গ পৃষ্ঠা ১৩
- Bengali Word গরু English definition ⇒ গোরু
- Bengali Word গরুঅ, গরুয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [গোরুঅ, গরুয়া] (বিশেষণ) ১ গুরু; বিষম; দুরূহ (গিরিসম গরুঅ মান-(বিদ্যাপতি ))। ২ স্থূল; ভারী (গরুঅ জগন-বড়ু চণ্ডীদাস)। ৩ অতিশয়; অধিক (গরুয়া লাগে শীত-দ্বিজমাধব)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরুক>(প্রাকৃত) গরুঅ}
- Bengali Word গরুত্মন্ত English definition [গোরুত্মন্তো] (বিশেষ্য) পক্ষী (কিম্ব নাগারি গরুড় গরুত্মন্ত-কুলপতি-মাইকেল মধুসূদন দত্ত)। গরুত্মান, গরুত্মান্ বি ১ গরুড়। ২ পক্ষী। □ (বিশেষণ) পাখাযুক্ত; পক্ষবিশিষ্ট। গরুত্মতী, গরুৎমতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পক্ষিণী। ২ পক্ষযুক্তা। ৩ পালক-সমন্বিতা (গরুৎমতী তরী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গরুৎ+মৎ(মতুপ্)}
- Bengali Word গরুমুখী English definition ⇒ গুরমুখী
- Bengali Word গরুৎ English definition [গেরুত্] (বিশেষ্য) পক্ষ; পাখা; পালক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ্+উৎ(উতি)}
- Bengali Word গরুড় English definition [গোরুড়] (বিশেষ্য) ১ পুরাণোক্ত পক্ষিশ্রেষ্ঠ; হিন্দুমতে বিষ্ণুর বাহন এবং কশ্যপ ও বিনতার পুত্র। ২ ঈগল পাখি। গরুড়ধ্বজ (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু; কৃষ্ণ। □ (বিশেষণ) গরুড় মূর্তি অঙ্কিত ধ্বজবিশিষ্ট। গরুড় বাহন (বিশেষ্য) বিষ্ণু। গরুড়-শয়ন হিন্দু পুরাণমতে জন্মের পূর্বে গরুড় যেমন দীর্ঘদিন ডিম্ব মধ্যে সুপ্ত ছিলেন সেইরূপ দীর্ঘ নিদ্রা। গরুড়াসন (বিশেষ্য) যোগাসন-বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ্+উড়(উড়চ্); গুরু+√ডী+ অ(ড)}
- Bengali Word গরুয়া English definition ⇒ গরুঅ
- Bengali Word গর্গর English definition [গর্গর্] (বিশেষ্য) ১ কলস; ঘট। ২ ঘূর্ণাবর্ত; জলাবর্ত। ৩ চাপা ধ্বনিবিশেষ; ‘গর্গর’ ধ্বনি (উল্লোল-কলগর্জিত পারাবার ফেন গর্গরে ধ্বনিছে অট্টহাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। গর্গরী (বিশেষ্য) গাগরি; কলসি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্গ+ √রা+অ(ক)}
- Bengali Word গর্জক English definition [গর্জক, গর্জোক] (বিশেষণ) গর্জন করে যে; গর্জনকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্+অ(ণ্বুল্)}
- Bengali Word গর্জন ১ English definition [গর্জোন্] (বিশেষ্য) ১ উচ্চ ও গম্ভীর শব্দ বা ধ্বনি; নাদ (মেঘের গর্জন, সিংহের গর্জন)। ২ ক্রোধ; স্পর্ধা বা প্রচণ্ড তিরস্কারব্যঞ্জক ধ্বনি। গর্জিত (বিশেষণ) নিনাদিত; গম্ভীর শব্দে শাব্দিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word গর্জন ২, গরজন English definition [গর্জন্] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও এর কাষ্ঠ। গর্জন তৈল (বিশেষ্য) রঙে ঔজ্জ্বল্য সৃষ্টির জন্য ব্যবহার্য বৃক্ষনির্যাস বিশেষ; ঘাস তেল; বাতনাশক কবিরাজি তৈল বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জ+অন(ল্যুট্), অত্যন্ত শক্ত কাঠ বলে কুড়ালের আঘাতে গম্ভীর শব্দ সৃষ্টি হয়, তাই গর্জন}
- Bengali Word গর্জমান English definition [গর্জোমান্] (বিশেষণ) গর্জন করছে এমন; গর্জনরত (গর্জমান ষ্টোভে মাংস চড়লো-বুদ্ধদেব বসু)। গর্জমানা (স্ত্রীলিঙ্গ)। (গর্জমানা ভৈরবী নদী-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্+মান, + আ}
- Bengali Word গর্জা, গর্জানো, গরজানো English definition [গর্জা, গর্জানো, গরজানো] (ক্রিয়া) গর্জন করা। □ (বিশেষ্য) গর্জন। গর্জানি, গরজানি (বিশেষ্য) ১ গর্জন। ২ গর্জনের শব্দ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্ + (বাংলা) আ, আনোো}
- Bengali Word গর্জিত English definition [গোর্জিতো] (বিশেষণ) গর্জন করেছে এমন; শব্দিত। {√গর্জ্+ত(ক্ত)}
- Bengali Word গর্ত English definition [গর্তো] (বিশেষ্য) ১ খাদ; গহ্বর। ২ রন্ধ্র; ছিদ্র। ৩ বিবর; কোট; খোঁড়ল। ৪ ছেঁদা; ফুটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ত(তন্)}
- Bengali Word গর্দভ English definition [গর্ধোব্] (বিশেষ্য) ১ গাধা; লম্বাকর্ণ চতুষ্পদ পশুবিশেষ; রাসভ। ২ (ব্যঙ্গার্থ) নিরেট মুর্খ ব্যক্তি বা অত্যন্ত নির্বোধ (তুমি একটা গর্দভ-একটুও বুদ্ধি নেই)। গর্দভী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্দ্+অভ}
- Bengali Word গর্দা English definition ⇒ গরদা
- Bengali Word গর্দা, গর্দ্দা English definition ⇒ গরদা
- Bengali Word গর্দান, গরদান English definition [গর্দান্] (বিশেষ্য) ১ স্কন্ধ; ঘাড়; গলা (সীমারের তীর লাগলো গর্দানে-মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ ঘাড়সহ মাথা (হাতে পায়ে গর্দানে তাঁর লোহার শিকল-হাবীবুল্লাহ বাহার)। গর্দান যাওয়া (ক্রিয়া) শিরশ্ছেদ হওয়া; মাথা কাটা যাওয়া। গর্দান লওয়া (ক্রিয়া) শিরশ্ছেদ করা; মাথা কাটা। গর্দানি ( বিশেষ্য) ঘাড় ধাক্কা; গলা ধাক্কা। {(ফারসি) গরদান }
- Bengali Word গর্দিশ English definition ⇒ গরদিশ