ই পৃষ্ঠা ১২
- Bengali Word ইশাদ English definition ⇒ ইশাদি
- Bengali Word ইশাদি, ইসাদি, ইশাদ English definition [ইশাদি, ইশাদি, ইশাদ্] (বিশেষ্য) সাক্ষী। (=সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা)। {(আরবি) ইশ্হাদ +(ফারসি) ঈ }
- Bengali Word ইশারা English definition [ইশারা] (বিশেষ্য) ইঙ্গিত; সঙ্কেত (নিত্যকালের প্রিয়া আমায় ডাক্ছে ইশারায়-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ইশার:}
- Bengali Word ইষু English definition [ইশু] (বিশেষ্য) বাণ; শর; তীর; (শূলদণ্ড ইষু পাশ করে-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্+উ(কু)}
- Bengali Word ইষ্ট ১ English definition [ইশ্টো] (বিশেষ্য) যজ্ঞাদি কর্ম। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্ + ত(ক্ত)}
- Bengali Word ইষ্ট ২ English definition [ইশ্টো] (বিশেষণ) ১ কাম্য; বাঞ্ছিত; অভিলষিত (ইষ্টকর্ম)। ২ কল্যাণকর (ইষ্ট চিন্তা) ৩ পূজিত; উপাস্য (ইষ্টদেবতা)। ৪ আত্মীয় বা প্রিয় (ইষ্টকুটুম্ব, ইষ্টজন)। □ (বিশেষ্য) ১ কল্যাণ (ইষ্টকামনা)। ২ কাম্যবস্তু বা বিষয় (ইষ্টলাভ)। ৩ প্রিয়জন; আত্মীয়স্বজন (মাতাপিতা ইষ্টগণে অনেক চিন্তিল-দৌলত উজির বাহরাম খান)। ইষ্টকবচ (বিশেষ্য) অভীষ্টসিদ্ধির জন্য মন্ত্রপূত মাদুলি; তাবিজ। কুটুম্ব (বিশেষ্য) আত্মীয়স্বজন। ইষ্টগোষ্ঠী (বিশেষ্য) ১ একই গুরুর শিষ্যদের বা একই সম্প্রদায়ের লোকদের মধ্যে আলাপ-আলোচনা ও ভাব-বিনিময় (ইষ্টগোষ্ঠী বিচার করি না করিহ রোষে-কৃষ্ণদাস কবিরাজ)। ২ আত্মীয় বা প্রিয়জনের সঙ্গসুখ উপভোগ। ইষ্টফল (বিশেষ্য) অভিপ্রেত ফল; কাম্যফল। ইষ্টবিয়োগ (বিশেষ্য) প্রিয়জন বা আত্মীয় স্বজনের মৃত্যু। ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি (বিশেষ্য) মনোবাঞ্ছা পূরণ; অভিপ্রেত বিষেয়ে সাফল্য। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্+ত(ক্ত)}
- Bengali Word ইষ্টক English definition [ইশ্টক্] (বিশেষ্য) ইট। ইষ্টকখণ্ড (বিশেষ্য) ইটের টুকরা; ভাঙ্গা ইট। ইষ্টকজর্জর (বিশেষণ) ইষ্টকজীর্ণ; ইট ধ্বসে পড়েছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে এমন (গলির ভিতরকার ইষ্টজর্জর .... বাড়িগুলির-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইষ্টকালয় (বিশেষ্য) পাকাবাড়ি; দালান-কোঠা। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্+ত(ক্ত)+ক}
- Bengali Word ইষ্টানিষ্ট English definition [ইশ্টানিশ্টো] (বিশেষ্য) লাভ ও ক্ষতি; উপকার ও অপকার; হিতাহিত (লেখার ইষ্টানিষ্ট অনুধাবন করবেন-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) ইষ্ট+অনিষ্ট}
- Bengali Word ইষ্টাপত্তি English definition [ইশ্টাপোত্তি] (বিশেষ্য) অভীষ্টসিদ্ধি; বাঞ্ছিত বস্তু বা বিষয় লাভ। {(তৎসম বা সংস্কৃত) ইষ্ট+আপত্তি}
- Bengali Word ইষ্টাপূর্ত English definition [ইশ্টাপুর্তো] (বিশেষ্য) জনহিতকর কাজ; জলাশয় খনন, রাস্তাঘাট তৈরি, উপাসানালয় নির্মাণ প্রভৃতি কাজ। {(তৎসম বা সংস্কৃত) ইষ্ট+আপূর্ত}
- Bengali Word ইষ্টি ১ English definition [ইশ্টি] (বিশেষ্য) ইচ্ছা; অভিলাষ (ইষ্টিকুটুম)। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্+তি(ক্তি)}
- Bengali Word ইষ্টি ২ English definition [ইশ্টি] (বিশেষ্য) ১ যজমান কর্তৃক অনুষ্ঠেয় যজ্ঞ। ২ মন্ত্রদাতা গুরু (ইষ্টি আর পুরোহিত, যাহা হতে অর্থস্থিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্+তি(ক্তি>)}
- Bengali Word ইষ্টিকা English definition [ইশ্টিকা] (বিশেষ্য) গুঁড়া; সুরকি। {(তৎসম বা সংস্কৃত) ইষ্ট+ক+আ}
- Bengali Word ইস, ইশ, ঈস English definition [ইশ্] (অব্যয়) বিস্ময় অবিশ্বাস ক্লেশ দুঃখ ইত্যাদিসূচক শব্দ (এমনি কি তার থাক্বে চিরদিন?-ঈস-দ্বিজেন্দ্রলাল রায়)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ইসক্রু, স্ক্রুপ English definition ⇒ স্ক্রু
- Bengali Word ইসপগুল English definition ⇒ ইসবগুল
- Bengali Word ইসপার কি উসপার English definition ⇒ এস্পার-ওস্পার
- Bengali Word ইসপিস English definition ⇒ ইশপিশ
- Bengali Word ইসবগুল, ইসপগুল, ইছবগুল English definition [ইসব্গুল্, ইসপ্গুল, ইসব্গুল] (বিশেষ্য) ঔষধি বীজবিশেষ {(ফারসি) ইস্পগুল }
- Bengali Word ইসমাইলি English definition [ইস্মাইলি] (বিশেষ্য) মুসলিম শিয়া সম্প্রদায়বিশেষ। {(আরবি) ইস্মা’ঈল+ই(প্রত্যয়) }