ই পৃষ্ঠা ১১
- Bengali Word ইলহান English definition ⇒ এলহান
- Bengali Word ইলহাম English definition ⇒ এলহাম
- Bengali Word ইলা English definition [ইলা] (বিশেষ্য) ১ পৃথিবী। ২ ধেনু। ৩ বাণী। ৪ জল; পানি। {(তৎসম বা সংস্কৃত) Öইল্+অ+আ}
- Bengali Word ইলাকা English definition ⇒ এলাকা
- Bengali Word ইলাহি English definition ⇒ এলাহি
- Bengali Word ইলিম English definition ⇒ এলেম
- Bengali Word ইলিমিলি English definition [ইলিমিলি] (বিশেষ্য) অস্পষ্ট কথা; অস্পষ্ট বাক্য; অর্থহীন শব্দ (ইলিমিলি জপে সদা ছিলিমিলি মালে-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি) ইলাহ>ইলি+ (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) মিলি; এলোমেলো>}
- Bengali Word ইলিশ, ইলশা, ইলশে English definition [ইলিশ্, ইল্শা, ইল্শে] (বিশেষ্য) মাছ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) (অর্বাচীন) ইলীশ>}
- Bengali Word ইলেক English definition [ইলেক্] (বিশেষ্য) (গণিত.) টাকা গণ্ডা পাই মণ সের ছটাক প্রভৃতি জ্ঞাপক চিহ্নবিশেষ যা অঙ্কের ডানে বা বামে বসে-যেমন : ২ টাকা; ২/মণ; /২ সের ইত্যাদি। (যতেক তঙ্কার কড়ি বামে ইলেক দিবে-শুভঙ্কর)। {ই+লেক (<(তৎসম বা সংস্কৃত) লেখ)}
- Bengali Word ইলেকট্রিক English definition [ইলেক্ট্রিক্] (বিশেষণ) বিজলিচালিত; বৈদ্যুতিক; electric । □ (বিশেষ্য) বিদ্যুৎ; তড়িৎ (ইলেকট্রিকের কল টিপিলে-জসীমউদ্দীন)। ইলেকট্রিক ফ্যান (বিশেষ্য) বৈদ্যুতিক পাখা; বিজলি চালিত পাখা। ইলেকট্রিক লাইট (বিশেষ্য) বৈদ্যুতিক আলোক; বিজলি বাতি। {(ইংরেজি) electric}
- Bengali Word ইলেকট্রিসিটি English definition [ইলেক্ট্রিসিটি] (বিশেষ্য) বিদ্যুৎ; বিজলি (আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) electricity}
- Bengali Word ইলেকশন English definition [ইলেক্শন্] (বিশেষ্য) নির্বাচন; ভোট দ্বারা প্রতিনিধি স্থিরকার্য। {(ইংরেজি) election}
- Bengali Word ইল্লত English definition [ইল্লত্] (বিশেষ্য) নোংরামি; মলিনতা; অপরিচ্ছন্নতা। □ (বিশেষণ) নোংরা (সারা মুল্লুক জুড়ে বসে আছে ইল্লত আফগান-মোহিতলাল মজুমদার)। ইল্লতে, ইল্লুতে (বিশেষণ) নোংরা; অপরিষ্কার; মলিন; (ইল্লুতে মেয়েটার ভোল ফেরাও-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ইল্লতে কাণ্ড (বিশেষ্য) নোংরা ব্যাপার। {(আরবি) ইল্লত }
- Bengali Word ইশ English definition ⇒ ইস
- Bengali Word ইশক English definition ⇒ এশ্ক্
- Bengali Word ইশকাপন, ইস্কাপন, ইস্কাবন English definition [ইশ্কাপোন্/ ইশ্কাপন্, ইশ্কাবোন্/ইশ্কাবন] (বিশেষ্য) তাসের চিহ্নবিশেষ; কালো রঙের পান-আঁকা তাস। {ওল. schopen}
- Bengali Word ইশতাহার, ইশতেহার, ইস্তাহার English definition [ইশ্তাহার্, ইশ্তেহার্, ইস্তাহার্] (বিশেষ্য) প্রচারপত্র; বিজ্ঞাপন; নোটিস (মুদ্রিত ইশ্তাহারে ঘোষিত হইল-আবুল মনসুর আহমদ; ইস্তাহার দ্বারা ... হুকুম দেওয়া যাইবেক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(আরবি) ইশ্তহিার্ }
- Bengali Word ইশপিশ, ইসপিস English definition [ইশ্পিশ্] (বিশেষ্য) অস্থিরতা; চাঞ্চল্য প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্ (ইচ্ছা)>, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) পিশ; (তুলনীয়) নিশপিশ্}
- Bengali Word ইশবগুল English definition ⇒ ইসবগুল
- Bengali Word ইশা English definition ⇒ এশা