হ পৃষ্ঠা ৩৯
- Bengali Word হোস্টেল, হস্টেল English definition [হোস্টেল্] (বিশেষ্য) ছাত্রাবাস; ছাত্রীনিবাস (এমনি কোন হস্টেলে গিয়েই উঠবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) hostel}
- Bengali Word হোড় ১ English definition [হোড়্] (বিশেষ্য) ১ পাঁক; জল-কাশীরাম দাস। ২ কর্দমকুণ্ড। {হাওর>হোড়}
- Bengali Word হোড় ২ English definition [হোড়্] (বিশেষ্য) ১ নৌকাবিশেষ। ২ বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষের পদবি। {(তৎসম বা সংস্কৃত) √হোড়্+অ(অল্)}
- Bengali Word হোড় ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [হোড়্] (বিশেষ্য) পণ; বাজি (মন্মাধুর্য রাধাপ্রেম দোঁহে হোড় করি-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) হার>}
- Bengali Word হোয় English definition (ব্রজবুলি), হোয়ে (ব্রজবুলি) [হোঅ, হোয়ে] (ক্রিয়া) হয়; হয়ে থাকে (ক্ষণে হোয় ভোর-বিদ্যাপতি)। হোয়ত (ক্রিয়া) হয়। হোয়ব (ক্রিয়া) হবে। হোয়বি (ক্রিয়া) হবি। হোয়ল (ক্রিয়া) হলো। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>√হ>}
- Bengali Word হৌজ English definition [হৌউস্] (বিশেষ্য) চৌবাচ্চা। {(আরবি) হারদ}
- Bengali Word হৌস English definition [হোউস্] (বিশেষ্য) ১ বাণিজ্য কুঠি। ২ সওদাগরি দপ্তর বা অফিস (সওদাগর সাহেবদিগের হৌসে অনায়াসে কর্ম হইত-বিদ্যাপতি)।৩ ব্যবসায়ীর দল বা ব্যবসায় প্রতিষ্ঠান; firm। {(ইংরেজি) house}
- Bengali Word হ্যাঁ English definition ⇒ হাঁ
- Bengali Word হ্যাঁগা, গা English definition [হ্যাঁগা, গা] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ (হ্যাঁগা শুন্চ; শুনচ গা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হ্যাঁচকা English definition ⇒ হেঁচকা
- Bengali Word হ্যাংলা, হ্যাঙলা English definition [হ্যাঙ্লা] (বিশেষণ) ১ হীনভাবে লোভ প্রকাশ করে এমন। ২ খেলো ধরনের; লঘুচিত্ত। হ্যাংলাপনা, হ্যাংলামি (বিশেষ্য) অশোভন লোলুপতা; হীনভাবে লোভের প্রকাশ; লঘুচিত্ততা।
- Bengali Word হ্যাজাক English definition [হ্যাজাক্] (বিশেষ্য) অধিকতর উজ্জ্বল আলোমানকারী গ্যাসের বাতিবিশেষ (হ্যাজাক দুটো ধরালো-সৈয়দ সুলতান)। {অজ্ঞাতমূল}
- Bengali Word হ্যাট, হেট English definition [হ্যাট্] (বিশেষ্য) সাহেবি টুপি (আবিদ হেট মাথায় ছড়ি হাতে; একটি হ্যাট-কোটধারী বাইশ-তেইশ বছরের ছেলে-রাজশেকর বসু (পরশু)। {(ইংরেজি) hat}
- Bengali Word হ্যাদান English definition ⇒ হেদান
- Bengali Word হ্যাদে English definition ⇒ হেদে
- Bengali Word হ্যান্ডনোট English definition [হ্যান্ড্নোট] (বিশেষ্য) ঋণ স্বীকারপত্র; যে কাগজে ঋণ গ্রহণের পরিমাণ ইত্যাদি লিখে ঋণগ্রহীতা স্বাক্ষর করে; খত; হাতচিঠা (হ্যাণ্ডনোট লিখে দিয়ে সে টাকাটা নিল)। {(ইংরেজি) handnote}
- Bengali Word হ্যান্ডবিল English definition [হ্যান্ড্বিল্] (বিশেষ্য) প্রচারপত্র (বাজনা বাজিয়ে হ্যাণ্ডবিল বিলি করে-সৈয়দ শাসসুল হক)। {(ইংরেজি) handbill}
- Bengali Word হ্যাপা English definition ⇒ হেপা
- Bengali Word হ্রদ English definition [রদ, হ্রদ্] (বিশেষ্য) চতুর্দিকে স্থলবিশিষ্ট বৃহৎ স্বাভাবিক জলাশয়। {(তৎসম বা সংস্কৃত) √হ্রাদ্+অ(অচ্)}
- Bengali Word হ্রস্ব English definition [রশ্শো, হ্রশ্শো] (বিশেষণ) ১ ক্ষুদ্র; খর্ব; বেঁটে; খাটো; বামন। ২ হালকা; লঘুভার। ৩ সামান্য; কম; অল্প। ৪ (ব্যাকরণ) একমাত্র উচ্চারণবিশিষ্ট বর্ণ (যথা-ই, উ)। হ্রস্বতা, হ্রস্বত্ব (বিশেষ্য) ১ ক্ষুদ্রতা; খর্বতা। ২ লঘুতা। ৩ অল্পতা। হ্রস্ব-দীর্ঘ জ্ঞান (বিশেষ্য) ১ সাধারণ জ্ঞান; common sense; কাণ্ডজ্ঞান। ২ ছোট-বড় বা জ্যেষ্ঠ-কনিষ্ঠ বা উচ্চ-নিচের প্রভেদ জ্ঞান; লঘু-গুরু জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) √হ্রস্+ব(বন্)}