৃত্তি English definition [শবৃত্তি] (বিশেষ্য) ১ কুকুরের মতো ব্যবহার বা আচরণ। ২ সেবা; পরিচর্যা; চাকরি; পরনির্ভরতা; পরাশ্রয়। ৩ খোশামোদ; চাটুকারিতা। ৪ চাটুকারিতা দিয়ে জীবিকা নির্বাহ। {(তৎসম বা সংস্কৃত) শ্বন্+বৃত্তি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word শ্বশুর English definition [শোশুর্] (বিশেষ্য) স্বামী বা স্ত্রীর পিতা। শ্বশ্রূ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শ্বশুরঘর (বিশেষ্য) স্বামীর বাড়ি। শ্বশুরঘর করা (ক্রিয়া) স্বামীর বাড়ি গিয়ে সংসার করা। শ্বশুরালয় (বিশেষ্য) শ্বশুরের বাসস্থান বা গৃহ। {(তৎসম বা সংস্কৃত) শু+√অশ্+উর(উরন্)}
- Bengali Word শ্বশ্রূ English definition [শোস্স্রু] (বিশেষ্য) স্বামী বা স্ত্রীর মা; শ্বশুরের স্ত্রী; শাশুড়ি। শ্বশ্রূমাতা (বিশেষ্য) শাশুড়ি। {(তৎসম বা সংস্কৃত) শ্বশুর+ঊ(ঊঙ্)}
- Bengali Word শ্বসন English definition [শশোন্] (বিশেষ্য) নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ (ছিন্নবসন রিক্তভূষণ গভীর শ্বসন ভরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। শ্বসমান (বিশেষণ) শ্বাস গ্রহণ ও ত্যাগে নিযুক্ত। শ্বসনা (বিশেষ্য) শ্বাস ত্যাগকারিণী (বাষ্পশিখা অনলশ্বসনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। শ্বসিত (বিশেষণ) ১ শ্বাসরূপে গ্রহণ ও ত্যাগ করা হয়েছে বা হচেচ এমন। ২ নিঃশ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগে যুক্ত। শ্বসিয়া (অসমাপিকা ক্রিয়া) শ্বাস ত্যাগ ক’রে (উঠিছে সে শ্বসিয়া শ্বসিয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শ্বস্+অন(ল্যুট্)}
- Bengali Word শ্বা English definition [শা] (বিশেষ্য) কুকুর (কেহ বলে খেলে শিবা শ্বা কঙ্ক শার্দূল-ঘনরাম চক্রবর্তী)। শুনী (স্ত্রীলিঙ্গ)। শ্বাদংষ্ট্র, শ্বাদন্ত (বিশেষ্য) ১ কুকুরের দাঁত। ২ মানুষের মুখগহ্বরে যে দাঁত শক্তদ্রব্য ভাঙতে বা কাটতে সাহায্য করে। {(তৎসম বা সংস্কৃত) √শ্ব+অন্(কনিন্)}