হ পৃষ্ঠা ২
- Bengali Word হওঁ (মধ্যযুগীয় বাংলা) English definition [হওঁ] (ক্রিয়া) হই (হওঁ মো গোআল জাতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হওন English definition [হয়োন্] (বিশেষ্য) ১ হওয়া; ঘটা; সংঘটন (ক্রুব্ধ হওন)। ২ জন্মগ্রহণ। ৩ স্থিতিকরণ; অবস্থান। ৪ কোনো অবস্থায় বা আকারে পরিণত হওয়া (কেবল ধার্মিক হওনের বাঞ্ছা করিলেই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) ভূ/> (বাংলা) √হ>}
- Bengali Word হওয়া English definition [হওয়া] (ক্রিয়া) ১ বর্তমান বা বিদ্যমান বা উপস্থিত থাকা। ২ ঘটা বা সংঘটিত হওয়া (কলহ বা বিবাদ বা মারামারি হওয়া)। ৩ উৎপন্ন হওয়া; ফলা; প্রসব করা; জন্মগ্রহণ করা (ক্ষেতে ভুট্টা হওয়া, সন্তান হওয়া)। ৪ জমা বা সঞ্চিত হওয়া (অনেক টাকা হয়েছে)। ৫ বৃদ্ধি পাওয়া; বেশি হওয়া (রাত হওয়া)। ৬ কুলানো; সংকুলান হওয়া। ৭ সম্পন্ন বা শেষ হওয়া (খাওয়া শেষ হয়েছে)। ৮ পরিণত বা রূপান্তর হওয়া (কাজ মাটি হওয়া; রক্ত জল হওয়া)। ৯ পদ বা স্থান লাভ করা; অবস্থা প্রাপ্ত হওয়া (মন্ত্রী বা বেকার হওয়া, মুক্ত হওয়া)। ১০ উপস্থিত বা প্রস্তুত হওয়া (খাওয়ার সময় হওয়া, রান্না হওয়া)। ১১ প্রকাশ লাভ করা; জাগরিত বা উদয় হওয়া (সন্ধ্যা হওয়া)। ১২ সঞ্চার বা উদ্রেক হওয়া (ভয় বা ক্রোধ হওয়া)। ১৩ ব্যেপে ঘটা বা চলা (সাত দিন হওয়া)। ১৪ সম্পূর্ণ হওয়া (কাজটা হয়েছে)। ১৫ নিজস্ব হওয়া; দখলে আসা (তুমি কি আমার হবে)। ১৬ পড়া বা পতিত হওয়া। ১৭ জোগাড় হওয়া বা জোটা; লাভ করা (চাকরি হওয়া, আনন্দ হওয়া)। ১৮ পড়া (বৃষ্টি হওয়া)। ১৯ উচিত; উপযুক্ত বা যোগ্য হওয়া (এমন স্থলে এমন কথা বলতে হয় না)। ২০ জীবন শেষ হয়ে আসা (রোগীর হয়ে এসেছে)। ২১ সম্বন্ধযুক্ত হওয়া (তিনি আমার আত্মীয় হন)। □ (বিশেষ্য) ১ জমা বা সঞ্চিত হওয়া। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) সম্পন্ন- প্রায়; সম্পাদিত (হওয়া কাজ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হক English definition [হক্] (বিশেষ্য) ১ ন্যায্য অধিকার; ন্যায্য স্বত্ব; দাবি (তখতের হক থাঁরাই-সৈয়দ মুজতবা আলী)। ২ ন্যায্য কথা (হক কথা নিতান্তই কর্কশ-মীর মশাররফ হোসেন)। □ (বিশেষণ) প্রকৃত সত্য; যথার্থ; সংগত (তুমি তোমার হক পথে থেকে কাজ করে যাও-ছদরুদ্দীন)। হক্কানি, হাক্কানি(বিশেষণ) ১ সত্য; খাঁটি; ন্যায্য (হক্কানি কথা কইছি-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। ২ ন্যায়পরায়ণ। হকদার (বিশেষণ) ন্যায্য অধিকারী; উচিত দাবিদার (পুরুষের সমান হকদার-মনোজ বসু)। হকিকত (বিশেষ্য) ঠিক বিবরণ; তথ্য; বয়ান। হকিকতনামা (বিশেষ্য) যথার্থ বিবরণ; প্রকৃত তথ্যাবলি সংবলিত বিবরণী (এই হকিকতনামা হইতে তৎকালীন ভাষ্য ও লিখন রীতির উদাহরণ পাওয়া যায়-সৈয়দ মুজতবা আলী)। হকিয়ত, হকিয়ৎ (বিশেষ্য) ১ স্বত্ব সাব্যস্তের বা নির্ণয়ের মামলা। ২ বাস্তবতা; যথার্থতা। হক-নাহক (ক্রিয়াবিশেষণ) সত্যমিথ্যা বা ন্যায়-অন্যায়ভাবে (দিন দিন মকদ্দমার সংখ্যা বেশী হইতেছে, হক- নাহক সামান্য কথায় দরখাস্ত পড়িতেছে-মীর মশাররফ হোসেন)। হক-হকুক (বিশেষ্য) সব রকম স্বত্ব; সকল প্রকার অধিকার (তার হক-হকুক তার দায়িত্বের দ্বারাই সংযত হয়ে থাকে-আবদুল মওদুদ)। {(আরবি) হক}
- Bengali Word হকচকানো English definition [হক্চকানো] (বিশেষ্য) ১ থতমত খাওয়া; হতভম্ব হওয়া; কিংকর্তব্যবিমূঢ় হওয়া। ২ বিষ্ময়ে বিহ্বল অবস্থা (যেখানে যাইতেছি সেখানেই তোলপাড় সবাই হকচকাইতেছে-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) হঠাৎ চকিত>}
- Bengali Word হকার ১ English definition [হকার্] (বিশেষ্য) হ-বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) হ+কার}
- Bengali Word হকার ২ English definition [হকার্] (বিশেষ্য) ১ ফেরিওয়ালা (একদিন একজন হকার দাদাকে কিছু জিনিষ বেচিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যারা প্রতিদিন ফেরি করে খবরের কাগজ ও অন্যান্য দ্রব্য বিক্রি করে (সকালে বিকালে হকারের হাতে, মাঠে মসজিদে দোকানে ও পাটে এত কথা ছাপা-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) hawker}
- Bengali Word হকারমার্কেট English definition [হকার্মার্কোট্] (বিশেষ্য) অস্থায়ী বাজার; ছোট ব্যবসায়ীদের গড়ে তোলা অস্থায়ী বাজার। {(ইংরেজি) hawker market}
- Bengali Word হকি English definition [হোকি] (বিশেষ্য) বক্রমুখ কাঠের যষ্টি দিয়ে বল নিয়ে এক প্রকার খেলা। হকিস্টিক (বিশেষ্য) হকি খেলার বাঁকা-মাথা লাঠি। {(ইংরেজি) hockey}
- Bengali Word হকিকত English definition [হোকিকত্] (বিশেষ্য) সত্য বা আসল ঘটনা। যথার্থ বর্ণনা। {(আরবি) হাকিকত}
- Bengali Word হকীম English definition ⇒ হকিম২
- Bengali Word হকু (মধ্যযুগীয় বাংলা) English definition [হকু] (ক্রিয়া) হোক; হউক (তোমার হকু যশঃ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) হকু(বর্ণপির্যয়ে)> হউক; (তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হঙ ১ (প্রাচীন বাংলা) English definition [হঙ্] (সর্বনাম) আমি। {(তৎসম বা সংস্কৃত) অহম্>হম্>হঙ}
- Bengali Word হঙ ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [হঙ্] (ক্রিয়া) হই; হও; হবো (পাপে মুক্তি হঙ-ভক্তি রত্নাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হছরত, হসরত English definition [হস্রত্] (বিশেষ্য) ১ খেদ; আকাঙ্ক্ষা; বাসনা (কয়া বলে যদি মেরা মেটাও হছরত-সৈয়দ হামজা)। ২ আফসোস; অনুতাপ। {(আরবি) হাস্রত}
- Bengali Word হজ, হজ্জ, হজ্ব English definition [হজ্] (বিশেষ্য) হিজরি জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সম্বলিত ইসলামি অনুষ্ঠান। {(আরবি) হজ্জ্}
- Bengali Word হজম English definition [হজোম্] (বিশেষ্য) ১ পরিপাক। ২ সহ্যকরণ (গালিটা সহজে হজম করেই বললাম, হুজুর মেহেরবানী চাইছি-শওকত ওসমানকত ওসমান; হজম করে শতেক দুঃখ, হজম করে অত্যাচার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ আত্মসাৎকরণ (ঘুষটা বেমালুম হজম করতে ওর হয়তো সঙ্কোচ হতে পারে-প্রেমেন্দ্র মিত্র)। হজমি, হজমী (বিশেষণ) পরিপাককরণে সাহায্যকারী; পরিপাকজনক। {(আরবি) হদম+(বাংলা) ই}
- Bengali Word হজরত, হযরত English definition [হজ্রত্] (বিশেষ্য) সম্ভ্রমের পাত্র; মহাত্মা; পয়গম্বার; অতি সম্মানিত ব্যক্তি (হজরত মুহম্মদ (সা.))। {(আরবি) হদরত}
- Bengali Word হজিমত English definition [হোজিমত্] (বিশেষ্য) পরাজয়; ধ্বংস (ডরাইলে হজিমত কেতাবেতে লেখে-সৈয়দ হামজা)। {(আরবি) হাজিমাত}
- Bengali Word হজ্জ English definition ⇒ হজ