গ পৃষ্ঠা ১২
- Bengali Word গররাজি, গররাজী English definition [গর্রাজি] (বিশেষণ) অরাজি; নারাজ; অসম্মত বা অনিচ্ছুক (আশ্রয় দিতে কি গররাজী হইবে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) গায়ির রাদী }
- Bengali Word গরল English definition [গরল্] (বিশেষ্য) ১ বিষ। ২ এক প্রকার ক্ষত; ঘা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর+ল(লচ্); (তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+অল(ললচ্)}
- Bengali Word গরলায়েক English definition [গর্লায়েক] (বিশেষণ) ১ অনুপযুক্ত। ২ নালয়েক; নাবালক। ৩ অনাবাদি; শস্যোৎপাদনের অযোগ্য; চাষের অনুপযুক্ত (হাজা-শুখা, গরলায়েক পতিত জমির চেহারা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) গায়ির লায়েক}
- Bengali Word গরস English definition [গরোশ্] (বিশেষ্য) খাদ্যাদির ছোট পিণ্ড যা একবারে মুখে তোলা হয়; গ্রাস; লোকমা (ছোট গরস পাকিয়ে মুখে তোলে- অচিসে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাস>}
- Bengali Word গরহজম, গরহযম English definition [গর্হজোম্] (বিশেষ্য) বদহজম; অজীর্ণ (মুড়া খাইয়া তার গরহজম হইয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) গায়ির হদম }
- Bengali Word গরহাজির, গরহাজীর English definition [গর্হাজির্] (বিশেষ্য) উপস্থিতির অভাব; অনুপস্থিত (কোন ছাত্র কয়দিন হাজির গরহাজির হল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। গরহাজিরা, গরহাজীরা (বিশেষ্য) অনুপস্থিতি (... ঘরে গরহাজীরা যে না পায় দেখিতে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) গায়ির হাদির}
- Bengali Word গরাণ English definition ⇒ গরান
- Bengali Word গরাদে English definition [গরাদে] (বিশেষ্য) জানালার শিক (লোহার গরাদেগুলোর প্রতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(পর্তুগিজ) গ্রাদে grade}
- Bengali Word গরান, গরাণ English definition [গরান্] (বিশেষ্য) বন্য বৃক্ষবিশেষ ও তাহার মজবুত কাঠ (অতি লম্বা পদ দুটি যে গরাণের খুঁটি-দীনবন্ধু মিত্র)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word গরাস (ব্রজবুলি) English definition [গরাশ্] (বিশেষ্য) ১ কবল; গ্রাস (করয়ে গরাস-(বিদ্যাপতি); চাঁদের তরাস রাহুর গরাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আহার; ভক্ষণ; খাদ্য (মৃত্তিকায় ভোগ পুনি মৃত্তিকা গরাস-কাজী দৌলত)। □ (বিশেষণ) আহারের উপযোগী; ভক্ষ্য; আহ্যর্য (অজগরের গরাস হ’য়ে পাংশু মুখে ইষ্ট জপা- সত্যেন্দ্রনাথ দত্ত)। গরাসন (ব্রজবুলি), গরাসিন (ব্রজবুলি) গ্রাস করনো (তিমিরের গরাসন-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাস>}
- Bengali Word গরিব, গরীব English definition [গোরিব্] (বিশেষণ) ১ দরিদ্র (গরীব দেশের দশজন লোকের একজন-কেদারনাথ মজুমদার)। ২ বিনীত; দীন (বাবুর মেজাজ গরিব-কালীপসন্ন সিংহ)। ৩ বেচারা (মন গরীবের কি দোষ আছে-রামরাম বসু)। গরিবানা, গরিবি (বিশেষণ) দরিদ্রোচিত; দরিদ্রের উপযুক্ত। □ (বিশেষ্য) দরিদ্রের ভাব; দারিদ্র্য; দরিদ্র অবস্থা (গার্জেন গরিবানা জানিয়ে যদি দরখাস্ত করে-মনোজ বসু)। গরিবের ঘোড়ারোগ ( বিশেষ্য) দরিদ্রের বড়মানুষি চাল-চলনের ভোঁক। খাজা গরিব-নওয়াজ আজমীঢ়ে সমাহিত প্রসিদ্ধ সুফি খাজা মুইনুদ্দিন চিশতির উপাধি বিশেষ। {(আরবি) গরীব}
- Bengali Word গরিব-গুরবা, গরিব-গুরবো English definition [গোরিব্গুরবা, গরিব্গুরবো] (বিশেষ্য) ১ কাঙ্গাল; ফকির; দীন-দরিদ্র। ২ বিত্তহীন সম্প্রদায়। {(আরবি) একব গরীব, বহুব গুরবা}
- Bengali Word গরিব-নেওয়াজ, গরিব-নেবাজ English definition [গোরিব্ নেওয়াজ্] (বিশেষ্য) গরিবের সহায়; দরিদ্রের আশ্রয় (প্রাণ রাখ গরীব নেবাজ- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) গরীব + (ফারসি) নারাজ }
- Bengali Word গরিব-পরোয়ার English definition [গোরিব্ পর্ওয়ার্] (বিশেষণ) দরিদ্রের প্রতিপালক। {(ফারসি) গরীব + (আরবি) পররার}
- Bengali Word গরিবখানা English definition [গোরিব্খানা] (বিশেষ্য) ১ দরিদ্রের কুটির। ২ আপন গৃহ সম্পর্কে বিনয় ও সৌজন্যসূচক উল্লেখ। {(আরবি) গরীব + খানাহ (ফারসি)}
- Bengali Word গরিমা English definition [গোরিমা] (বিশেষ্য) ১ গৌরব; মহিমা; মাহাত্ম্য। ২ গর্ব; দর্প; অহংকার। ৩ গুরুত্ব। ৪ শ্রেষ্ঠত্ব; উৎসর্গ। ৫ হিন্দুদের যোগের অষ্টসিদ্ধির অন্যতম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু+ইমন্}
- Bengali Word গরিলা English definition [গোরিলা] (বিশেষ্য) আফ্রিকা দেশীয় বৃহদাকার ও বলবান বানরজাতীয় প্রাণী। গরিলা যুদ্ধ, গেরিলা যুদ্ধ (বিশেষ্য ) অনিয়মিত খণ্ডযুদ্ধ। {স্পে. গেরিলা guerilla; (ইংরেজি) gorilla}
- Bengali Word গরিষ্ঠ English definition [গোরিশ্ঠো] (বিশেষণ) ১ সর্বাপেক্ষা বেশি গুরু। ২ সর্বাপেক্ষা বৃহৎ। ৩ সর্বাধিক শ্রদ্ধেয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গ.সা.গু (গণিত.) যে গরিষ্ঠ সংখ্যা দ্বারা কয়েকটি রাশিকে ভাগ করলে মিলে যায় তা; উক্ত রাশিগুলির গ. সা. গু। যে প্রণালিতে উক্ত সংখ্যা বের করা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু+ইষ্ঠ}
- Bengali Word গরীব English definition ⇒ গরিব
- Bengali Word গরীয়ান English definition [গোরিয়ান্] (বিশেষণ) ১ গুরুতর; অধিকতর সম্মানযোগ্য; বৃহত্তর। ২ গৌরবসম্পন্ন; মর্যাদাপূর্ণ; মহার্ঘ। ৩ অধিকতর পূজনীয়। গরীয়সী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু+ঈয়স্}