হ পৃষ্ঠা ৪১
- Bengali Word হয় ১ English definition [হয়্] (বিশেষ্য) অশ্ব; ঘোড়া। হয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। হয়গ্রীব (বিশেষণ) অশ্বের গ্রীবার মতো। হয়গ্রীবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হয়্+অ(অচ্)}
- Bengali Word হয় ২ English definition [হয়্] (ক্রিয়া) ১ ঘটে। ২ জন্মে (বাংলা হ ধাতুর নিত্য বর্তমানে প্রথম পুরুষের রূপ)। হয়কে নয় করা (ক্রিয়া) যা ঘটে বা সংঘটিত হয় তাকে ঘটে না বা ঘটেনি বলে প্রতিপন্ন করা; সত্যকে মিথ্যারূপে প্রমাণ করা। হয় হয় (বিশেষণ) অতি আসন্ন; নিতান্ত নিকটবর্তী (মনে করি হয় হয় তবু কেন হয় না)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হয় ৩ English definition [হয়] (অব্যয়) বিকল্পে (হয় তুমি, নয় সে)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হয় ৪ (মধ্যযুগীয় বাংলা) English definition [হয়্] (ক্রিয়া) হও। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হয়তো, হয়ত English definition [হয়্তো] (ক্রিয়াবিশেষণ) সম্ভবত; হতেও পারে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হয়রান, হয়রাণ English definition [হয়্রান্] (বিশেষণ) ক্রান্ত; পরিশ্রান্ত (আমরা বেরঙা বর্ণপরিচয় পড়ে পড়ে হয়রান হতে থাকলাম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ উত্ত্যক্ত; জ্বালাতন। ৩ উৎপীড়িত; নাকাল। হয়রান পেরেশান, হয়রান পরিশান (বিশেষণ) ১ পরিশ্রম হেতু অতিশয় ক্লান্ত বা অত্যন্ত পরিশ্রান্ত (এই দাখিল- খারিজ সূত্রে প্রজাকে যে কি পর্যন্ত হয়রান-পরিশান করা যায় ও করা হয়-প্রাচৌ)। ২ অতিশয় বিব্রত (তাহাকে হয়রান পেরেশান করিতেন-মোজাম্মেল হক)। হয়রানি, হয়রানী (বিশেষ্য) ১ হয়রান হওয়ার ভাব; নাকালের একশেষ (ধর্ম এ নয় হয়রাণী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিব্রত অবস্থা (জনসাধারণ ভীষণভাবে হয়রাণিতে ভোগতো-মুঃ আবদুর রাজ্জাক)। {(আরবি) হয়রান}
- Bengali Word হয়ে, হইয়া, হ’য়ে English definition [হোয়ে, হোইয়া, হোয়ে] (অব্যয়) ১ পক্ষে বা প্রতিনিধিরূপে (সে আমার হয়ে বললো)। ২ পথিমধ্যে কোনো স্থান ঘুরে যাওয়া (অফিস থেকে আসার পথে বাজারটা হয়ে এসো)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}