হ পৃষ্ঠা ১৯
- Bengali Word হামবাগ English definition [হাম্বাগ্] (বিশেষ্য) (বিশেষণ) ভান; ভানকারী। ¨ (বিশেষণ) দমবাজ; প্রতারক (শিক্ষিত হামবাগের দল-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Humbug}
- Bengali Word হামলা English definition [হাম্লা] (বিশেষ্য) ১ আক্রমণ। ২ চড়াও হওয়া (খাঁচার ঘুঘুর উপর হামলা করত-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ দাঙ্গা। {(আরবি) হমলাহ}
- Bengali Word হামলানো English definition [হাম্লানো] (ক্রিয়া) ১ বাছুরের অদর্শনে গাভীর হাম্বা রবে চিৎকার করা (গরুর মতো হামলাচ্ছ কেন?)। ২ প্রিয়বিরহে অস্থির হয়ে ডাকাডাকি। ¨ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √গম্>}
- Bengali Word হামান (মধ্যযুগীয় বাংলা) English definition [হামান্] (বিশেষ্য) তাতেঁ বোনা গাত্রবস্ত্র। {অজ্ঞাতমূল}
- Bengali Word হামানদিস্তা, হামানদিস্তে English definition [হামান্দিস্তা, হামানদিসতে] (বিশেষ্য) হাত দিয়ে কঠিন দ্রব্যাদি চূর্ণ করার উপযোগী লৌহ-পাত্র ও লৌহদন্ড (ভক্তের বুকের মধ্যে হামানদিস্তের ঘা পড়তে থাকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) হাবন্দস্তহ}
- Bengali Word হামাম, হাম্মাম English definition [হামাম্, হাম্মাম্] (বিশেষ্য) ১ স্নানাগার; গোসলখানা (খোলে হুরপরী মরি ফিরদৌসের হাম্মামে-কাজী নজরুল ইসলাম)। ২ সাধারণের ব্যবহারের জন্য গরম পানির গোসলখানা (মেয়েরা হাম্মাম পর্যন্ত পৌছাইয়া দিয়া সরিয়া দাড়ায়-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(আরবি) হামাম}
- Bengali Word হামার (মধ্যযুগীয় বাংলা) English definition [হামার্] (বিশেষ্য) শস্য সঞ্চয়ের গোলা বা সরাই (ধান্য বানু সরিষাতে পুরিবে হামার-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মরার>; (ফারসি) অনবর্}
- Bengali Word হামার, হামারি (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) English definition [হামার্, হামারি] (সর্বনাম) আমার (হামারি দুখের নাহি ওর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্>}
- Bengali Word হামায়িল শরীফ English definition ⇒ হেমায়েল শরিফ
- Bengali Word হামি English definition [হামি] (বিশেষ্য) রক্ষক; সাহায্যকারী; সহায়ক। হামিয়া (স্ত্রীলিঙ্গ)। হামি২ (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) হাই (হামি তুমি-মাধব দাস)। {(আরবি) হামী}
- Bengali Word হামিলা English definition ⇒ হামেলা
- Bengali Word হামে, হামক (মধ্যযুগীয় বাংলা,ব্রজবুলি) English definition [হামে, হামক] (সর্বনাম) আমাকে (হামক মন্দিরে যব আওর; হামে হেরি বিহসলি-বিদ্যাপতি.)। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্>}
- Bengali Word হামেলা, হামিলা English definition [হামেলা, হামিলা] (বিশেষণ) গর্ভবতী (হামেলা আওরতের গেল হামিল পড়ে-সৈয়দ হামজা)। {(আরবি) হামিলাহ}
- Bengali Word হামেশা, হামেসা, হামেহাল English definition [হামেশা, হামেসা, হামেহাল্] (ক্রিয়াবিশেষণ) ১ প্রায়ই (অকারণে মুচকি হাসি হামেসা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্বদা; সবসময়; চিরকাল (বড়দার মুখ হামেহাল পানের পিকে ভর্তি-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) হামীশাহ; (ফারসি) হমহ +(আরবি) হাল্}
- Bengali Word হাম্বর English definition [হাম্বর্] (বিশেষ্য) লোহার বড় হাতুড়ি (হাম্বর দিয়ে মিস্ত্রি কাজ করছে)। {(ইংরেজি) hammer}
- Bengali Word হাম্বা, হম্বা English definition [হাম্বা, হম্বা] (অব্যয়) গাভীর ডাক; গরুর ডাক। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) হম্বা>; ধ্বন্যাত্মকা}
- Bengali Word হাম্বীর, হাম্বির English definition [হাম্বির্] বি(সন্)রাগিনীবিশেষ (আমি হাম্বির আমি ছায়ানট, আমি হিন্দোল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হাম্বীর}
- Bengali Word হাম্ভী, হাম্বী (মধ্যযুগীয় বাংলা) English definition [হাম্ভি, হামবি] (বিশেষ্য) হাঁই; দীর্ঘশ্বাস।(সঘন ছাড়িল রাধা হাম্বী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) জৃম্ভন>}
- Bengali Word হাম্মাম English definition ⇒ হামাম
- Bengali Word হাযার English definition ⇒ হাজার