ই পৃষ্ঠা ১০
- Bengali Word ইমান, ঈমান English definition [ইমান্] (বিশেষ্য) ১ আল্লাহর ফিরিশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবী-রসুলগণ, শেষ বিচারের দিন ভাগ্যের ভালো-মন্দ ও মৃত্যুর পর পুনরুত্থান-এই সবের উপর বিশ্বাস (আরবে আরবী ভাষে পাইল ইমান-সৈয়দ মুজতবা আলী)। ২ বিশ্বাস। ইমানদার (বিশেষণ) ১ ধর্মবিশ্বাসী; আস্তিক; ধার্মিক। ২ বিশ্বস্ত। ইমানদারি (বিশেষ্য) ধর্মশীলতা; বিশ্বস্ততা; সাধুতা। {(আরবি) ঈমান }
- Bengali Word ইমাম মেহদী, ইমাম মাহদী English definition [ইমাম্মেহদি, ইমাম্মাহ্দি] (বিশেষ্য) শিয়াদের শেষ-ইমাম-ইসলামের সংস্কারের জন্য তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন এমন ধারণা করা হয়। {(আরবি) ইমাম মেহদী }
- Bengali Word ইমাম, এমাম English definition [ইমাম্, এমাম] (বিশেষ্য) ১ যিনি নামাজে নেতৃত্ব করেন; যাঁর পেছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়া হয় (কোথায় ইমাম? কোন্ সে খোৎবা পড়িবে আজিকে ঈদে?-কাজী নজরুল ইসলাম)। ২ ধর্মীয় নেতা বা পথ প্রদর্শক শাস্ত্রবিদ (ইমাম আবু হানীফা, ইমাম বোখারি)। ইমামত, ইমামতি, ইমামত্ব, এমামতি, এমামত্ব (বিশেষ্য) ১ নামাজের নেতৃত্ব; জামাতের নামাজ পরিচালনা করা। ২ নেতৃত্ব (ইমামতি তুমি করিবে না জানি, তুমি গাজী মহাবীর-কাজী নজরুল ইসলাম)।
- Bengali Word ইমামবাড়া English definition (বিশেষ্য) মুহররমের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত গৃহবিশেষ – যে স্থানে শিয়া সম্প্রদায় মুহরমের তাজিয়া রাখে। {(আরবি) ইমাম }
- Bengali Word ইমারত, এমারত English definition [ইমারত্, এমারত] (বিশেষ্য) দালান; অট্টালিকা; পাকাবাড়ি (ভাষার আশার গড়ি ইমারত-হাসান হাফিজুর রহমান)। {(আরবি) ‘ইমারত }
- Bengali Word ইমিটেশন English definition [ইমিটেশন্] (বিশেষ্য) নকল (ছিনতাইয়ের ভয়ে ইমিটেশনের গয়না পরে বের হলেন)। {(ইংরেজি) imitation}
- Bengali Word ইরম্মদ English definition [ইরম্মদ্] (বিশেষ্য) ১ বিদ্যুৎ; বজ্রাগ্নি (যুঝিতে লাগিলা দোঁহে, ইরম্মদ বেগে-কায়কোবাদ)। ২ বাড়বাগ্নি। ৩ হাতি। {(তৎসম বা সংস্কৃত) ইরা+ Öমদ্+অ(খশ্)}
- Bengali Word ইরশাদ English definition ⇒ এরশাদ
- Bengali Word ইরশাল, ইরসাল English definition [ইর্শাল্] (বিশেষ্য) ১ খাজনার চালান। ২ খাজনা; কর (তুমি যে রাজার লোক চাহ ইরশাল-ঘনরাম চক্রবর্তী)। {(আরবি) ইর্সাল }
- Bengali Word ইরা English definition [ইরা] (বিশেষ্য) ১ পৃথিবী (ইন্দিবর নয়নী ইঙ্গিতে ইচ্ছ ইরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বাণী। ৩ জল; পানি। ৪ অন্ন। ৫ সুরা। {(তৎসম বা সংস্কৃত) Öই+র(রন্)+আ(টাপ্)}
- Bengali Word ইরাক English definition [ইরাক্] (বিশেষ্য) মধ্যপ্রাচ্যের একটি দেশ। ইরাকি, ইরাকী (বিশেষণ) ১ ইরাক দেশীয়; ইরাক জাতীয়; ইরাকে জাত। ২ ইরাক দেশ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ইরাক দেশের অধিবাসী। {(আরবি) ইরাক }
- Bengali Word ইরাদা English definition ⇒ এরাদা
- Bengali Word ইরান English definition [ইরান্] (বিশেষ্য) পারস্য দেশ। ইরানি (বিশেষণ) ১ ইরান বা পারস্যদেশীয়; পারস্য জাতীয়; ইরানে জাত (ইরানি মেয়ে)। ২ ইরান বা পারস্য দেশ সম্বন্ধীয়। ৩ ইরান বা পারস্য দেশের অধিবাসী। {(ফারসি) ইরান্ }
- Bengali Word ইরাবতী English definition [ইরাবোতি] (বিশেষণ) পাঞ্জাবের অন্তর্গত রাবী নদী; ব্রহ্মদেশের নদী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ইরা+বৎ+ঈ(ঙীপ্)}
- Bengali Word ইর্সাল English definition ⇒ ইরসাল
- Bengali Word ইলচি ১, ইলচে English definition [ইল্চি, ইল্চে] (বিশেষ্য) চিংড়ি মাছ (থোড় উডুম্বর ইলচি মাছে, খাইলে মুখের অরুচি ঘুচে-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) অধম; নিকৃষ্ট। {ইচলি ((তৎসম বা সংস্কৃত) ইঞ্চক)> (বর্ণবিপর্যয়) ইলচি>ইলচে}
- Bengali Word ইলচি ২ English definition [ইল্চি] (বিশেষ্য) দূত; রাতদূত। {(তুর্কি) ইলচি }
- Bengali Word ইলচে English definition ⇒ ইলচি
- Bengali Word ইলজাম, ইলযাম English definition ⇒ এলজাম
- Bengali Word ইলশাগুড়িঁ, ইলশেগুঁড়ি English definition [ইল্শাগুঁড়ি, ইল্শেগেুঁড়ি] (বিশেষ্য) গুঁড়িগুঁড়ি বৃষ্টি; drizzle-এইরূপ বৃষ্টির সময়ে জালে অধিক ইলিশ মাছ ধরা পড়ে, এরকম ধারণা (ইলশেগুঁড়ি বৃষ্টি দেখেই ঘর ছুটিস সব রাম-ছাগল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ইলীশ>ইলশা, ইলশে+গুঁড়ি}