হ পৃষ্ঠা ১৭
- Bengali Word হানি English definition [হানি] (বিশেষ্য) ১ ক্ষতি; অপচয়; লোকসান (তাহাতে হানি কি)। ২ দোষ-ক্রুটি। ¨ (বিশেষণ) নাশ (প্রাণহানি)। হানিকর, হানিজনক (বিশেষণ) ১ ক্ষতিকর। ২ বিনাশক। {(তৎসম বা সংস্কৃত) √হা+তি(ক্তি)}
- Bengali Word হানিফি English definition ⇒ হানাফী
- Bengali Word হানো, হান English definition [হানো] (ক্রিয়া) ১ নিক্ষেপ করো; মারো (হান রহিমার বুকে তোমার শাণিত অস্ত্র-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত) √হা+ (বাংলা) আনো}
- Bengali Word হাপর English definition [হাপোর্] (বিশেষ্য) ১ চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য নলসংযুক্ত চামড়ার তৈরি থলি; ভস্ত্রা (রেতো তার হাপর ঠেলতে ঠেলতে তাকে একবার আড়নয়নে দেখে নিল-কাজী নজরুল ইসলাম)। ২ জেলেদের মাছ জিইয়ে রাখার আধারবিশেষ। ৩ যেখানে বীজ অঙ্কুরিত হয়। {(তৎসম বা সংস্কৃত) খর্পর>}
- Bengali Word হাপরানো English definition [হাপ্রানো] (ক্রিয়া) তরল খাদ্য সশব্দে খাওয়া। ¨ (বিশেষ্য) উক্ত অর্থে। {√হাপরা>}
- Bengali Word হাপিত্যাশ English definition ⇒ হা
- Bengali Word হাপু English definition [হাপু] (বিশেষ্য) দুশ্চিন্তা; ভাবনা; প্রমাদ; হাহুতাশ (মালিনী বলিছে বাপু এত কেন ভাব হাপু-ভারতচন্দ্র রায়গুণাকর)। {হাঁপ>}
- Bengali Word হাপুতা, হাপুতি, হাপুতী (মধ্যযুগীয় বাংলা) English definition [হাপুতা, হাপুতি, হাপুতী] (বিশেষণ) অপুত্রক বা পুত্রহীনা (হাপুতির পুত্র যেন দরিদ্রের কড়ি-কাশীরাম দাস)। হাপুতিনী (বিশেষণ) মৃত কন্যার জন্য শোকাতুরা। হাপুত (পুংলিঙ্গ)। {হা+ (তৎসম বা সংস্কৃত) পুত্র>পুত+আ,ই,ঈ}
- Bengali Word হাপুস ১ English definition [হাপুশ্] (অব্যয়) হাপরানোর শব্দ(হাপুস হাপুস করে খাওয়া)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাপুস ২ English definition [হাপুশ্] (বিশেষণ) বাস্পাচ্ছন্ন; অশ্রুপূর্ণ(হাপুস নয়ন)। হাপুস নয়নে (বিশেষ্য) অশ্রুপূর্ণ নয়নে (হাপুস নয়নে কাঁদিতে লাগিলেন-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সবাস্প>(বর্ণবিপর্যয়ে)বাপস>}
- Bengali Word হাফ English definition [হাফ্] (বিশেষণ) ১ অর্ধ; অর্ধেক (হাফ হাতা)। ২ খাটো; অল্প হ্রস্ব (হাফ প্যান্ট)।হাফ-আখড়াই (বিশেষ্য) ১ আখড়াই অপেক্ষা অল্প সময় স্থায়ী সঙ্গীত-সভাবিশেষ। ২ বাংলার প্রাচীন সঙ্গীতের বৈঠকবিশেষ। হাফ-টাইম (বিশেষ্য) বিরতি; অর্ধেক সময়(হাফ টাইমের পর খেলাটা যদি দেখতেন-সৈয়দ মুজতবা আলী)। হাফটিকিট (বিশেষ্য) অল্পবয়স্ক যাত্রী বা দর্শকের জন্য অর্ধেক বা অপেক্ষাকৃত কম মাশুলে ক্রয়যোগ্য টিকিট। হাফডে, হাফ-হলিডে (বিশেষ্য) কর্মস্থানে বা বিদ্যালয়ে একবেলা ছুটি। {(ইংরেজি) Half}
- Bengali Word হাফটোন English definition [হাফ্টোন্] (বিশেষ্য) রং এবং সূক্ষ্ণ রেখা দ্বারা তৈরি আলোকচিত্র। {(ইংরেজি) Halftone}
- Bengali Word হাফারখানা English definition [হাফার্খানা] (বিশেষ্য) নহবৎখাতা (রসুন-চকী বাজায়ে তারা হাফারখানা ঘরে-ময়মনসিংহ গীতিকা)।{অজ্ঞাতমূল}
- Bengali Word হাব ১ English definition [হাব্] (বিশেষ্য) মনোহর লাস্য বা বিলাস -ভঙ্গি। হাবভাব (বিশেষ্য) ১ ছলাকলা (হাববাব করে এসে বলে আমি এই কারণে সুন্দর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ চালচলন। {(তৎসম বা সংস্কৃত) √হেব+অ(ঘঞ্)}
- Bengali Word হাব ২ English definition [হাব্] (বিশেষ্য) আহবান। {(তৎসম বা সংস্কৃত) √হেব+অ(ঘঞ্)}
- Bengali Word হাবজা English definition [হাব্জা] (বিশেষ্য) জঞ্জাল; আর্বজনা; বাজে বা অসার বস্তু; অকিঞ্চিৎকর জিনিস। হাবগোবজা (বিশেষণ) তুচ্ছ; অকিঞ্চিৎকর অসার বাজে পাঁচমিশালি। {(তৎসম বা সংস্কৃত) আবর্জনা>}
- Bengali Word হাবলা English definition [হাবলা] (বিশেষণ) ১ হাবা; নির্বোধ; বুদ্ধিহীন। ২ হাবার তুল্য। {(ফারসি) আব্লহ্}
- Bengali Word হাবলি English definition ⇒ হাবেলি
- Bengali Word হাবশি, হাবসি, হবশী English definition [হাবশি,হাবসি,হব্শি্] (বিশেষ্য) ১ আবিসিনিয়ার অধিবাসী (হাবসী কালো লোকমানেরে মানে আরব আর ইরানী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কাফরি; নিগ্রো। হাবশিখানা (বিশেষ্য) হাফশিদের বাসস্থান (দিলেক হাবসিখানা অন্ন-জলে কৈল মানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) হবশী}
- Bengali Word হাবা English definition [হাবা] (বিশেষণ) ১ মূক। ২ অতিশয় নির্বোধ; গোবেচারা; হাবলা (হায় হাবা মেয়ে, সব ভুলে গেলি দয়িতের কাছে এসে-কাজী নজরুল ইসলাম)। ৩ স্থূলবুদ্ধি। ৪ সামান্য বিকৃতমস্তিস্ক। হাবাকালা (বিশেষণ) মূক ও বধির। ২ বুদ্ধি -বিবেচনাহীন। হাবাগঙ্গারাম, হাবাগবা, হাবাগোবা (বিশেষণ) বোকা ও মুখচোরা বা বোবা। {(ফারসি) আব্লহ্}