হ পৃষ্ঠা ২২
- Bengali Word হালি ৩ English definition [হালি্] (বিশেষণ) ১ নতুন বছরের (হালি চাউল)। ২ টাটকা (হালি ডিম)। ৩ চারটি (এক হালি আম)। {(আরবি) হাল+ই}
- Bengali Word হালিক English definition ⇒ হাল১
- Bengali Word হালিয়া, হালি ৪ English definition [হালিয়া, হালি্] (বিশেষ্য) (বিশেষণ) কৃষক; হালচাষকারী। {(তৎসম বা সংস্কৃত) হাল+ইয়া, ই}
- Bengali Word হালুইকর English definition [হালুইকর্] (বিশেষ্য) ময়রা; মিষ্টি প্রস্তুতকারী। {(ফারসি) হাল্রা+গর}
- Bengali Word হালুম English definition [হালুম্] (অব্যয়) বাঘের ডাক; ব্যাঘ্র-গর্জন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হালুয়া English definition [হালুয়া] (বিশেষ্য) মোহনভোগ; ঘি চিনি দুধ দিয়ে বা অন্যান্য বস্তু থেকে প্রস্তুত মিষ্টান্নবিশেষ (চিনি নিয়ে আয় তো খোকা একটু হালুয়া করি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) হাল্রা}
- Bengali Word হালে English definition [হালে্] বিন সম্প্রতি; ইদানীং। {(আরবি) হাল+ (বাংলা) এ}
- Bengali Word হাল্কা English definition ⇒ হালকা
- Bengali Word হাল্লাক English definition ⇒ হালাক
- Bengali Word হাশর English definition [হাশোর্] (বিশেষ্য) পুনরুত্থান; কিয়ামত; শেষ বিচারের দিন; আল্লাহর বিচারের দিন (স্বপনে দেখিনু হাশরের ময়দান-মোহিতলাল মজুমদার)। {(আরবি) হাশ্র}
- Bengali Word হাশিশ, হাশীশ English definition [হাশিশ্] (বিশেষ্য) ১ ভাং; মাদক দ্রব্যবিশেষ (হাশিশ খাওয়ায়ে অজ্ঞান করে রেখেছিল এতদিন-মোহিতলাল মজুমদার)। ২ ক্লান্তিনাশক; শান্তিদায়ক (বেদনা ও প্রশান্তি হাশিশ ঢেলে দিই নিঃশব্দ সেথায়-বিষ্ণু দে)। {(আরবি) হাশীশ}
- Bengali Word হাশিয়া English definition [হাশিয়া] (বিশেষ্য) ১ শাড়ি বা শালের ফুলতোলা পাড়বিশেষ। ২ পুস্তকের পার্শ্বে লিখিত টীকা। {(আরবি) হাশিয়াহ}
- Bengali Word হাস English definition [হাশ্] (বিশেষ্য) ১ হাস্য; হাসি (পুস্প সম পূণ্য হাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উপহাস। হাসক (বিশেষণ) হাসায় এমন। হাসিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হস্+অ(ঘঞ্)}
- Bengali Word হাসনাহেনা, হাসনুহানা, হাসনোহানা English definition [হাশনাহানা, হাসনুহানা, হাসনোহানা] (বিশেষ্য) এক প্রকার ছোট সাদা সুগন্ধি ফুল। {জা. হাস-উ-নো-হানা}
- Bengali Word হাসপাতাল English definition [হাশ্পাতাল্] (বিশেষ্য) রোগীদের চিকিৎসালয়; রুগ্নাবাস; সাধারণের চিকিৎসালয়। {(ইংরেজি) hospital}
- Bengali Word হাসলি English definition [হাশ্লি] (বিশেষ্য) হাঁসুলি; অর্ধচন্দ্রাকার হার (নাকেতে বুলক, গলায় হাসলী, গোল খাড়ু দুটি পায়-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) হাঁসুলি>}
- Bengali Word হাসা English definition [হাশা] (ক্রিয়া) হাস্য করা। ¨ (বিশেষ্য) হাস্য। হাসানো (ক্রিয়া) হাসতে বাধ্য করা; উপহাস্য হওয়া; লোক হাসানো। হাসাহাসি (বিশেষ্য) পরস্পরের কথায় বা ইঙ্গিতে হাস্য-রহস্য করা। হেসে কুটি কুটি হওয়া (ক্রিয়া) হাসতে হাসতে আত্নহারা হওয়া; প্রচুর পরিমাণে হাসা। {(তৎসম বা সংস্কৃত) হাস+ (বাংলা) আ}
- Bengali Word হাসি English definition [হাশি] (বিশেষ্য) ১ হাস্য; হাস। ২ উপহাস (হাসির পাত্র হওয়া)। হাসি-কান্না (বিশেষ্য) ১ বিষাদ ও আনন্দের মিশ্রিত ভাব। ২ হাস্য ও ক্রদন। হাসিখুশি (বিশেষণ) হাসি ও আনন্দে পরিপূর্ণ। হাসিঠাট্টা, হাসি তামাশা (বিশেষ্য) রঙ্গরস; রঙ্গরসিকতা; ঠাট্টা-তামাশা। হাসি-মুখ (বিশেষ্য) সহাস্য বদন; হাসিতে পূর্ণ মুখমন্ডল। হাসি হাসি (বিশেষণ) প্রফুল্ল; আনন্দময়; সামান্য হাস্যময়; ঈষৎ হাসিযুক্ত। অট্টহাসি (বিশেষ্য) সশব্দে দীর্ঘ হাস্য। কাস্ঠহাসি (বিশেষ্য) নীরস কৃত্রিম হাস্য। দেঁতো হাসি (বিশেষ্য) দন্ত প্রদর্শনে সীমাবদ্ধ আন্তরিকতাশূন্য কৃত্রিম। দেখনহাসি (বিশেষ্য) দর্শনমাত্র মুখের হাস্যময় অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) হাস্য> (প্রাকৃত) হস্স>হাস+ই}
- Bengali Word হাসিকা English definition [হাশিকা] (বিশেষ্য) হাস্য সৃষ্টিকারী। {(তৎসম বা সংস্কৃত) √হস্+ই(ণিচ্)+ক(কন্)+আ}
- Bengali Word হাসিনা, হাসীনা English definition [হাসিনা] (বিশেষ্য) সুন্দরী (ভোরের পেয়ালা কানা ভোর হাতে হাতে দেয় হাসিনা-সাকী-মোহিতলাল মজুমদার)। {(আরবি) হাসিনাহ}