হ পৃষ্ঠা ২০
- Bengali Word হার ১ English definition [হার্] (বিশেষ্য) ১ এক প্রকার কন্ঠাভরণ; গলায় ঝুলিয়ে পরার অলঙ্কারবিশেষ (জলেতে ফেলিয়া হার তোল একেবারে-সৈয়দ আলাওল)। ২ মালা। ৩ হরণ; ভাগ। ৪ অনুপাত (শতকরা হারে)। ৫ দর; সংখ্যা বা পরিমাণ হিসেবে একক অনুসারে মূল্য। হারক (বিশেষ্য) ভাজক; divisor। ¨ (বিশেষণ) হরণকারী। হারাহারি (বিশেষ্য) ১ অনুপাত অনুযায়ী ভাগ-বাঁটোয়ারা। ¨ (বিশেষণ) গড়পরতা; অনুপাত অনুযায়ী গড়ে(হারাহারি ভাগ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(অণ্)}
- Bengali Word হার ২ English definition [হার্] (বিশেষ্য) পরাজয়; পরাভব (হার মানা হার-রবীন্দ্রনাথ ঠাকুর)। হারকাত (বিশেষ্য) খেলায় পরাজিত দল বা পক্ষ।{(তৎসম বা সংস্কৃত) √হৃ+অ(অণ্)}
- Bengali Word হারফনমওলা, হরফুনমৌলা English definition [হার্ফোন্মওলা,হার্ফুন্মোউলা] (বিশেষ্য) (বিশেষণ) ১ সর্ববিদ্যাবিশারদ। ২ (ব্যঙ্গার্থ)সবজান্তা; সকল কাজের কাজি। {(ফারসি) হরফনমওলা}
- Bengali Word হারমাদ, হার্মাদ English definition [হার্মাদ্] (বিশেষ্য) ১ পর্তুগিজ জলদস্যু (হার্মাদের নৌকা সঙ্গে হৈল দরশন-সৈয়দ আলাওল)। ২ যুদ্ধজাহাজ। হারমাদি (বিশেষ্য) হারমাদের মতো স্বভাব (এ কি হারমাদি-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। { (পর্তুগিজ) Armada}
- Bengali Word হারমোনিয়াম English definition [হারমোনিয়াম্] (বিশেষ্য) সুপরিচিত বাদ্যযন্ত্র । {(ইংরেজি) harmonium}
- Bengali Word হারা English definition [হারা] (ক্রিয়া) পরাজিত হওয়া; পরাজয় বরণ করা। ¨ (বিশেষ্য) পরাজয়। ¨ (বিশেষণ) ১ হারানো বা খোয়ানো গেছে বা নাশ হয়েছে এমন; বঞ্চিত; বিহীন (মাতৃহারা)। ২ হারিয়ে গেছে এমন (হারাধন)। হারানো (ক্রিয়া) ১ খোয়ানো। ২ পরাজিত করা; পরাস্ত করা। ৩ নিখোঁজ হওয়া; খোঁজ না পাওয়া (জিনিস হারানো)। ৪ হস্তচ্যুত হতে দেওয়া; ত্যাগ করা (সুযোগ হারানো)। ৫ নষ্ট করা (সম্পত্তি হারানো)। ৬ ঠিক না রাখা; বিকৃত করা (বুদ্ধি হারানো)। ৭ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ¨ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। হারাহারি (বিশেষ্য) ১ জয়-পরাজয়। ২ আনুপাতিক।{(তৎসম বা সংস্কৃত) হার+ (বাংলা) আ}
- Bengali Word হারাকিরি English definition [হারাকিরি] (বিশেষ্য) কোনো কাজে ব্যর্থতার দায়ভাগ বহন করে জাপানিদের পেট চিরে আত্নহত্যা করার প্রাচীন অভ্যাস। {জা. হারাকিরি}
- Bengali Word হারাঙ (মধ্যযুগীয় বাংলা) English definition [হারাঙ্] (ক্রিয়া) হারাই। হারাঙ হারাঙ (অব্যয়) হারাই হারাই; হারিয়ে ফেলি (হারাঙ হারাঙ হেন সদা করে চিত-বলরাম)। {হারাই>}
- Bengali Word হারাবলি, হারাবলী English definition [হারাবোলি] (বিশেষ্য) মুক্তাসমূহ দ্বারা প্রস্তুত কন্ঠহার; মুক্তাবলি। {(তৎসম বা সংস্কৃত) হার+আবলি}
- Bengali Word হারাম English definition [হারাম্] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মের বিধানে অবৈধ বা নিষিদ্ধ কাজ, বিষয়বস্ত বা প্রাণী (সে বিনে আমার এই দুনিয়ার সব আনন্দ-সুখ হারাম-কাজী নজরুল ইসলাম)। ২ শূকর। হারাম খাওয়া (ক্রিয়া) অবৈধ উপায়ে টাকা পয়সা গ্রহণ বা নিষিদ্ধ খাদ্য ভক্ষণ করা। হারাম খোর (বিশেষণ) হারাম খায় এমন। হারামজাদা, হারামজাদ (বিশেষণ) বেজন্মা; জারজ; এক প্রকার গালি। হারামজাদি/জাদী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হারামি (বিশেষ্য) (বিশেষণ) জারজ; অতিশয় পাজি বা দুর্জন; গালিবিশেষ (লোকটা আস্ত একটা হারামি)। হারাম মউত (বিশেষ্য) অবৈধ মৃত্যু; আত্নহত্যা(তাহলে দেখছি কোনদিন বিষ খেয়ে আমাকে হারামী মউত করতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হারাম}
- Bengali Word হারাহারি English definition ⇒ হার১
- Bengali Word হারি English definition [হারি] (বিশেষ্য) পরাভব; হার; পরাজয় (দুর্বল মনুষ্য হইলে এ অত্যাচার হারি মানিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ¨ (বিশেষণ) মনোহর; রুচির। হারিকন্ঠ (ক্রিয়া) কোকিল। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ই(ইঞ্)}
- Bengali Word হারিকেন English definition [হারিকেন্] (বিশেষ্য) বাতাস ও পানি হতে সুরক্ষিত কাচের আবরণযুক্ত এক প্রকার তেলের লন্ঠন; ঘূর্ণিঝড়। {(ইংরেজি) hurricane}
- Bengali Word হারিণ (বিরল) English definition [হারিন্] (বিশেষণ) হরিণসন্বন্ধীয়।¨ (বিশেষ্য) হরিণের মাংস। হারিণিক (বিরল) (বিশেষ্য) হরিণঘাতক; ব্যাধ। {(তৎসম বা সংস্কৃত) হরিণ+অ(অণ্)}
- Bengali Word হারিত ১ English definition [হারিতো] (বিশেষণ) ১ অপহারিত। ২ পরাজিত। {স.√হৃ+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word হারিত ২ English definition [হারিত্] (বিশেষণ) সবুজবর্ণবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) হরিত+অ(অণ্)}
- Bengali Word হারিদ্র English definition [হারিদ্দ্রো] (বিশেষণ) হারিদ্রাবর্ণবিশিষ্ট; হলদে। {(তৎসম বা সংস্কৃত) হরিদ্রা+অ(অণ্)}
- Bengali Word হারী(-রিন্) English definition [হারি্] (বিশেষণ) ১ হারশোভিত; হারযুক্ত। হারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইন্(ণিনি)}
- Bengali Word হারীত English definition [হারিত্] (বিশেষ্য) ১ শুকপাখি। ২ স্মৃতিশাস্ত্র প্রণেতা হিন্দু ঋষিবিশেষ (হারীতের বরে সূতা ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) হারিত>}
- Bengali Word হারুয়া English definition ⇒ হেরো